অভিনয় থেকে রাজনীতির মঞ্চ সব জায়গাতেই দেবের সামনে এসেছে নানা 'চ্যালেঞ্জ'। কিন্তু নিজের উপাস্থিত বুদ্ধি জোরে তিনি সব সময়ই 'চ্যাম্প'। দেবের জীবনে এসেছেন রুক্মিণীও, তিনি নায়কের ভালোবাসার 'টনিক'। তাঁর কাছেই লুকিয়ে 'পাগলু'র ‘পাসওয়ার্ড'। দেব-রুক্মিণী সম্পর্ক অনেকটা ‘কিশমিশ’-এর মতোই টক-মিষ্টি। তাঁদের 'প্রেমের কাহিনী' মোটামুটি সবারই জানা। কিন্তু প্রথমবার যখন রুক্মিণীর বাবার সঙ্গে দেখা করতে গিয়েছিলেন তখন দেব কী করেছিলেন? সেই গল্প কি জানেন? সুপারস্টারের সেই গোপন কথাই ফাঁস করলেন রুক্মিণী। যা সোশ্যাল মিডিয়ায় রীতিমতো ভাইরাল।
‘দিদি নম্বর ১’-এর মঞ্চে অভিনেত্রী রচনা বন্দ্যোপাধ্যায়ের সামনেই রুক্মিণী ফাঁস করেন সেই তথ্য। তবে সম্প্রতি নয়, ২০২২ সালে মুক্তি পায় দেবের ছবি ‘কিশমিশ’, সেখানে নায়কের বিপরীতে ছিলেন রুক্মিণী। খুব সম্ভবত সেই সিনেমার প্রচারেই ‘দিদি নম্বর ১’-এর মঞ্চে এসেছিল 'কিশমিশ'-এর টিম। রুক্মিণী তো ছিলেনই সঙ্গে ছিলেন অঞ্জনা বসুও। তবে একা একা নয়, জুটিতে হচ্ছিল খেলা। রুক্মিণী সঙ্গে ছিলেন কমলেশ্বর মুখোপাধ্যায়। অন্যদিকে অঞ্জনার সঙ্গে জুটি বেঁধে ছিলেন দেব। পর্দায় দেবের মায়ের ভূমিকায় দেখা গিয়েছিল অঞ্জনাকে।
আরও পড়ুন: ‘আরভকে আটকাতে পারিনি…’, কী করল অক্ষয়ের ছেলে? কেন এমন বললেন অভিনেতা?
খেলার মাঝেই চিরাচরিত নিয়মে রচনা কথা বলছিলেন দেব, রুক্মিণী, আবার কখনও অঞ্জনা-কমলেশ্বরের সঙ্গে। তখনই রুক্মিণী ফাঁস করেন সেই বিশেষ দিনের কথা যেদিন তাঁর বাবার সঙ্গে আলাপ করতে গিয়েছিলেন দেব। রুক্মিণী বলেন, “দেবের সঙ্গে যখন আমার বাবার প্রথম দেখা হয় আমার বাবা নিজেই প্রথমে কথা বলেছিলেন। জানতে চেয়েছিলেন যে ‘তুমি কী করো?’ তারপর দেব বলে যে, আমার নাম দীপক অধিকারী। ইঞ্জিনিয়ারিং পড়ে পাশ করেছি। একটু পলিটিক্সে নামছি।" রুক্মিণীর কথা শুনে হাসিতে ফেটে পড়েন রচনা। দেবের মুখেও তখন দুষ্টুমিভরা হাসি লেগেছিল।
আরও পড়ুন: Cannes-এ আত্মপ্রকাশ করেই সুখবর কিয়ারার, সিদ্ধার্থের সঙ্গে মিলে কোন চমক দিলেন?
সেদিন যে দেব বলেছিলেন ‘একটু পলিটিক্সে নামছি’। পরে রাজনীতির ময়দানে পা রেখে সেই ছেলেটাই ধীরে ধীরে সবাইকে বুঝিয়েছে রাজনীতি মানে কেবল হিংসা নয়, একে অপরের বিরুদ্ধে তোপ ডাকা নয়। সৌজন্যের মধ্যে দিয়েও হয় সুস্থ রাজনীতি। পর পর দু'বার ঘাটাল লোকসভা কেন্দ্র থেকে জয়ী হয়েছেন তিনি। বঙ্গ রাজনীতিতেও হয়ে উঠেছেন সুপারস্টার। তবে এবার প্রথমে তিনি বলেছিলেন ভোটে দাঁড়াবেন না। কিন্তু দলের অনুরোধে সারা দিয়ে আবার তিনি ভোট যুদ্ধে। জোর কদমে চলছে প্রচার। চোখেমুখে তাঁর আত্মবিশ্বাসের ছাপ স্পষ্ট। তবে এবার হ্যাটট্রিকের পালা? তা অবশ্য বলবে সময়।