বুধবার গভীর রাতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন অভিনেতা অভিষেক চট্টোপাধ্যায়। বৃহস্পতিবার সকালে খবর ছড়িয়ে পড়ে সংবাদমাধ্যম সূত্রে। জানা যায়, রিয়্যালিটি শোয়ের শ্যুটিং করতে গিয়ই অসুস্থ হয়ে পড়েছিলেন তিনি। হাসপাতালেও যেতে চাননি কিছুতেই। তার জেরেই ডেকে আনেন বিপদ। সেটি থেকে শেষরক্ষা হল না।
শেষ মুহূর্তে তাঁর পাশে ছিলেন স্ত্রী সংযুক্তা চট্টোপাধ্যায় ও মেয়ে ডল। শেষ মুহূর্তগুলোয় অভিনেতা কী বলেছিলেন? কী চেয়েছিলেন পরিবারের থেকে? সংবাদমাধ্যমকে জানিয়েছেন সংযুক্তা।
সংযুক্তার থেকেই জানা গিয়েছে, কয়েক দিন ধরেই অসুস্থ ছিলেন অভিষেক চট্টোপাধ্যায়। ফুড পয়েজনিং হয়েছিল তাঁর। মেগা সিরিয়ালের কাজে গিয়ে অসুস্থ হয়ে পড়েছিলেন অভিনেতা। জানিয়েছেন, স্টুডিয়োর বাইরেই বমি করে ফেলেছিলেন অভিনেতা।
পরের দিনও শরীর ঠিক হয়নি। রক্তচাপ অনেকটাই কমে গিয়েছিল। চিকিৎসকের সঙ্গে ভিডিয়ো কলে কথা হয়। চিকিৎসক পরামর্শ দিয়েছিলেন, হাসপাতালে নিয়ে যেতে। না হলে অন্তত বাড়িতে স্যালাইন দিতে। হাসপাতালে যেতে চাননি অভিষেক। বাড়িতেও স্যালাইনের ব্যবস্থা করা যায়নি। কারণ যাঁরা তাঁকে স্যালাইন দিতে এসেছিলেন, তাঁরা তাঁর হাতের শিরা খুঁজে পাচ্ছিলেন না।
এই সময়ে অভিষেক ধূমপান করতে চান। হাঁত এত কাঁপছিল, সিগারেট ধরতে পারেননি অভিনেতা। সংযুক্তাই ধরিয়ে দেন সিগারেটটি। এর কিছু ক্ষণ পরে অভিনেতার শ্বাসকষ্ট বাড়ে।
স্ত্রীর সামনেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন অভিনেতা। আর ডাকা যায়নি অ্যাম্বুলেন্সও।
শেষ মুহূর্তটায় কী বলেছিলেন তিনি?
সংবাদমাধ্যমকে সংযুক্তা জানিয়েছেন, চলে যাওয়ার মুহূর্তে বারবার শুধু মেয়ের খোঁজ করছিলেন অভিষেক। মেয়ে ঠিক আছে কি না জানতে চাইছিলেন। কন্যার খোঁজ নেওয়ার পরেই আস্তে আস্তে ফুরিয়ে আসে কথা। মৃত্যুর কোলে ঢোলে পড়েন অভিনেতা।