বলিউডের অন্যতম সেরা জুটি হিসেবে পরিচিত করিনা কাপুর খান এবং সইফ আলি খান। বিয়ের আগে একাধিক ছবিতে একসঙ্গে কাজ করেছেন এই জুটি। প্রথমবার একসঙ্গে ‘ওমকারা’ ছবিতে কাজ করেন দুজনে। সেই সময় নাকি সেটে একে অপরের সঙ্গে বেশি কথা বলতে না তাঁরা।
২০১৪ সালে 'Look Who's Talking with Niranjan' নামে একটি টক শোতে হাজির হয়েছিলেন করিনা। তিনি জানান, প্রথমদিকে যখন তাঁরা একসঙ্গে কাজ করতেন, তাঁদের মধ্যে খুব একটা কথাবার্তা হত না। তাঁরা দুজনেই আলাদা ব্যক্তিকে ডেট করছিলেন সেই সময়।
সেই সাক্ষাৎকারে স্মৃতিচারণ ঘটিয়ে করিনা বলেন, 'সইফ অন্য জেনারেশনের মানুষ। ওকে দীর্ঘ দিন ধরে চিনতাম। লোলো(করিশ্মা)-র সঙ্গে যখন হম সাথ সাথ হ্যায়-র শুটিং চলছিল যোধপুরে। আমিও তখন সেই সেটে ঘুরতে বেড়াতে যেতাম। প্রথমবার ভালোভাবে দেখা হয় ওমকারার সেটা। সেখানে অবশ্য ঠিকমতো কথাও হয়নি আমাদের। সেই সময় আলাদা ব্যক্তিকে ডেট করছিলাম। আমি যদি ওকে গুড মর্নিং উইশ করলে, সইফ আমাকে গুড মর্নিং ম্যাম বলত। অত্যন্ত সম্মান দিয়ে কথা বলত সইফ। ভীষণ ভালো মানুষ ও'।
বেবো আরো বলেন, ‘সইফের এমনই ব্যক্তিত্ব, যে কোনো মহিলাকে আকর্ষণ করবে। আমাদের সম্পর্কের ক্ষেত্রেও আমাকেই শুরুটা করতে হয়েছিল। সইফ এমন একজন মানুষ যে নিজে থেকে এগিয়ে যান না। প্রথম পদক্ষেপ তিনি কখনই নেন না। তিনি এসব বিষয় ভীষণ নিয়ন্ত্রিত’।
করিনার কথায়, তিনি যখন সইফের জন্য আগে পদক্ষেপ নিয়েছিলেন, সইফের প্রতিক্রিয়া ছিল, ‘হে ভগবান, আমি বিশ্বাস করতে পারছি না করিনা কাপুর খান এটা করছে’। তবে যাই হোক, শেষপর্যন্ত সেটা কার্যকর হয়। আমার মনে হয় সেটার জন্য দায়ী আমিই ছিলাম'।
২০১২ সালের ১৬ অক্টোবর বিয়ের পর্ব সেরেছিলেন এই জুটি। তবে সহজ ছিল না তাঁদের এক হওয়ার সফর। ধর্ম আলাদা, সঙ্গে সইফ ডিভোর্সি- সহজে কাপুর পরিবার মেনে নেয়নি এই সম্পর্ক। বিয়ের আগে প্রায় পাঁচ বছর চুটিয়ে প্রেম করেছেন সইফিনা। তাঁদের দুই ছেলে।