কবীর সুমন, বাংলা গানের জগতের অন্যতম চর্চিত নাম তিনি। তাঁর গান মানেই বিপ্লব, তিনি গানওয়ালা। গানের আঙিনা পেরিয়ে রাজনীতির জগতেও চর্চিত নাম তিনি, এখন সক্রিয় রাজনীতির অংশ না হলেও মমতার কট্টর সমর্থক তিনি। ১৬ই মার্চ কবীর সুমন জীবনের আরও একটা বসন্ত পার করে ফেললেন।
শনিবার গায়কের ৭৫তম জন্মদিন। গত বছর জন্মদিনে নিজের কামজীবন নিয়ে বিস্ফোরক সাক্ষাৎকার দিয়েছিলেন গায়ক। জানিয়েছিলেন ‘৭৫-এও বিছানায় সক্ষম' তিনি। তাঁর ‘অফুরান এনার্জির রহস্য’ হল, ‘কাম! মুক্ত কাম!’ যৌনতা হোক বা রাজনীতি বরাবরই বিস্ফোরক মন্তব্য করে থাকেন কবীর সুমন।
বর্তমানে তিনটে বিয়ে করে চর্চায় অভিনেতা কাঞ্চন মল্লিক কিংবা অনুপম রায়। তবে বাংলার বিনো-দুনিয়ার সবেচেয়ে বেশিবার ছাদনাতলায় গিয়েছেন যে তারকা তিনি কবীর সুমন। পাঁচবার বিয়ে সেরেছেন ‘গানওয়ালা’ তবে টেকেনি একটিও! বর্তমানে ডিভোর্সি না হলেও পঞ্চম স্ত্রী গায়িকা সাবিনা ইয়াসমিনের থেকে দীর্ঘদিন আলাদা কবীর সুমন।
কবীর সুমনের পাঁচ স্ত্রীর পরিচয় জানেন? কবীর সুমন নামে পরিচিত হলেও শিল্পীর আসল নাম সুমন চট্টোপাধ্যায়। ১৯৬৯ সালে প্রথম মার্কিন মুলুকে গিয়ে ভয়েস অফ আমেরিকায় কাজ করার সময়ে তাঁর ঘনিষ্ঠতা বাড়ে ওপার বাংলার মেয়ে সোফিয়া নাজমা চৌধুরীর সঙ্গে। ১০ বছর পর দেশে ফিরে কলকাতায় সংসার পাতেন দুজনে। শোনা যায়, নাজমাকে বিয়ে করতে ধর্মান্তরিত হন কবীর সুমন। পরে জার্মানি পাড়ি দেন দম্পতি। সেখানে সম্পর্কে ছেদ ধরে তাঁদের।
বিচ্ছেদের পর মারিয়া নামের এক সুন্দরীতে মজেন সুমন চট্টোপাধ্যায়। তবে সেই বিয়েও সুখের হয়নি। নব্বইয়ের দশকের শেষে মারিয়া সুমনের বিরুদ্ধে শারীরিক ও মানসিক নির্যাতনের অভিযোগ এনেছিলেন। নতুন শতাব্দীতে নতুন শুরু করেন কবীর সুমন। মারিয়ার সঙ্গে ডিভোর্সের মঞ্জুর হওয়ার আগেই বাংলাদেশের গায়িকা সাবিনা ইয়াসমিনকে বিয়ে করেন। তবে গায়কের অপর দুই স্ত্রীর পরিচয় রহস্যের আড়ালেই রয়েছে। তবে পাঁচটি বিয়ের কথা নিজের মুখেই জানিয়েছেন সুমন।
নিজেকে ‘বহুগামী’ বলতে দ্বিধা নেই কবীর সুমনের। আনন্দবাজারকে দেওয়া এক পুরোনো সাক্ষাৎকারে কবীর সুমন বলেছিলেন, ‘আমার প্রেমজীবন বা কামজীবন থেকে তুমি যা জানতে পার, তা হল লোকটা বহুগামী, লোকটা পরোয়া করে না, ঝুঁকি নিতে জানে! এই লোকটা কাউকে জোর করেনি তাহলে ধর্ষণের মামলা হত।’
জোর গলায় তাঁর বলতে দ্বিধা নেই তিনি ‘উওম্যানাইজার’ তবে সতর্ক করে জানিয়েছেন, ‘কিন্তু এতগুলো মহিলাও তাহলে সুমনাইজার। সুমন বিবাহিত, এদেরও ৯৯ % বিবাহিত।’