শাহরুখ খান শুধু একজন রুপোলি পর্দায় তারকা নন, কোটি কোটি মানুষের হৃদস্পন্দন তিনি। লক্ষ লক্ষ যুবতীর স্বপ্নের রাজকুমার। হাজারো ভক্তের আবেগ-ইমোশন। শনিবার ৫৯-এ পা দিলেন বলিউডের কিং খান। আরও পড়ুন-কালীপুজোয় ‘স্ফীতোদর’ আগলে শ্রীময়ী! বিয়ের ৭ মাস, মা হচ্ছেন? কাঞ্চন-ঘরণী বললেন….
১৯৯২ সালে 'দিওয়ানা' ছবির মাধ্যমে বলিউডে আত্মপ্রকাশ করেন শাহরুখ খান। দিল্লির থিয়েটার জগত পেরিয়ে মুম্বইয়ে বেশ কয়েক বছর ছোটপর্দায় কাজ করার পর রুপোলি দুনিয়ায় পা। রাজ কানওয়ার পরিচালিত 'দিওয়ানা' ছবিতে শাহরুখের পাশাপাশি অভিনয় করেছিলেন ঋষি কাপুর ও দিব্যা ভারতী। ছবি মুক্তির এক বছর আগে স্টারডাস্টকে দেওয়া এক সাক্ষাৎকারে শাহরুখ বলিউডের স্টার কালচারকে বিঁধে বিস্ফোরক মন্তব্য করেছিলেন। তিনি বলেছিলেন, মুম্বাইয়ে শুটিংয়ের এক মাসের মধ্যে তার কর্মীরা তাঁর সামনে চায়ের কাপ ধরতে চেয়েছিলেন, জুতোর ফিতে বেঁধে দিতে চেয়েছিলেন, মাথায় ছাতা ধরতে চেয়েছিলেন। প্রায় তিন দশক আগের সেই সাক্ষাৎকার নতুন করে ভাইরাল।
স্টার কালচার সম্পর্কে বিস্ফোরক শাহরুখ
শাহরুখ বলেছিলেন, ‘আমি গত এক মাস ধরে বম্বেতে শুটিং করছি। আর হঠাৎই আমার মুখের সামনে লোকজন চায়ের কাপ ধরতে চাইছে, কিংবা জুতোর ফিতে বেঁধে বাঁধতে এগিয়ে আসছে ছেলেরা। কেন? আমি তো প্রতিবন্ধী নই। সিনেমায় আসার আগে জুতোর ফিতে বেঁধেছি, এখন বেঁধে নেব। আমার মনে আছে, কেউ একজন আমাকে বলেছিল, আমার মেকআপ রুমের এসি কাজ না করলে যেন আমি ট্যানট্রাম ছুঁড়ে দিই। তা না হলে প্রযোজকরা আমাকে গুরুত্ব দেবেন না। এটা কি ধরণের কথা? আমার মনে হয় এটা এখানকার একটা ফ্যাশন। মানে, একজন অভিনেতার পেছনে সাতজন মানুষ হাঁটাবে! জানি না কী দরকার?’
শাহরুখ সুপারস্টারদের অভিনয় দক্ষতা নিয়ে প্রশ্ন তোলেন
রেখেঢেকে কথা বলেননি। বরং ছোটপর্দার অভিনেতা শাহরুখ, বলিউডের নামীদামী তারকাকে বিঁধে বলেছিলেন, ‘হলিউডে স্পট বয়দের কোনও ধারণা নেই। দেখে মনে হচ্ছে এই তারকারা এখানে এসেছেন কিছু অর্থ, খ্যাতি, গৌরব অর্জন করতে এবং তাদের ওজন বাড়াতে। অভিনয়ে তো…. (লেখার অযোগ্য শব্দ)। তারা অভিনয়ের কনসেপ্ট বোঝে না। মানে, কোনও কনসেপ্ট নেই। এটা এখন ট্রেন্ড হয়ে গেছে যদি আমার জুতোর ফিতে কোনও স্পট বয় বেঁধে দেয়, আর আমি যদি ফটোগ্রাফের জন্য পোজ দিতে পছন্দ করি তবে আমি একজন তারকা।’
দিওয়ানা'র পর শাহরুখ অভিনীত 'চমৎকার', 'রাজু বন গয়া জেন্টলম্যান', 'দিল আশনা হ্যায়', 'বাজিগর', 'দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে', 'কুছ কুছ হোতা হ্যায়', 'কভি খুশি কভি গম', 'স্বদেশ', 'জব তক হ্যায় জান'-সহ আরও অনেকে অভিনয় করেছেন। শেষবার তাঁকে দেখা গিয়েছিল 'ডাঙ্কি' (২০২৩) ছবিতে।
শাহরুখকে আগামীতে সুজয় ঘোষ পরিচালিত 'কিং' ছবিতে দেখা যাবে ভক্তদের। শোনা যাচ্ছে, তাঁর মেয়ে সুহানা খানও এই ছবির অংশ হবেন। আগামী ২০ ডিসেম্বর ভারতীয় প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাওয়া ডিজনির বহুল প্রতীক্ষিত ছবি ‘মুফাসা: দ্য লায়ন কিং’, যার হিন্দি সংস্করণে শোনা যাবে শাহরুখ ও তাঁর দুই পুত্র আরিয়ান ও আব্রামের কণ্ঠস্বর।