রুপোলি পর্দায় বলিউড নায়কদের সঙ্গে হাঁটুর বয়সী নায়িকাদের প্রেম নতুন নয়। সলমন, শাহরুখ থেকে অক্ষয়- বয়সে অর্ধেকে চেয়েও ছোট নায়িকাদের সঙ্গে পর্দায় রোম্যান্স করতে দেখা গিয়েছে পঞ্চাশোর্ধ নায়কদের। এর মাঝেই শোনা যাচ্ছিল ‘বড়ে মিঁয়া ছোটো মিঁয়া’য় ৩০ বছরের ছোট মানুষী চিল্লারের (২৫) সঙ্গে ফের জুটি বাঁধতে চলেছেন আক্কি (৫৫)। ‘পৃথ্বীরাজ’ ছবি মুক্তির আগে অক্ষয়-মানুষীর বয়সের ফারাক নিয়ে কম কথা হয়নি। এমনটাও শোনা গিয়েছিল এই ছবির অংশ হবেন শ্রীদেবী কন্যা জাহ্নবী কাপুরও। এবার জানা যাচ্ছে, জাহ্নবী বা মানুষী কেউই অংশ হচ্ছেন না ‘বড়ে মিঁয়া ছোটো মিঁয়া’র। তাহলে এই ছবিতে খিলাড়ি কুমারের নায়িকার কে?
ই-টাইমসের এক প্রতিবেদনে জানানো হয়েছে, প্রযোজক বাসু ভাগনানির এই বিগ বাজেট ছবিতে কোনও নায়িকার সঙ্গেই রোম্যান্স করবেন না অক্ষয়। পরিচালক আলি আব্বাস জাফরের এই ছবিতে অক্ষয় কুমারের বিপরীতে কোনও নায়িকা থাকছে না। জানা যাচ্ছে, ছবিতে টাইগার শ্রফের বিপরীতে থাকবেন জাহ্নবী। কিন্তু অক্ষয়ের পাশে থাকবে না কোনও নায়িকা। ছবির এক ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে, ছবিতে অক্ষয়ের দুর্দান্ত চরিত্র রয়েছে কিন্তু তাঁর চরিত্রের কোনও রোম্যান্টিক ট্র্যাক ছবিতে থাকছে না।
সবকিছু ঠিকঠাক থাকলে আগামী বছরের গোড়াতেই শ্য়ুটিং ফ্লোরে যাচ্ছে এই ছবি। ‘বড়ে মিঁয়া ছোটো মিঁয়া’র একটা বড় অংশের শ্যুটিং হবে বিদেশে। ২০২৪-এর জানুয়ারিতে মুক্তি পেতে পারে এই ছবি।