চলতি বছরের শুরু থেকেই অভিষেক বচ্চন আর ঐশ্বর্য রাইকে নিয়ে জল্পনা তুঙ্গে। শোনা যাচ্ছে, দুজনের ডিভোর্স নাকি পাকা। এবার এই বিচ্ছেদর পিছনে কখনো উঠে আসছে সম্পর্কে তৃতীয় ব্যক্তি আসার খবর, তো কখনো আবার শ্বশুরবাড়ির সঙ্গে রাই সুন্দরীর বনিবনা না হওয়ার খবর। এরই মাঝে, শুক্রবার অভিনেত্রীর ৫১ বছরের জন্মদিনে এক অদ্ভুত বিষয় চোখে পড়ল। বউকে জন্মদিনের শুভেচ্ছাই জানালেন না অভিষেক (এই খবর লেখা পর্যন্ত)।
জানেনি কি একবার ডিভোর্স নিয়ে মুখ খুলেছিলেন অভিষেক! সেটা অবশ্য বেশ কিছুবছর আগের ঘটনা। তখন ২০১৪ সাল। সেই সময়ও রটে গিয়েছিল আলাদা হচ্ছেন অভিষেক-ঐশ্বর্য। আর তখন জুনিয়র বচ্চান একটি টুইটও করেছিলেন তা নিয়ে। লিখেছিলেন, ‘আচ্ছা আমি মেনে নিচ্ছি আমার ডিভোর্স হচ্ছে। ধন্যবাদ আমাকে জানানোর জন্য। আপনারা কি আমাকে দয়া করে জানাবেন পুনরায় কবে বিয়ে করব আমি? ধন্যবাদ। #আহাম্মক।’
আরও পড়ুন: রোগা শরীর, ক্যানসারে উঠে গিয়েছে চুল, অটুট মুখের হাসি! দীপাবলিতে সামনে এলেন মিঠু
চলতি বছরের মাঝামাঝি আম্বানিদের বিয়ের অনুষ্ঠানে সপরিবারের হাজির হয়েছিলেন বচ্চনরা। অবশ্য সপরিবারের বললে ভুল হবে। অমিতাভ-জয়ার সঙ্গে ছিলেন অভিষেক ও কন্যা শ্বেতা। আর সঙ্গে শ্বেতার পরবার, অর্থাৎ দুই ছেলেমেয়ে নভ্যা নভেলি নন্দা ও অগস্ত্য নন্দা। আর অবশ্যই স্বামী নিখিল নন্দা। কিন্তু সেখানে অভিষেকের পরিবার, অর্থাৎ বউ ঐশ্বর্য ও মেয়ে আরাধ্যা ছিল না। তাঁরা এসেছিল সম্পূর্ণ আলাদা।
আরও পড়ুন: জিতের ঘাড়ে ছোট্ট ছেলে! মেয়ে নবন্যা আকাশে ফানুশ উড়িয়ে মজা নিল দিওয়ালির
বিয়ের আগে থেকেই চর্চায় এই দম্পতি। যেমন শোনা গিয়েছিল, অভিষেক বচ্চনকে বিয়ের আগে নাকি একটি গাছের সঙ্গে বিয়ে দেওয়া হয়েছিল ঐশ্বর্যর। আর এর কারণ হিসেবে সামনে আসে তিনি মাঙ্গলিক। অভিষেক বচ্চনের সঙ্গে প্রেম হয় ঐশ্বর্ষর ধুম ২-এর সেটে। ২০০৭ সালের জানুয়ারিতে হয়েছিল এনগেজমেন্ট আর ২০ এপ্রিল বিয়ে।
আরও পড়ুন: আরজি কর নিয়ে চুপ! কালীপুজোয় বারাসতে হেলমেট ছাড়া বাইক চালিয়ে ফের ট্রোলে অনির্বাণ
সেই সময় মিডিয়াকে এই মাঙ্গলিক প্রসঙ্গে অমিচাভের জবাব ছিল, ‘গাছটা কোথায়? দয়া করে আমাকে দেখান। ঐশ্বর্য একটাই বিয়ে করেছে, আর সেটা হল আমার ছেলে। এবার যদি না আপনারা অভিষেককে গাছ ভেবে থাকেন।’ এখানেই শেষ নয়, এরপর ২০১৬ সালে ঐশ্বর্যর গাছকে বিয়ে করার গুজবে প্রতিক্রিয়া দিয়ে অভিষেক টুইটারে লিখেছিলেন, ‘এবং শুধু রেকর্ডের জন্য, আমরা এখনও এই গাছটাকে খুঁজছি।’
তবে এবার কিন্তু ডিভোর্স প্রসঙ্গে সব পক্ষই চুপ। এখন শুধু দেখার কোথাকার জল কোথায় গিয়ে দাঁড়ায়!