৫ বছরের বিরতি শেষে ‘পাঠান’ দিয়ে ধামাকেদার কামব্যাক করেছিলেন শাহরুখ খান। এরপর ২০২৩ সাল জুড়ে বক্স অফিসে রাজত্ব করেছেন বাদশা। পাঠান, জওয়ান-এর মতো ১০০০ কোটির ব্লকবাস্টার দিয়েছেন। আলোচনায় থেকেছে ‘ডানকি’ও। গত বছর বড়দিনের আগে মুক্তি পেয়েছিল সেই ছবি। ২০২৪-এর বক্স অফিস শাহরুখ-হীন। আরও পড়ুন-মাঝপথেই রেগেমেগে মঞ্চ ছাড়লেন মোনালি! বেনারসের কনসার্টে কী এমন ঘটল? ভাইরাল ভিডিয়ো
নতুন বছরে ‘কিং’-এর কাজে হাত দেবেন শাহরুখ খান, চর্চা এমনটাই। বছর শেষ হওয়ার আগে এই ছবি নিয়ে বড়সড় খবর সামনে এল। এতদিন শোনা যাচ্ছিল, শাহরুখ ও তাঁর মেয়ে সুহানা খানের এই ছবি পরিচালনা করবেন সুজয় ঘোষ। এবার খবর, 'কিং' পরিচালনা করবেন পাঠান পরিচালক সিদ্ধার্থ আনন্দ। পিঙ্কভিলার একটি প্রতিবেদন অনুসারে, গত ছয় মাস ধরে ছবিটির প্রস্তুতির কাজ চলছে এবং সিনেমাটি ২০২৫ সালের মার্চ মাসে ফ্লোরে যাবে এবং ২০২৬ সালে বিশ্বব্যাপী মুক্তি পাবে। সিদ্ধার্থ, সুরেশ নায়ার ও সাগর পান্ডিয়াকে নিয়ে ছবির চিত্রনাট্য লিখেছেন সুজয় ঘোষ।
সিদ্ধার্থ আনন্দ কি কিং পরিচালনা করবেন?
পিঙ্কভিলা তাদের সূত্রকে উদ্ধৃত করে জানিয়েছে, 'শাহরুখ খান এবং সিদ্ধার্থ আনন্দ হিন্দি সিনেমার সবচেয়ে সফল জুটিগুলির মধ্যে একটি। সিদ্ধার্থ আনন্দ এবং তার দল বিশ্বজুড়ে একাধিক লোকেশনে রেকি করেছেন এবং আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন স্টান্ট পরিচালকদের সাথে ছবির অ্যাকশন সিকোয়েন্সও ডিজাইন করেছেন। সিদ্ধার্থ আনন্দ, সুরেশ নায়ার ও সাগর পান্ডিয়ার সঙ্গে ছবির চিত্রনাট্য লিখেছেন সুজয় ঘোষ। কিন্তু কেন সুজয়ের জায়গায় সিদ্ধার্থ এই ছবির দায়িত্ব সামলাবেন তা স্পষ্ট নয়। পাঠানের সাফল্য়ের জেরেই কি অগ্রাধিকার পেলেন সিদ্ধার্থ?
২০২৬ সালে মুক্তি পাবে 'কিং
সিদ্ধার্থ আনন্দ' ছবির চিত্রনাট্য যেভাবে সাজিয়েছে তাতে শাহরুখ অত্যন্ত খুশি এবং ২০২৫ সালের মার্চের মধ্যে এই ছবির কাজ শুরু করার জন্য প্রস্তুত সুপারস্টার। ৬-৭ মাস ধরে চলবে শ্যুটিং পর্ব, ২০২৬-এ মুক্তির পরিকল্পনা রয়েছে। পাঠানের মতোই বিরাট স্কেলে বানানো হবে এই ছবি।
কিং সম্পর্কে আরও তথ্য
শুরু থেকেই চর্চা, এই ছবিতে ধূসর চরিত্রে দেখা মিলবে শাহরুখের। শাহরুখের বিপরীতে এই ছবিতে কাকে দেখা যাবে তা এখনও স্পষ্ট নয়। আব্বাস টায়ারওয়ালা কিং-এর ডায়লগ লিখছেন। শাহরুখ ও সুহানা খান ছাড়াও অভিষেক বচ্চনকেও দেখা যাবে 'কিং'-এর সঙ্গে। ছবিটি প্রযোজনা করেছে রেড চিলিজ এন্টারটেইনমেন্ট ও মারফ্লিক্স।