বাংলা নিউজ > বায়োস্কোপ > Sabyasachi-Mithu: 'তখন তো বেণু মামা', ‘ভাগ্নি’ মিঠুর সঙ্গে সব্যসাচীর বিয়ের এই কাহিনিটা জানেন?

Sabyasachi-Mithu: 'তখন তো বেণু মামা', ‘ভাগ্নি’ মিঠুর সঙ্গে সব্যসাচীর বিয়ের এই কাহিনিটা জানেন?

সব্যসাচী চক্রবর্তী ও মিঠু চক্রবর্তী

'তখন বিয়ে কোথায়? তখন তো বেণু মামা', হ্যাঁ মেয়েবেলায় সব্যাসাচীকে মামা বলে ডাকতেন স্ত্রী মিঠু চক্রবর্তী!

বাংলা সিনেমা হোক বা টেলিভিশন প্রায় তিন দশক ধরে বাঙালির মনে রাজ করে চলেছেন তিনি। নব্বইয়ের দশকের শুরুতে আচমকাই তাঁর অভিনয় জগতে প্রবেশ। এরপর বাঙালির প্রিয় ফেলুদা হয়ে উঠেন তিনি।

দিল্লিতে কেটেছে অভিনেতার ছাত্রজীবন। এরপর বাবার ফ্যাক্টরিতে কাজ শুরু। ডায়গোনেস্টিক এক্স-রে মেশিন তৈরির প্ল্যান্ট থেকে থিয়েটারের দুনিয়ায় প্রবেশ। সেখানে টেকনিক্যাল টিমেই কাজ করতেন। একদিন জোছন দস্তিদারের জোরাজুরিতে দুম করে অভিনয়ের দুনিয়ায় চলে আসা। বছর কয়েক আগে শাশ্বত চট্টোপাধ্যায় সঞ্চালিত টক শো ‘অপুর সংসার’-এ হাজির হয়েছিলেন সব্যাসাচী, সঙ্গে অবশ্যই সহধর্মিনী মিঠু চক্রবর্তী। সেখানেই নিজেদের দাম্পত্য সম্পর্ক নিয়ে বড় রহস্য ফাঁস করেছিলেন এই তারকা দম্পতি। সব্যসাচীর স্ত্রীও টলিগঞ্জের নামী অভিনেত্রী। তিনি জানান, সম্পর্কে মামা-ভাগ্নী তাঁরা! শাশ্বতর সামনে পুরো বিষয়টি খোলসা করেন দু'জনে।

মিঠু চক্রবর্তীর বাবা এয়ার ফোর্সের ফাইটার পাইলট ছিলেন। বাড়িতে কড়া শাসনের মধ্যে বড় হওয়া। সেখান থেকে অভিনয়ের জগতে কীভাবে? প্রশ্নের জবাবে তিনি বলেন বিয়ের পরই তাঁর অভিনেত্রী হওয়ার সফর শুরু। বিয়ে প্রসঙ্গে মিঠু দেবী বলেন, ‘এটা ছিল অ্যারেঞ্জ ম্যারেজ। ওরাও দিল্লিতে থাকত, আমারও দিল্লিতে থাকতাম। আমর মায়ের সঙ্গে ওর দূর সম্পর্কের আত্মীয়তা ছিল’। প্রথম দেখা কোথায় হয়েছিল? শাশ্বতর এই প্রশ্ন শুনে সব্যসাচী ঘরণীর প্রশ্ন, ‘বড় হওয়ার পর না ছোটবেলায়?’ ছোটবেলার প্রথম দেখা কথা বলতে গিয়ে তিনি বলেন,'আমি তখন টেপজামা পরে পাঁচিলের উপর আমি হাঁটছি। ওরা আমার বাড়িতে ঢুকছে। ওইটুকু বয়স থেকে আমি ওকে চিনি'। এই কথা শু্নে হাসি চেপে সঞ্চালক পালটা বলেন, ‘ ওই স্মৃতিটা তো মুছে যায়নি মন থেকে। এমন মেয়েকে বিয়ে করতে গিয়ে ভয় পাসনি বেণুদা? কবে বাড়ির কার্নিস দিয়ে হাঁটবে!’

শাশ্বতর কথা শেষ হওয়ার আগেই মিঠু চক্রবর্তী বলে উঠেন, 'তখন বিয়ে কোথায়? তখন তো বেণু মামা'। এই কথা শুনে মশকরা করতে ছাড়েননি শাশ্বত, তবে মিঠু চক্রবর্তী মনে করিয়ে দেন দূর সম্পর্কের আত্মীয়তা ছিল তাঁদের। আরও জানান তাঁর অভিনয় জগতে আসা প্রথম সন্তানের জন্মের পর। শ্বশুরবাড়িতে সকলেই থিয়েটারের সঙ্গে যুক্ত ছিল, সেই থেকেই আগ্রহ জন্মায়।

১৯৮৬ সালে মিঠু চক্রবর্তীর সঙ্গে বিয়ে হয়েছিল সব্যসাচী চক্রবর্তীর। প্রায় চার দশক দীর্ঘ তাঁদের দাম্পত্য জীবন। দুই ছেলে গৌরব ও অর্জুনকে নিয়ে সুখের সংসার তাঁদের। দুই ছেলে, তাঁদের স্ত্রী এবং অর্জুন-কন্যাকে নিয়ে জমজমাট সংসার এই তারকা দম্পতির। 

 

বায়োস্কোপ খবর

Latest News

কলকাতায় নয়া রেকর্ড গড়ল সোনা, ৭০ হাজার ছুঁইছুঁই হলুদ ধাতুর দাম চিনে নিন KKR-এর ১৬ বছর বয়সী রহস্য স্পিনার গজনফরকে, দেখুন চমকপ্রদ বোলিংয়ের ভিডিয়ো ‘‌অভিষেক বন্দ্যোপাধ্যায় চাপে আছেন’‌, প্রার্থী দিতে না পেরেও দাবি করলেন দিলীপ প্রযোজকরা বলেছিলেন ভারতীয় দর্শক টিভিতে গর্ভবতী মহিলাদের দেখতে অপছন্দ করেন: মিনি নতুন দুলহানিয়া হচ্ছেন জাহ্নবী, ‘সানি কতটা সংস্কারি’ এবার সেই আপডেট দিলেন বরুণ সিএএ ইস্যু ব্যুমেরাং হতে পারে, চাপে পড়ে ইস্যু বদল করল বিজেপি, প্রচারে এল কী? বাংলায় এখনও ঝুলে জোট, বিহারে RJD-র সঙ্গে হাত মিলিয়ে লড়ছে বাম-কংগ্রেস, কত আসনে? নির্মাণ সংস্থায় বেআইনি লেনদেন, আয়কর স্ক্যানারে ৫০০ তৃণমূল নেতা কড়া শাসন-সুরক্ষার মধ্যে বড় করেছেন অভিষেক-শ্বেতাকে, গোপন কথা ফাঁস করলেন জয়া হুগলিতে প্রচারে তৃণমূলের রচনা, ব্যস্ততার ফাঁকেই শুনলেন, BJP-তো প্রাক্তন স্বামী

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.