বাংলা নিউজ > বায়োস্কোপ > Rachna Banerjee: ‘চিরযৌবনা’ রচনার সৌন্দর্যের রহস্য ফাঁস করতে গিয়ে এসব কীসের হদিশ পেলেন রাজশ্রী?

Rachna Banerjee: ‘চিরযৌবনা’ রচনার সৌন্দর্যের রহস্য ফাঁস করতে গিয়ে এসব কীসের হদিশ পেলেন রাজশ্রী?

রচনার গ্ল্যামারের রহস্য ফাঁস

Didi No 1 Update: 'দিদি নম্বর ১' রচনার ছিপছিপে চেহারা আর জেল্লাদার ত্বর দেখলে বোঝবার উপায় আছে তাঁর বয়স পঞ্চাশ ছুঁইছুঁই। কীভাবে নিজেকে এত ফিটফাট রেখেছেন নায়িকা? তদন্ত চালালেন অভিনেত্রী রাজশ্রী!

অভিনয় থেকে আপতত নিজেকে সরিয়ে রেখেছেন রচনা বন্দ্যোপাধ্যায়। তাঁর একমাত্র ছেলে রৌনক (ওরফে প্রনীল)-কে বড় করে তুলতে অভিনয় থেকে খানিক ব্রেক নেওয়ার সিদ্ধান্ত নায়িকার। তবে টেলিভিশন সঞ্চালিকা হিসাবে জারি রেখেছেন কাজ। বাংলা টেলিভিশনের অন্যতম পুরোনো আর হিট নন-ফিকশন শো ‘দিদি নম্বর ১’-এর ‘পোস্টার গার্ল’ তিনি। রচনার স্টাইল স্টেটমেন্ট আর গ্ল্যামার দেখে বোঝবার উপায় নেই পঞ্চাশ ছুঁইছুঁই নায়িকার বয়স। ছিপছিপে ফিগার আর জেল্লাদার ত্বক। রচনা নিজেকে এমনভাবে মেনটেন করেছেন যে বয়সের ছাপ থাবা ফেলেনি তাঁর শরীরে।

৪৮ বছর বয়সী 'চিরযৌবনা' রচনার সৌন্দর্যের এই রহস্যটা কী? তা অবশেষে ফাঁস হল। সামনে এসেছে দিদি নম্বর ১-এর নতুন প্রোমো। সেখানেই রচনার কীর্তি ফাঁস করলেন অভিনেত্রী রাজশ্রী ভৌমিক। ছোটপর্দার অতি পরিচিত মুখ রাজশ্রী। ঝলকে দেখা গেল রাজশ্রী জোর গলায় বলছেন, ‘আজ রচনা ব্যানার্জির হাঁড়ির খবর জানাবো, তোমার সৌন্দর্যের এই রহস্য আমি জেনেই তবে যাব’। এরপর গটগটিয়ে অতিথির আসন থেকে সঞ্চালিকা রচনার দিকে হেঁটে যান রাজশ্রী। সেখানে গিয়ে রচনার কাছ থেকে রাজশ্রী উদ্ধার করেন ছোলা আর হজমির একটা করে কৌটো। যা দেখে তাজ্জব তিনি।

এপিসোডের অন্য অতিথি তনুশ্রী গোস্বামী হাসি চাপতে না-পেরে বলে উঠেন, ‘মানে ছোলা খেয়ে সেটাও হজম করে নিতে হবে’। এরপর রাজশ্রীর সংযোজন, 'দেখে নাও সবাই রচনার সৌন্দর্যের রহস্য আমি ফাঁস করে দিলাম। হাসি থামেনি রচনার, এর মাঝেই রাজশ্রীকে জড়িয়ে ধরেন তিনি। এদিন সবুজ রঙা শাড়িতে ঝলমল করলেন অভিনেত্রী। 

তনুশ্রী, রাজশ্রী ছাড়াও রচনার সঙ্গে এই এপিসোডে গেম খেলতে দেখা যাবে অভিনেত্রী দেবপর্ণা পাল চৌধুরী এবং ভাবনা বন্দ্যোপাধ্যায়কে। এই প্রোমো দেখে অনেকেই রাজশ্রীকে ‘গোয়েন্দা গিন্নি’র তকমা দিয়েছেন। কেউ আবার হাসির ইমোজি জুড়ে দিয়েছেন। 

সিনেমার কারণে রচনা ঠিক যতটা জনপ্রিয়তা পেয়েছিলেন, তার থেকে বহুগুণ প্রচারের আলোয় এসেছেন রচনা বন্দ্যোপাধ্যায় দিদি নম্বর ১-এর সঞ্চালক হিসেবে। বাংলার প্রত্যন্ত গ্রামের মহিলারাও ভালোবাসা উজার করে দেয় তাঁদের প্রিয় দিদিকে। প্রায় ১৩ বছর ধরে বাংলা টেলিভিশন কাঁপাচ্ছে জি বাংলার হিট শো ‘দিদি নম্বর ১’। 

সঞ্চালনার পাশাপাশি আপাতত রচনা একজন সফল ব্যবসায়ীও বটে। রমরমিয়ে চলছে তাঁর শাড়ির ব্যবসা। কাজের ফাঁকে ছেলের সঙ্গে সময় কাটান অভিনেত্রী। ঘুরতে বেরিয়ে পড়েন ছেলে রৌনাকের সঙ্গে। ডিভোর্সি না হলেও দীর্ঘদিন আগেই স্বামীর থেকে আলাদা হয়েছেন রচনা। একার হাতেই ছেলেকে মানুষ করছেন তিনি। তাঁকে বড় পর্দায় দেখতে মুখিয়ে রয়েছে অনুরাগীরা।

বন্ধ করুন