সালমান খানের ফার্মহাউস নিয়ে জনতার মধ্যে কৌতুহলের অন্ত নেই। পানভেলের ফার্মহাউস ১৫০ একর এলাকা জুড়ে বিস্তৃত। ব্য়স্ত সলমনের অবসরযাপনের একমাত্র ঠিকানা। অত্যাধুনিক জিম থেকে সুইমিং পুল, আস্তাবল- কী নেই সেখানে!
রাঘব জুয়াল সলমনের পানভেল ফার্মহাউসে তিন দিন কাটিয়েছেন। আরিয়ান খানের ‘দ্য ব্যাডস অফ বলিউড’ অভিনেতা ভাইজানের সঙ্গে কাজ করেছেন ‘কিসিকা ভাই, কিসিকি জান’ ছবিতে। রাঘব জানান, অতিথি আপ্যায়নে সলমন সর্বদা সেরা। তাঁর খামারে সারারাত পার্টি চলে। ঘোড়ার সঙ্গম দেখাতে সবাইকে নিয়ে যান সলমন। রাঘব জানান, পাঁচতারা হোটেলের চেয়েও সল্লু মিঁয়ার ফার্মহাউস বেশি মজাদার ছিল। রণবীর এলাহাবাদিয়ার শো-তে তিনি বলেন, 'সলমন স্য়ারের খামার বাড়িতে যে মজা হয় সেটা অন্য লেভেলের। খানেরা মানুষের যত্ন নিতে পছন্দ করে। ওঁনারা হোস্ট করতে ভালোবাসেন। সেখানে একটি ভয়াবহ পার্টি ছিল। তারপর ঘোড়ার সঙ্গমও দেখলাম। উনি (সলমন খান) বলেন, ‘আসুন ঘোড়ার সঙ্গমের দিকে নজর দেওয়া যাক। তখন ঘড়ির কাঁটায় ভোর ৩টে। আমি আমার জীবনে এর আগে কখনও এমন কিছু দেখিনি। তাদের ফার্মহাউসে এটা অন্যরকম মজা’।
রাঘব আরও ব্যাখ্যা করেন, ‘তার কাছে একটি ডার্ট বাইক রয়েছে যা আপনি ঝর্ণার মধ্যে চালাতে পারেন। এটি একটি পাঁচ তারকা হোটেলের চেয়ে বেশি মজাদার অভিজ্ঞতা ছিল। পার্টি চলছে সারারাত। ভোর ৪টের সময় অল-টেরেন যান সফর শুরু করে সকলকে ফার্ম হাউস ঘুরিয়ে দেখাতে। ওখানের জীবন একদম আলাদা, এবং ওদের পৃথিবী অন্যভাবে চলছে’। শাহরুখের বাড়িতে গিয়েছেন রাঘব রাঘব জুয়াল, আরিয়ান খানের পরিচালনায় 'ব্যাডস অব বলিউড'-এ কাজ করেছেন। শাহরুখ খানের বাড়িতে যাওয়ার অভিজ্ঞতার কথাও জানিয়েছেন তিনি। তিনি বলেন, মান্নাতে প্রবেশের আগে সিকিউরিটির প্রহরা এতটাই বেশি ছিল, যে বিমানবন্দরের মতো স্ক্যানার লাগানো হয়েছিল রাঘবের শরীরে।
মন্নতে পৌঁছে মুগ্ধ রাঘব, ভুল করে আরিয়ানকে জিগ্গেস করে ফেলেন, তাঁর ঘর কোনটা। যখন আরিয়ান জানান, মন্নতের গোটা একটা ফ্লোর (তলা) তাঁর নিজস্ব বেশ লজ্জায় পড়েছিলেন রাঘব।