বাংলা নিউজ > বায়োস্কোপ > Suhana-Agastya: অগস্ত্যর প্রেমিকার বচ্চন বাড়িতে ঢোকা সহজ নয়, বলছেন নভ্যা, বার্তা কি সুহানাকে?

Suhana-Agastya: অগস্ত্যর প্রেমিকার বচ্চন বাড়িতে ঢোকা সহজ নয়, বলছেন নভ্যা, বার্তা কি সুহানাকে?

সুহানা-অগস্ত্য, বচ্চন বাড়ির তিন নারী

অগস্ত্যর প্রেমিকার জন্য বচ্চন বাড়ির এই তিনজনের মধ্যে সবথেকে কঠিন হবে দিদিমা জয়া বচ্চনের মন জয় করা। কারণ, এখনও নাকি বচ্চন বাড়ি তাঁরই শাসনে চলে। আর দ্বিতীয়জন হলেন শ্বেতা, আর তৃতীয়জন নভ্য়া নভেলি নন্দা।

একজন বলিউডের 'শাহেনশা', আর অন্যজন ‘কিং’। 'খান' আর ‘বচ্চন’দের মধ্যে কি পারিবারিক সম্পর্ক স্থাপন হতে চলেছে? আত্মীয়তা তৈরি হবে কিনা তা ভবিষ্যৎ-ই বলবে, তবে বলিপাড়ায় কান পাতলেই শোনা যাচ্ছে, অমিতাভ বচ্চনের নাতির সঙ্গে প্রেম করছেন শাহরুখ কন্যা সুহানা খান। 

'দ্যা আর্চিস' ছবির হাত ধরে বলিউডে ডেবিউ করেছেন সুহানা খান ও অগস্ত্য নন্দা। সেখান থেকেই তাঁদের বন্ধুত্ব, আর সেই বন্ধুত্বই নাকি এখন প্রেমে পরিণত হয়েছে। বলিপাড়ায় কান পাতলে এমন কথাই শোনা যাচ্ছে। এদিকে ঘনিষ্ঠ মহলে সুহানা-অগস্ত্য বলেছেন, তাঁরা এই সম্পর্ককে আরও কিছুটা সময় দিতে চান, তারপরই ভবিষ্যতের সিদ্ধান্ত নেবেন। যদিও আজকাল প্রায়দিনই একসঙ্গে দেখা যাচ্ছে সুহানা-অগস্ত্যকে। তা সে বলিপাড়ার হাইপ্রোফাইল পার্টিই হোক কিংবা IPL ম্যাচের গ্যালারি। সম্প্রতি লন্ডনের এক নাইট ক্লাবেও একসঙ্গে দেখা যায় বচ্চন বাড়ির নাতি আর শাহরুখ কন্যাকে।

তবে যতই তিনি বাদশা কন্যা হোন না কেন, অগস্ত্যর সঙ্গে প্রেম করলেই যে সুহানার জন্য বচ্চন বাড়িতে প্রবেশ যে খুব সহজ হবে, তা কিন্তু এক্কেবারেই নয়। শাহরুখ কন্যাকেও নাকি দিতে হবে অগ্নিপরীক্ষা! সম্প্রতি সেবিষয়েই সতর্ক করেছেন অগস্ত্যর দিদি নভ্যা নভেলি নন্দা। যদিও নভ্যা সরাসরি সুহানার নাম নেন নি।

প্রায়দিনই বচ্চন বাড়ির নানান বিষয় নিয়ে নভ্যার শো 'হোয়াট দ্য হেল নভ্যা'তে চলে চর্চা। সেখানে উপস্থিত থাকেন জয়া বচ্চন, শ্বেতা বচ্চনা নন্দা ও নভ্যা নভেলি নন্দাকে। শোয়ে এসেও মাঝে মধ্যেই মেয়ে শ্বেতাকে শাসন করতে দেখা যায় জয়াকে। তবে শুধু শ্বেতা নন, শোনা যায় বচ্চন বাড়িতে সকলেই জয়াকে বুঝেশুনে চলেন। এমনকি জোর গুঞ্জন বচ্চন বাড়ির সঙ্গে বউমা ঐশ্বর্যর দূরত্ব তৈরির কারণও নাকি জয়া এবং শ্বেতা। বলিপাড়ায় কানপাতলেই শোনা যাচ্ছে সেকথা। আর তারই মধ্যে যখন ভাই অগস্ত্যর সঙ্গে সুহানার প্রেমের গুঞ্জন শোনা যাচ্ছে, তখন সতর্ক করলেন নভ্যা। জানিয়েছেন, বচ্চন বাড়িতে ঢুকতে গেলে তিন নারীর সম্মতি চাই। আর এই তিনজনের মধ্যে সবথেকে কঠিন হবে দিদিমা জয়া বচ্চনের মন জয় করা। কারণ, এখনও নাকি বচ্চন বাড়ি তাঁর শাসনেই চলে। আর দ্বিতীয়জন হলেন শ্বেতা, আর তৃতীয়জন নভ্য়া নভেলি নন্দা।

তবে এসব শুনে নেটপাড়ার প্রশ্ন, 'যদি সুহানা-অগস্ত্যর সম্পর্ক সত্যিই পরিণতি পায়, তবে কি নভ্যাও সুহানার জন্য ননদিনী রায়বাঘিনী হতে চলেছেন?' সঙ্গে দোসর হবেন জয়া ও শ্বেতা! নভ্যার বক্তব্য জয়া-শ্বেতার থেকে তাঁর মন জয় করা অনেকটাই সহজ। তবে এখন সুহানা-অগস্ত্যর সম্পর্ক কোন পথে এগোয় তা ভবিষ্যৎই বলবে।

 

বায়োস্কোপ খবর

Latest News

ISL- East Bengal vs Bengaluru FC Live-কান্তিরাভায় বেঙ্গালুরুর সামনে ইস্টবেঙ্গল জম্মু-কাশ্মীরে শেষ নিঃশ্বাস ত্যাগ করছে সন্ত্রাসবাদ! Ireland Women বনাম England Women ম্যাচ শুরু হতে চলেছে, পাল্লা ভারি কোন দিকে? ICC-তে জয় শাহ আসতেই চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে চিন্তায় PCB! আশ্বস্ত করলেন ICC CEO… মুম্বইয়ে লালবাগচা রাজার দর্শনে গিয়ে হেনস্তার শিকার অভিনেত্রী সিমরন! 'কালীঘাটে ডেকে মাথায় হাত ভুলিয়ে, ভয় দেখিয়ে আন্দোলন তোলা যাবে না, উনি ভেবেছিলেন…' ‘সব ডাক্তারদের বিরুদ্ধে ব্যবস্থা হবে, কোনও অফিশিয়াল অর্ডার বেরোবে না’ দলীপে চাপে শ্রেয়সের India D! রিঙ্কুর ব্যর্থতার দিনে শতরান India C-র ঈশ্বরণের… ‘আপনি তো নিজেই বচন দিয়ে চলে গেলেন, ওখানে হরিকথার আসর হচ্ছিল না কি?’ ‘আমরা ক্ষমা চাইছি’ ভারতে ইলিশ রফতানি বন্ধ নিয়ে বললেন বাংলাদেশের মৎস্যমন্ত্রী

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.