বাংলা নিউজ > বায়োস্কোপ > Shah Rukh-Amitabh: ‘আমার বউ লম্বা’, শাহরুখের খামতি খুঁজতেই অমিতাভের ‘বেঁটে বউ’ নিয়ে মশকরা করেন SRK

Shah Rukh-Amitabh: ‘আমার বউ লম্বা’, শাহরুখের খামতি খুঁজতেই অমিতাভের ‘বেঁটে বউ’ নিয়ে মশকরা করেন SRK

শাহরুখের সপাট জবাব

কফি উইথ করণের মঞ্চে শাহেনশা শাহরুখের খামতি খুঁজেছিলেন, এরপর শাহরুখ যা করলেন তাতে জেনে হয়রান হবেন আপনি! দেখুন দেড় দশক পুরোনো সেই ভাইরাল ভিডিয়ো-

দীর্ঘসময় পর লিড রোলে রুপোলি পর্দায় ফিরছেন শাহরুখ খান। চলতি মাসেই মুক্তি পাবে ‘পাঠান’। এই ছবি ঘিরে বিতর্কের শেষ নেই, তবে শাহরুখ ভক্তরা রীতিমতো উত্তেজিত ‘পাঠান’ নিয়ে। অভিনেতা শাহরুখ খান ইন্ডাস্ট্রিতে তিন দশকেরও বেশি সময় পার করে ফেলেছেন। শুরুতেই অভিনয়ের পাশাপাশি শাহরুখ নিজের রসিক মেজাজ এবং বুদ্ধিমত্তার জন্য চর্চায় থাকেন। সম্প্রতি একের পর এক #AskSRK সেশনে তার নমুনা দেখেছে জনতা জনার্দন। ট্রোলারাই শুধু নয়, প্রয়োজনে অমিতাভ বচ্চেনর মুখ বন্ধ করতেও ওস্তাদ শাহরুখ খান। সম্প্রতি শাহরুখ কন্যা সুহানা খানের সঙ্গে অমিতাভের নাতি অগস্ত্যর প্রেমের চর্চা তুঙ্গে। এর মাঝেই ভাইরাল শাহরুখ-অমিতাভের পুরোনো এক ভিডিয়ো। জানেন কি একবার জাতীয় টেলিভিশনে বিগ বি-র স্ত্রী জয়া বচ্চনের উচ্চতা নিয়ে মশকরা করে বসেছিলেন শাহরুখ!

অমিতাভের চেয়ে উচ্চতায় অনেকটা খাটো জয়া। সেই নিয়ে সোশ্যাল মিডিয়ায় মিমের শেষ নেই। এমনকি ‘কভি খুশি কভি গম’ ছবিতে তো টুলের উপর দাঁড়িয়ে অমিতাভের গলায় টাই বাঁধতে দেখা গিয়েছিল জয়া বচ্চনে। সেই দৃশ্য আজও ভোলেনি ছবি প্রেমীরা। শাহরুখের মনেও সেই সিনটি গেঁথে রয়েছে!

২০০৫ সালে করণ জোহর সঞ্চালিত শো ‘কফি উইথ করণ’-এর আসরে হাজির হয়েছিলেন শাহরুখ ও অমিতাভ বচ্চন। ‘ব়্যাপিড ফায়ার’ রাউন্ডে করণ অমিতাভের কাছে প্রশ্ন রেখেছিলেন, ‘এমন কোনও বিষয় যা আপনার রয়েছে, কিন্তু শাহরুখের নেই?’ জবাবে মেগাস্টার উত্তর দেন- ‘আমার উচ্চতা’। যখন শাহরুখের পালা আসে, তখন একই প্রশ্ন করণ করে বসেন বন্ধুকে। জবাবে শাহরুখ খান বলেন, ‘আমার লম্বা বউ আছে’।

বলিউডের অন্যতম লম্বা অভিনেতা অমিতাভ, মেগাস্টারের উচ্চতা প্রায় ৬ ফুট ২ ইঞ্চি, সে জায়গায় শাহরুখের উচ্চতা মাত্র ৫ ফুট ৭ ইঞ্চি। তবে গৌরী খান জয়া বচ্চনের চেয়ে সামন্য লম্বা। কিং খান পত্নীর উচ্চতা ৫ ফুট ৩ ইঞ্চি, যা জয়া বচ্চনের চেয়ে এক ইঞ্চি বেশি। ‘কফি উইথ করণ’এর মঞ্চে শাহরুখের এই ‘ব়্যাপিড’ জবাবে যে ভরপুর ‘ফায়ার’ ছিল তা বলার অপেক্ষা রাখে না। শাহরুখের জবাব শুনে রীতিমতো হাঁ হয়ে গিয়েছিলেন করণ, মুখবন্ধ হয়ে যায় অমিতাভের।

আরও পড়ুন-পরনে কালো বিকিনি, হাতে হাতকড়া! উরফি বললেন, ‘এটাই তো দেখতে চাইছিলেন’

তবে একথা জবাব জানা, অমিতাভ বচ্চনের প্রতি শাহরুখের শ্রদ্ধা অটুট। বচ্চন পরিবারের সঙ্গে গভীর সম্পর্ক রয়েছে খান পরিবারের। বন্ধুত্বের এই সম্পর্ক শীঘ্রই পারিবারিক বন্ধনে পরিণত হতে পারে এমন গুঞ্জনও শোনা যাচ্ছে। সূত্রের খবর, সুহানা-অগস্ত্যর সম্পর্ক নিয়ে বেজায় খুশি বচ্চন কন্যা শ্বেতা নন্দা। এই দুই স্টার কিড বলিউডে পা রাখছেন জোয়া আখতারের ছবি ‘দ্য আর্চিস’-এর সঙ্গে।

 

 

 

বন্ধ করুন