‘আল্লাহকে বন্দে’ কৈলাস খের (Kailash Khe) বলিউডের মিউজিক (Bollywood Music) দুনিয়ার অতি-পরিচিত নাম। অজস্র হিট গান শ্রোতা-দর্শকদের উপহার দিয়েছেন তিনি। ‘তেরি দিওয়ানি’ খ্যাত গায়ক সাম্প্রতিক এক সাক্ষাৎকারে জানিয়েছেন অতীতের তিক্ত স্মৃতির কথা। সঙ্গীত তাঁকে পথ দেখিয়েছে, তবে এই পথে হাঁটবার আগে বছরের পর বছর নিজের অস্তিত্ব নিয়েই সংকটে ভুগেছেন তিনি।
হতাশা, অবসাদ, ব্যর্থতা গ্রাস করেছিল তাঁকে। এমনকি হৃষিকেশের গঙ্গায় ঝাঁপ দিয়ে নিজেকে শেষ করে দিতে চয়েছেিলেন ‘সাঁইয়া’ খ্যাত গায়ক। এএনআই-কে দেওয়া সাক্ষাৎকারে কৈলাস খের বলেন, ‘আমাকে অনেক অদ্ভূত কাজ করতে হয়েছে বেঁচে থাকতে। ২০ বছর থেকে কাজ শুরু করেছিলাম। সেইসময় দিল্লিতে এক্সপোর্টের বিজনেস করতাম। নানান হস্তশিল্প জার্মানিতে রফতানি করতাম। হঠাৎ করে সেই ব্যবসাটা ধসে গেল। এরপর হৃষিকেশে গিয়ে আমি পণ্ডিত হলাম। কিন্তু আমার মনে হত আমি ওই জায়গায় মিস-ফিট। আমার মানসিকতার সঙ্গে অন্য়দের চিন্তাভাবনার কোনও মিল ছিল না। আমি যেন সব কিছু থেকেই বিচ্ছিন্ন, একদম আলাদা। একদিন আমি ঠিক করি, আত্মহত্যা করব। ঝাঁপ দিলাম গঙ্গায়।’
আরও পড়ুন-স্তনে টিউমার, শ্যুটিং সেটে গুরুতর অসুস্থ হয়ে ভর্তি ছিলেন হাসপাতালে! কেমন আছেন অনুমিতা?
গায়ক আরও বলেন, ‘কিন্তু একজন ব্যক্তি ঝাঁপ দিয়ে আমাকে উদ্ধার করল। প্রশ্ন করল, সাঁতার কাটতে পারো না, ঝাঁপালে কেন? বললাম- ‘মরতে… এটা শুনেই উনি আমার মাথায় সাপটে চাঁটি মারলেন'। এরপর নিজেকে ঘরবন্দি করে নেন কৈলাস খের, ক'দিন না খেয়ে ঈশ্বরের সঙ্গে সংযোজ স্থাপনের চেষ্টা করেন। জানতে চান, এই পৃথিবীতে তাঁর অস্তিত্বের কী প্রয়োজন? এরপর ধীরে ধীরে বদলে যায় কৈলাস খেরের জীবন। আধ্যাত্মের পথে প্রকৃত পা বাড়ান তিনি।
আত্মহত্য়ার চেষ্টা করেও ব্যর্থ হওয়ায় আজ জীবনের প্রতি কৃতজ্ঞ গায়ক। ৩০ বছর বয়সে মুম্বইয়ে এসে সঙ্গীতশিল্পী হিসাবে কেরিয়ার শুরু করেন। তবে ওইদিন সেই অজ্ঞাত পরিচয় ব্যক্তি তাঁর জীবন না বাঁচালে হয়ত কেউ কোনওদিন জানতই না কৈলাস খেরের অস্তিত্বের কথা। জীবনের এই চড়াই-উতরাই বদলে দেয় গায়কের জীবন-দর্শন।
আরও পড়ুন-‘ঘরভাঙানি’ কটাক্ষে জেরবার,বান্ধবীর বরকে হাতিয়ে নিয়েছেন হনসিকা? জবাব নায়িকার
(এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup)