বলিউডের অন্যতম নামজাদা পরিচালক করণ জোহর। ইন্ডাস্ট্রির অন্যতম বৃহৎ প্রযোজনা সংস্থার মালিক তিনি। এর বাইরেও বহুমুখী প্রতিভার অধিকারী তিনি। পরিচালনা থেকে সঞ্চলনা, এমনকী অভিনয়েও হাত পাকিয়েছেন করণ জোহর। আজ ৫২ বছরে পা দিলেন ধর্মা কর্ণধার। কুছ কুছ হোতা হ্যায় থেকে রকি অউর রানি কি প্রেম কাহানি, বলিউডক রোম্যান্সের নয়া সংজ্ঞা শিখিয়েছেন কেজো (KJO)।
করণের ছবিতে প্রেম আর পারিবারিক আদর্শ বরাবর প্রধান্য পেয়েছে। পরিচালক-প্রযোজকের প্রেম জীবনও কম আলোচনার বিষয় নয়। সারোগেসির মাধ্যমে দুই সন্তান (যশ ও রুহি)-এর বাবা হয়েছিলেন করণ। তবে বিয়ে করেননি। কেন বিয়ের সিদ্ধান্ত ত্যাগ করেন তিনি, সেই কথা ২০১৮ সালে ফার্স্টপোস্টকে দেওয়া এক সাক্ষাৎকারে ফাঁস করেছিলেন পরিচালক।
সমকামিতা আইন এখন দেশে বেশি গ্রহণযোগ্য হওয়ায় বিয়ে করার কথা ভাবছেন কিনা জানতে চাইলে তিনি করণ সরাসরি প্রত্যাখ্যান করেন। পরিচালক বলেছিলেন, ‘ওরা এখন অনেক দেরি করে ফেলেছে। অনেক দেরি। ৪৬ বছর বয়সে আমি কোনো সম্পর্কে থাকতে পারি না। এবং আমি নিন্দক হিসাবে এ কথা বলছি না, এটা প্র্য়াক্টিক্যাল কথা। আমি মনে করি না যে আমি আমার সময়কে একটি সম্পর্ক, আমার মা এবং দুই সন্তানের মধ্যে ভাগ করতে পারি। এমন নয় যে একটির জন্য অন্যজনকে ত্যাগ করতে হবে, তবে আমি আমার সময়কে কেবল আমার কাজের সাথে এবং পরিবারের সাথে ভাগ করে নিতে চাই। সবশেষে বলতে পারি, আমি নিজের সঙ্গেই একটা সম্পর্কে আছি।’
করণের প্রেমের জীবন
খুব কমই নিজের প্রেম জীবন নিয়ে সরাসরি আলোচনা করেছেন করণ। এ দিল হ্যায় মুশকিল ছবিটি তাঁর ব্যক্তিগত জীবন দ্বারা অনুপ্রাণিত। নিজের মুখে করণ জানিয়েছেন নিজের এক তরফা ভালোবাসার কথা।
নিজের আত্মজীবনী ‘দ্য আনস্যুটেবল বয়’-তে যৌনতা নিয়ে খোলামেলা আলোচনা করেছিলেন তিনি। করণ জানান, 'আমার সেক্সুয়াল ওরিয়েন্টেশন কী, তা সকলেই জানেন। ওটা নিয়ে আর জলঘোলার প্রয়োজন নেই। যদি আমাকে বলতে হয়, তাহলে খোলাখুলি আমি ওই তিন অক্ষরের শব্দটি উচ্চারণ করব না। কারণ, আমি এমন একটি দেশে বাস করি, যেখানে ওই শব্দটি বললে জেলও হতে পারে। ঠিক সেই কারণেই, আমি ওই তিন অক্ষরের শব্দটি উচ্চারণ করছি না। তিন অক্ষরের শব্দটি সকলেই জানেন আমার সম্পর্কে।'
সেখানে তিনি আরও জানান, ২৬ বছর বয়সে তিনি প্রথম যৌন সম্পর্কে লিপ্ত হয়েছিলেন। যৌন সম্পর্কের বিষয়ে ছেলেবেলাতে সমবয়সিদের তুলনায় বেশ পিছিয়ে থাকার কথা বলেন করণ। তবে মাত্র ১২ বছর বয়সে ওরাল সেক্সের সঙ্গে পরিচিতি হয়েছিল তাঁর।
করণ আরও লেখেন, ‘অনেকে ভাবেন আমি হয়ত পৃথিবীর যতরকমের যৌনতা হয়, সবই উপভোগ করি। না ভাই। আমি ওরকম নই। আমার কাছে, সেক্স খুবই ব্যক্তিগত একটি বিষয়। খুব অন্তরঙ্গ না হলে, তা সম্ভব নয়। আমি যে কোনও লোকের সঙ্গে যখন তখন সেক্স করতে পারি না। আমাকে নিয়ে প্রচুর রটনা আছে। শুনতে পাই। আমার যৌন প্রবৃত্তি নিয়ে প্রচুর গল্প-রটনা রয়ছে’।
করণ ২০১৭ সালে সারোগেসির মাধ্যমে তার যমজ সন্তান যশ এবং রুহিকে স্বাগত জানিয়েছিলেন। তিনি তার ছেলের নাম রেখেছিলেন তার প্রয়াত পিতা, প্রযোজক যশ জোহরের নামে, যিনি ২০০৪ সালে ক্যান্সারের সাথে লড়াই করার পরে মারা যান। করণ তার যমজ সন্তান এবং মা হিরু জোহরের সাথে মুম্বাইয়ে থাকেন। ৫২তম জন্মদিনে করণ তাঁর পরবর্তী শিরোনামহীন ছবির চিত্রনাট্য হাতে একটি ছবি পোস্ট করেন।