শাবানা আজমি বি-টাউনের অন্যতম সেরা অভিনেত্রী এবং তাঁর অসাধারণ অভিনয় তো বটেই তাছাড়াও বেশকিছু চরিত্রের জন্য তিনি দর্শকদের মনের মণিকোঠায় জায়গা করে নিয়েছেন। বহুদিন আগে তাঁর পথচলা শুরু হলেও এখনও তিনি সমান তালে কাজ করে যাচ্ছেন। 'ঘুমার' এবং 'রকি অর রানি কি প্রেম কাহানি'- এর মতো সিনেমাগুলির মাধ্যমে তিনি এখনও এটি প্রমাণ করে চলেছেন যে তিনি দমে যাওয়ার পাত্রী নন। অভিনেত্রীর এই নতুন অবতার দেখে মুগ্ধ তাঁর অনুরাগীরাও। তবে শুধু যে তিনি সততার সঙ্গে কাজ করেন সেটা নয়। সততার সঙ্গে তিনি সংসারও করছেন। হানি ইরানির পর জাভেদ আখতারের সঙ্গে দ্বিতীয় স্ত্রী হিসেবে ঘর বাঁধেন শাবানা। শুরু থেকেই জাভেদের সঙ্গে তাঁর ব্যক্তিগত জীবনে সব সময় অকপট থেকেছেন শাবানা। তাই বিয়ের পরই অভিনেত্রী নিজের সন্তানের জন্ম দিতে পারেবেন না এ কথা জানিয়ে দেন।
অভিনেত্রী সিমি গ্রেওয়ালের সঙ্গে এক আলাপচারিতার সময় শাবানা এই প্রসঙ্গে জানান যে, সন্তান না হওয়া তাঁর কাজের প্রতি দৃষ্টিভঙ্গি বদলে গিয়েছিল। তিনি বলেন, 'সন্তান না থাকার ফলে আমার কাছে কাজটাই সব কিছু হয়ে ওঠে। সমস্ত বিষয়টা আমার কাছে অনেক সহজ হয়ে যায়। সন্তান না কাজ এই বিষয়ে বেছে নেওয়ার কোনও অবকাশ থাকে না। কাজকে অনেকটা করে সময় দিতে শুরু করি। কারণ মা হলে তাঁকেও সন্তানকেও তো অনেকটা সময় দেওয়া খুব প্রয়োজন হত।'
আরও পড়ুন: 'একজন বহিরাগত…' ধনুশের কথা শুনে ক্ষেপে লাল নেটিজেনরা! কী এমন বললেন অভিনেতা?
তিনি আরও বলেন, 'একবার যখন আমি বুঝতে পেরেছিলাম যে আমি সন্তান ধারণ করতে পারব না, তখন আমি এই ভাবনাকে, এই কষ্টকে আমার মনের মধ্যে স্থান দইনি এবং নিজেকে অসুখী রাখতে চাইনি। আমি আমার ব্যাগ গুছিয়ে নিয়েছিলাম এবং সেখান থেকে চলে গিয়েছিলাম। আর তারপর আমি যা করতে পারি তাই করে ছিলাম।' শাবানা জানান যে তিনি সন্তান দত্তকও নিতে চাননি।
আরও পড়ুন: বো দেওয়া হট পিঙ্ক বার্বি ড্রেসে নজরকাড়া সারা! জানেন তাঁর এই পোশাকের দাম কত?
তবে জাভেদ আখতারের প্রথম পক্ষের সন্তান ফারহান আখতার এবং জোয়া আখতারের সঙ্গে তাঁর সম্পর্ক খুবই ঘনিষ্ঠ। তিনি তাঁদের সন্তানতুল্য স্নেহই করেন। তাঁরাও মা শাবানাকে যথেষ্ট শ্রদ্ধা করেন। ফারহান এবং জোয়াই সময়ের সঙ্গে সঙ্গে তাঁর কাছের হয়ে ওঠেন, তাঁর সন্তানের প্রয়োজনীয়তা পূরণ করেছেন। বছরের পর বছর ধরে, শাবানা জাভেদের সন্তান ও তাঁর প্রথম স্ত্রীর সঙ্গে সুন্দর সম্পর্ক বজায় রেখে এসেছেন।
কাজের সূত্রে, শাবানাকে পরবর্তীতে জিনাত আমান এবং অভয় দেওলের সঙ্গে 'বন টিক্কি' নামে একটি ছবিতে দেখা যাবে।