বাংলা নিউজ > বায়োস্কোপ > Arijit Singh: কনসার্ট চলাকালীন পপকর্ন খাওয়ার প্রস্তাব, নির্দ্বিধায় গ্রহণ করলেন অরিজিৎ সিং

Arijit Singh: কনসার্ট চলাকালীন পপকর্ন খাওয়ার প্রস্তাব, নির্দ্বিধায় গ্রহণ করলেন অরিজিৎ সিং

অরিজিৎ সিং

তাঁর হাত থেকে কাগজের পপকর্ন বক্স নিয়ে মঞ্চে দাঁড়িয়েই পপকর্ন খেতে দেখা যায় গায়ককে। প্রিয় গায়কের সামনে পেয়ে তখন অনুরাগীরা উচ্ছ্বসিত। পপকর্ন খেয়ে সেই বক্স ফিরিয়ে দিয়ে আবারও গান গাইতে শুরু করেন অরিজিৎ সিং। সেই মুহূর্তই উঠে এসেছে সোশ্যাল মিডিয়ায়। 

রবিবার ছিল অরিজিৎ সিং-এর ঔরাঙ্গাবাদের কনসার্ট। আপাতত সেই কনসার্টই এখন আলোচনায়। কারণটা এতক্ষণে কমবেশি অরিজিতের সব অনুরাগীই জানেন। ওইদিন ভক্তর ভালোবাসার বিড়ম্বনায় পড়েন অরিজিত। এক মহিলা অনুরাগী গায়কের হাত টেনে মুচকে দেন। এরপরেও অবশ্য অরিজিৎ শো বন্ধ করেননি। তিনি কনসার্ট চালিয়ে যান। যন্ত্রণা পেয়েও ঠাণ্ডা মাথায় ওই মহিলা অনুরাগীকে বোঝাতে দেখা যায় গায়কে। আবার ওই একই কনসার্টে ধরা পড়েছে আরও একটি মজার ছবি।

অরিজিত মাটির মানুষ। মানুষের সঙ্গে মিশে ছিমছাম জীবনযাপন করাই তাঁর পছন্দের। আর সেকারণেই হয়ত, কনসার্ট চলাকালীন অনুরাগীর প্রস্তাবে তাঁদের কাছ থেকে পপকর্ন খেতেও অস্বীকার করেননি গায়ক। যদিও তখনও তিনি হাতে চোট পাননি। কনসার্ট চলাকালীনই অনুরাগীদের কাছে এসে কথা বলেন অরিজিৎ, তাঁদের সঙ্গে হাত মেলান। আর তখনই প্রিয় গায়ককে তাঁদের থেকে পপকর্ন খাওয়ার প্রস্তাব দেন এক অনুরাগী। অরিজিৎ তাঁকে ফেরাননি। তাঁর হাত থেকে কাগজের পপকর্ন বক্স নিয়ে মঞ্চে দাঁড়িয়েই পপকর্ন খেতে দেখা যায় গায়ককে। প্রিয় গায়কের সামনে পেয়ে তখন অনুরাগীরা উচ্ছ্বসিত। পপকর্ন খেয়ে সেই বক্স ফিরিয়ে দিয়ে আবারও গান গাইতে শুরু করেন অরিজিৎ সিং। সেই মুহূর্তই উঠে এসেছে সোশ্যাল মিডিয়ায়। ভিডিয়ো পোস্ট করে ক্যাপশানে লেখা হয়েছে, ‘রবিবার রাতের কনসার্টে অনুরাগীদের পাগলামো ছিল চূড়ান্ত।’

এদিকে অরিজিতের ঔরাঙ্গাবাদের কনসার্টে প্রেমের জোয়ারে ভেসেছিলেন দুই তরুণ-তরুণী। অরিজিতকে সামনে পেয়ে তরুণী জানান, তিনি কনসার্ট চলাকালীনই প্রেম নিবেদন করতে চান। তখন অরিজৎ উত্তরে জানান, তাহলে তিনি কেন তাঁদের মধ্যে কাবাব মে হাড্ডি হয়ে থাকবেন! তখন তরুণীর উত্তর ছিল, তিনি প্রেমের গান গান। এরপরের দৃশ্যটা ছিল পুরোটাই ফিল্ম। ওই যুবতী তাঁর প্রেমিককে ওই কনসার্টেই প্রেম নিবেদন করেন, একে অপরকে চুম্বন করেন। আর আরিজিৎ তাঁদের সেই মুহূর্তটি আরও স্পেশাল করে তোলেন। তিনি গেয়ে ওঠেন ‘আয়া তেরে শহরমে রাঞ্জা তেরা’ গানটি। ইতিমধ্যেই নেট দুনিয়ায় ভাইরাল হয়েছে এই ভিডিয়ো।

(এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup)

 

বন্ধ করুন