অভিষেক-ঐশ্বর্যর সম্পর্কের সমীকরণটা ঠিক কী? তা নিয়ে আলোচনা কম হয়নি। তারপর অনন্ত অম্বানির বিয়েতে পরিবারকে ছাড়া কেবল মেয়েকে নিয়ে একা হাজির হয়েছিলেন অভিনেত্রী। আর তা দেখে অনেকেই ধারণা করেছিলেন এবার মনে হয় তাঁরা সত্যি আলাদা হচ্ছেন। কিন্তু শেষ পর্যন্ত কি তারকা দম্পতির ১৭ বছরের বিয়ে ভাঙবেন? এই নিয়ে শুরু হয়েছিল জোর চর্চা। উঠে এসেছিল অভিষেকের পরকীয়ার গুঞ্জনও। তবে নিন্দুকদের সব ধারণা নাসাৎ করে, বছরের শুরুতেই মেয়ে-বউকে সঙ্গে নিয়ে ছুটি কাটিয়ে ফিরেছেন অভিষেক। আর নায়কই এক সাক্ষাৎকারে একবার বলেছিলেন, 'বাবা- মায়ের মতো আমি ঐশ্বর্যর পরামর্শও গ্রহণ করি।'
অভিষেক বচ্চন টাইমস অফ ইন্ডিয়াকে দেওয়া তাঁর পুরানো এক সাক্ষাৎকারে বলেছিলে, ‘আমরা আমাদের কাজটাকে পিছনে সরিয়ে রেখে খুব ভালো থাকি। একটা সময়ের পর, আমরা আর কাজ নিয়ে আলোচনা করি না। আমরা আমাদের কাজকে একপাশে সরিয়ে রেখে, অন্যান্য বিষয় নিয়ে কথা বলতে পছন্দ করি।'
আরও পড়ুন: শাহিদ-করিনার 'জব উই মেট' দেখলেই কী অভিযোগ করেন স্ত্রী মীরা? মুখ খুললেন নায়ক
কাজ নিয়ে সেভাবে আলোচনা না হলেও, তাঁরা দু'জনই যেহেতু বিনোদন জগতের সঙ্গে যুক্ত তাই কাজ বেছে নেওয়ার ক্ষেত্রে একে অপরের কাছ থেকে পরামর্শ চান কি তাঁরা? অভিষেক এই প্রসঙ্গে জানান, কীভাবে তিনি এবং ঐশ্বর্য সুন্দর বন্ড শেয়ার করেন। তাঁরা দু'জনই একে অপরের সঙ্গে এই বিষয়ে আলোচনাও করেন। শুধু তাই নয় একে অপরকে ভালো ভালো কাজ করতে উৎসাহও দেন।
এই প্রসঙ্গে নায়ক বলেন, ‘যখন ঐশ্বর্যর কাছে 'পিঙ্ক প্যান্থার' করার অফার এসেছিল তখন ঐশ্বর্য কাজটা করবে কিনা তা নিয়ে একটু দ্বিধায় ছিলেন। কারণ সেই সময় আমার দিদা অসুস্থ ছিলেন, তার উপর এই ছবিটার জন্য ওঁকে ২ মাস বিদেশে থাকতে হত। কিন্তু আমি তখন ওঁকে এই ছবিটা করার জন্য উৎসাহ দিয়েছিলাম। কারণ এই ছবির সূত্রে বেশ কিছু ভালো অভিনেতার সঙ্গে ঐশ্বর্য কাজ করার সুযোগ পাচ্ছিলেন।'
আরও পড়ুন: নায়িকা যখন দায়িত্বশীল মা! ক্যামেরার ঝলকানি থেকে মেয়ে মালতিকে বাঁচাতে যা করল প্রিয়াঙ্কা
তবে কেবল স্ত্রীকে পরামর্শ দেওয়াই নয় স্ত্রীয়ের থেকে পরামর্শও নেন অভিনেতা। এই প্রসঙ্গে তিনি বলেন, ‘আমি আমার বাবা মায়ের পরামর্শ যে ভাবে গ্রহণ করি, সেই একই ভাবে ঐশ্বর্যর পরামর্শও গ্রহণ করি। ওঁরা প্রত্যেকেই দুর্দান্ত অভিনেতা। তাই কাজের ক্ষেত্রে ওঁদের সঙ্গে আলোচনা করেনি।’