বাংলা নিউজ > বায়োস্কোপ > Virat-Anushka: বিরাট-অনুষ্কার আলাপের ২ বছর আগে অদ্ভুত ভবিষ্যদ্বাণী করেছিলেন এই ব্যক্তি, জানেন কী বলেছিলেন?

Virat-Anushka: বিরাট-অনুষ্কার আলাপের ২ বছর আগে অদ্ভুত ভবিষ্যদ্বাণী করেছিলেন এই ব্যক্তি, জানেন কী বলেছিলেন?

বিরাট-অনুষ্কা

যেখানে তাঁর জীবনসঙ্গীর বিষয়ে আগেই ভবিষ্যৎবাণী করেছিলেন এক ট্যারোট কার্ড রিডার। আর সেটা ঘটেছিল ২০১১ সালে সিমি গারেওয়ালের শোতে। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় উঠে এসেছে সেই ভিডিয়ো। অনুষ্কাকে সেদিন ঠিক কী বলেছিলেন ওই ট্যারোট কার্ড রিডার?

২০১৭ সালের ১১ ডিসেম্বর বিরাট কোহলির সঙ্গে সাতপাকে বাঁধা পড়েন অনুষ্কা শর্মা। তারপর থেকে সুখেই সংসার করছেন বিরাট-অনুষ্কা। তাঁদের জীবনে রয়েছে দুই সন্তান ভামিকা ও আকায়। এই মুহূর্তে টি-২০ বিশ্বকাপ জয়ের পর দেশ ঘুরে ফের লন্ডনে ফিরে গিয়েছেন বিরাট কোহলি। সেখানেই স্ত্রী অনুষ্কা ও দুই সন্তানের সঙ্গে সময় কাটাচ্ছেন তিনি।

এদিকে এসবের মাঝেই ভাইরাল হয়েছে অনুষ্কা শর্মার পুরনো একটা ভিডিয়ো। যেখানে তাঁর জীবনসঙ্গীর বিষয়ে আগেই ভবিষ্যৎবাণী করেছিলেন এক ট্যারোট কার্ড রিডার। আর সেটা ঘটেছিল ২০১১ সালে সিমি গারেওয়ালের শোতে। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় উঠে এসেছে সেই ভিডিয়ো। অনুষ্কাকে সেদিন ঠিক কী বলেছিলেন ওই ট্যারোট কার্ড রিডার?

ভিডিয়োতে দেখা যাচ্ছে, একটা কার্ড তুলে নিয়ে সেই ট্যারোট কার্ড রিডার বলেন, ‘এই সেই ব্যক্তি যিনি আপনার সঙ্গে থাকবেন। তিনি হবে ইয়াং, ড্যাশিং, বুদ্ধিমান, সুবক্তা, সুশিক্ষিত এবং স্বপ্রতিষ্ঠিত। তিনি হবে একজন যোদ্ধা। তাঁর স্বভাবও আপনার মতোই হবে। আপনারা প্রায় সমবয়স্ক হবে। আজ থেকে ২ বছরের মধ্যে তিনি আপনার সঙ্গে থাকবেন।’

২০১১ সালে এই ট্যারোট কার্ড রিডারের কথা হুবহু মিলে গিয়েছে। ঠিক দু-বছর পর ২০১৩ সালে এক শ্যাম্পুর বিজ্ঞাপনে কাজ করতে গিয়ে একে অপরের সঙ্গে আলাপ হয়েছিল বিরাট-অনুষ্কার।  পরবর্তীকালে তাঁরাই সাতপাকে বাঁধা পড়েন। নেটদুনিয়ায় তাই মজা করে 'শ্যাম্পু নে বনা দি জোড়ি' ক্যাপশানে ভিডিয়োটি পোস্ট করা হয়েছে।

