হৃতিক রোশন ২৫ বছর আগে ‘কাহো না পেয়ার হ্যায়’ ছবির হাত ধরে বি-টাউনে পা রাখেন। ছবিতে তিনি দ্বৈত চরিত্রে ধরা দিয়েছিলেন। প্রথম ছবিতেই অসাধারণ নাচের ভঙ্গি সঙ্গে পর্দায় আমিশা প্যাটেলের সঙ্গে রসায়ন দিয়ে সবার মন জয় করে নিয়েছিলেন হৃতিক। কিন্তু আপনি জানলে অবাক হবেন এই ছবিতে প্রথমে আমিশা নয় বরং করিনা কাপুর খানের কাজ করার কথা ছিল। তাহলে এখন নিশ্চয় আপনাদের মনে প্রশ্ন জাগছে যে করিনার বদলে আমিশা কেন?
অনেকের মতে, করিনার মা ববিতা কাপুর এবং হৃতিককের রাকেশ রোশনের মধ্যে একটি ভুল বোঝাবুঝির কারণেই নাকি ‘কাহো না পেয়ার হ্যায়’ থেকে সরে গিয়েছিলেন নায়িকা। সম্প্রতি আমিশা এই বিষয়ে মুখ খুলেছেন। বলিউড বাবলকে দেওয়া এক সাক্ষাৎকারে জানিয়েছিলেন যে, কারিনাকে ছবিটি ছেড়ে যেতে বলা হয়েছিল। রাকেশ রোশন ও ববিতা কাপুরের মধ্যকার সমস্যায় নাকি করিনার সরে যাওয়ার কারণ। তিন দিনের মধ্যেই রাকেশ করিনার শূন্যস্থান আমিশাকে দিয়ে পূর্ণ করেছিলেন।
আরও পড়ুন: 'মুফাসা: দ্য লায়ন কিং’-এও অব্যহত শাহরুখ-ম্যাজিক! পিছনে ফেলে দিলেন হলিউড তারকাদের
ইন্ডিয়া টুডে ডিজিটালকে দেওয়া এক সাক্ষাৎকারে রাকেশ রোশন আমিশা প্যাটেলকে কাস্ট করার বিষয়ে নানা কথা ভাগ করে নিয়েছিলেন। তিনি জানান যে, তিনি এই বিষয় নিয়ে একেবারেই চিন্তিত ছিলেন না। ছবির জন্য খুঁজে এনেছিলেন নতুন মুখ। তবে এই নতুন মুখ তাঁর প্রত্যাশা পূরণ করতে পারেন কিনা তা নিয়ে খানিক চিন্তিত ছিলেন। তবে হৃতিকের সঙ্গে কাজ করার পর, রাকেশ আমিশার কাজের প্রতি আস্থাশীল হয়ে গিয়েছিলেন।
তিনি আরও জানান যে, শ্যুটিং শুরু হওয়ার মাত্র তিন দিন আগে আমিশা প্যাটেলকে কাস্ট করা হয়েছিল। বিনোদন জগতে একেবারে আনকোরা নতুন হওয়া সত্ত্বেও, তিনি তাঁর অভিনয় দিয়ে সকলের মন জয় করে নিয়েছিলেন। হৃতিক এবং আমিশা দুজনই আত্মবিশ্বাসের সঙ্গে যেভাবে কাজ করেছিলেন তা দেখে মোটেই মনে করার কোনও জায়গা ছিলনা যে তাঁরা নতুন, বরং অভিজ্ঞ অভিনেতাদের মতোই কাজ করেছিলেন।
আরও পড়ুন: পুড়ছে লস অ্যাঞ্জেলস! ঘরছাড়া মানুষজন, মৃত্যুপুরীতে কেমন আছেন প্রীতি জিন্টা?
হৃতিক এবং আমিশা যে সময় ‘কাহো না পেয়ার হ্যায়’ দিয়ে বলিউডে আত্মপ্রকাশ করেছিলেন, তখন করিনা অভিষেক বচ্চনের সঙ্গে রিফিউজি দিয়ে তাঁর ক্যারিয়ারের শুরু করেছিলেন।
সেই সময় যদিও তাঁরা একসঙ্গে বড় পর্দায় আত্মপ্রকাশ করেননি, তবে পরে হৃতিক এবং করিনা একসঙ্গে ‘কাভি খুশি কাভি গম’ ছবিতে অভিনয় করেছিলেন। সেখানে তাঁদের রসায়ন দর্শকদের মন ছুঁয়ে গিয়েছিল।