মাথায় চওড়া লাল সিঁদুর,হলুদ শাড়িতে ঝলমল করছেন ‘সদ্যবিবাহিতা’ নুসরত জাহান। ২০১৯-এর জুন মাসে তুরস্কে 'ডেস্টিনেশন ওয়েডিং' সেরে দেশে ফেরার দিন কয়েকের মধ্যেই ইসকনের ঐতিহ্যবাহী রথযাত্রায় ‘স্বামী’ নিখিল জৈনকে সঙ্গে নিয়ে হাজির হয়েছিলেন নুসরত জাহান। এর জেরে কট্টরপন্থীদের নিশানাতেও পড়েছিলেন বসিরহাটের তৃণমূল সাংসদ। তবে তাঁর সাফ বার্তা ছিল 'আমি আমার ধর্ম জানি'। এরপর গত বছর করোনা আবহের মধ্যেও নিখিল জৈনকে সঙ্গে নিয়ে ইসকনের উলটো রথের অনুষ্ঠানে শামিল হয়েছিলেন নুসরত।
রথের দড়িতে টান দেওয়া থেকে একসঙ্গে আরতি করা- সব আচার,অনুষ্ঠান পালন করতে দেখা গিয়েছিল নুসরত-নিখিলকে। সবুজ রঙের সালোয়ার কামিজে সেজেছিলেন নুসরত।সঙ্গে ফ্লোরাল প্রিন্টেট দুপাট্টা। এই সবই এখন তিক্ত স্মৃতি! মাস কয়েকের মধ্যেই পালটে গিয়েছে নুসরত-নিখিলের সম্পর্কের সমীকরণ।
গত মাসেই এক বিস্ফোরক বিবৃতিতে নুসরত জাহান জানিয়েছেন নিখিলের সঙ্গে তাঁর বিয়ে অবৈধ,বেআইনি। নুসরত জানিয়েছেন, ‘তুরস্কের বিবাহ আইন অনুসারে ওই বিয়েটা অবৈধ। তার উপর এটা যেহেতু হিন্দু-মুসলিম বিয়ে সেক্ষেত্রে বিশেষ বিবাহ আইন অনুসারে এই বিয়েতে স্বীকৃতি দরকার। সেটা হয়নি। ফলে এটা বিয়েই নয়’।
পালটেছে সম্পর্কের রঙ, এবছর রথের দিন নিজের বিশেষ বন্ধুর সঙ্গেই হয়ত কাটাচ্ছেন অন্তঃসত্ত্বা নায়িকা। তাই বলে অনুরাগীদের শুভেচ্ছা জানাতে ভোলেননি তিনি। ইনস্টাগ্রাম স্টোরিতে নুসরত রথের শুভেচ্ছা জানিয়ে লিখেছেন, ‘রথযাত্রার অনেক শুভেচ্ছা…আপনাদের জীবন আনন্দে ভরে উঠুক’।


গত মাসেই নুসরত নিজের মিডিয়া বিবৃতিতে জানিয়েছিলেন, ‘আইনের চোখে এটাই বিয়েই নয়, বরং একটা রিলেশনশিপ বা বলা যায় লিভ ইন রিলেশনশিপ। তাই ডিভোর্সের প্রশ্নটাই উঠে না। আমারা বহুদিন আগেই আলাদা হয়ে গিয়েছি'। নুসরতের এই বিবৃতির দিন কয়েকের মধ্যেই নায়িকার অন্তঃসত্ত্বা হওয়ার গুঞ্জনেও শিলমোহর পড়ে যায়। সূত্রের খবর আগামী সেপ্টেম্বর মাসেই মা হতে চলেছেন তৃণমূলের তারকা সাংসদ।