প্রসঙ্গত, বিরাট ও অনুষ্কা ২০১৭ সালের ডিসেম্বরে বিয়ে করেছিলেন এবং ২০২১ সালের জানুয়ারিতে তাদের প্রথম সন্তান, মেয়ে ভামিকাকে স্বাগত জানিয়েছিলেন। চলতি বছরের ফেব্রুয়ারিতে বিরাট কোহলি ও আনুশকা শর্মার একটি পুত্র সন্তানের জন্ম হয়, নাম অকায় কোহলি। আপাতত নিজেকে কাজ দেখে দূরেই রেখেছেন অভিনেত্রী।

এদিকে সম্প্রতি দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে টি-২০ বিশ্বকাপ জিতে বার্বাডোজ থেকে দেশে ফেরা ক্রিকেটারকে স্বাগত জানাতে বৃহস্পতিবার সকালে দিল্লির আইটিসি মৌর্য হোটেলে করা হয়েছিল বিশেষ ব্যবস্থা। আর ঘরের ছেলেকে শুভেচ্ছা জানাতে সেখানেই পৌঁছে গিয়েছিল বিরাট কোহলির পরিবার। দিল্লির এই পাঁচ তারকা হোটেলে এসেছিলেন বিরাট কোহলির ভাই বিকাশ কোহলি এবং তাঁর বোন ভাবনা কোহলি ধিংরা। বৃহস্পতিবার সকাল সকাল তাঁরা দিল্লির পাঁচতারা হোটেলে পৌঁছে ভাইকে নিজের শহরেই স্বাগত জানান বিকাশ কোহলি। বিকেলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাসভবনে তাঁর সঙ্গে দেখা করার আগে ভারতীয় দল আইটিসি মৌর্যতে বিশ্রাম নেয়। সেখানে প্রাতঃরাশও সারেন তাঁরা।

এদিকে বিশ্বকাপের ফাইনালে বার্বাডোজে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে ট্রফি নেওয়ার সেই ঐতিহাসিক দৃশ্য সামনে থেকে দেখতে পারেননি অনুষ্কা শর্মা। তিনি দুই ছেলেমেয়েকে নিয়ে ছিলেন লন্ডনে। বিরাট অবশ্য ইতিমধ্যেই রওয়ানা দিয়েছেন স্ত্রী-কন্যা-পুত্রের কাছে।

বায়োস্কোপ খবর

Latest News

কলকাতায় বাংলাতেই লেখা হোক সাইনবোর্ড, ধ্রুপদী স্বীকৃতির পরে নতুন করে ভাবছে পুরসভা পটাশপুরে মৃতার ময়নাতদন্তে অখুশি গোটা পরিবার, দেহ নিতে অস্বীকার, মামলার হুমকি IND vs BAN 1st T20I: ৪৯ বল বাকি থাকতেই জয়! নতুন ইতিহাস লিখল সূর্যকুমারের ভারত পুজোয় ডিম দিয়ে রেঁধে ফেলুন ঠাকুরবাড়ির বিশেষ পদ ‘চাও চাও’, রইল রেসিপি মুরগির রোস্ট নয়, এবার বানান ইলিশ মাছের রোস্ট! জমে যাবে পুজোর দুপুর বিগ বস না টাকার খনি! ১৮তম সিজনে ২৫০ কোটি টাকা নিচ্ছেন সলমন খান,এপিসোড পিছু আয় কত ভেসে গেল বাবা-ছেলে, ভূমিধসের বলি মা-মেয়ে, গারো পাহাড়ের দুর্যোগে মৃত বেড়ে ১৫ প্রতীকী অনশনে উত্তরবঙ্গ মেডিক্যালের জুনিয়ররা, দাবি না মানলে আমরণ অনশন বিশ্বকাপে মারকাটারি ক্রিকেট ডটিনদের, স্কটিশদের খড়কুটোর মতো উড়িয়ে দিল ওঃইন্ডিজ 'কত ওষুধ খাই তাও ঘুমোতে পারি না…বাবারা চলে গেলে সব শেষ',বাবার স্মৃতিতে স্বস্তিকা

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.