বাংলা নিউজ > বায়োস্কোপ > সুপ্রিয়াকে ছেড়ে গৌরী দেবীর কাছে না ফিরলে 'দেয়া নেয়া'র শ্যুট বন্ধের হুমকি পেয়েছিলেন উত্তম কুমার!

সুপ্রিয়াকে ছেড়ে গৌরী দেবীর কাছে না ফিরলে 'দেয়া নেয়া'র শ্যুট বন্ধের হুমকি পেয়েছিলেন উত্তম কুমার!

উত্তম-সুপ্রিয়ার প্রেম আজও বাঙালির কাছে সমান আকর্ষনীয় (ছবি সংগৃহীত) 

উত্তম কুমার কথা না শোনায়, সাময়িকভাবে শ্যামল মিত্র বন্ধও করে দেন ‘দেয়া নেয়া’র শ্যুটিং।

বাঙালির প্রাণের ‘মহানায়ক’ তিনি। মৃত্যুর চার দশক পরেও সামনভাবে বাঙালির কাছে সমান প্রাসঙ্গিক। তাঁর চোখের চাহনি, অমলিন হাসি আর নায়ক সুলভ চেহারা কত নারী হৃদয়েই না ঢেউ তুলেছে! অরুণ কুমার চট্টোপাধ্যায়ের উত্তম কুমার হয়ে উঠবার কাহিনিটা কোনও রূপকথার চেয়ে কম নেই। তেমনই মহানায়কের প্রেম-জীবনও সামন আকর্ষণীয় বাঙালির কাছে। পর্দায় উত্তম-সুচিত্রা জুটি ইতিহাস লিখেছিল, তবে বিবাহিত উত্তমের জীবনের স্ত্রী গৌরী দেবী ব্যতীত যে নারীর নাম সবচেয়ে চর্চায় থেকেছে তা নিঃসন্দেহে সুপ্রিয়া দেবী। 

সুপ্রিয়া দেবী তাঁর স্মৃতিকথা ‘আমার জীবন আমার উত্তম’-এ উল্লেক করেছিলেন ১৯৬২ সালের ২রা ডিসেম্বর ধর্মীয় ও সামাজিক রীতিনীতি মেনে বিয়ের বাঁধনে বাঁধা পড়েছিলেন তাঁরা। যদিও গৌরী দেবীর সঙ্গে আইনত বিবাহবিচ্ছেদ না হওয়ায় সেই বিয়ের মান্যতা ছিল না। 

সুপ্রিয়ার সঙ্গে প্রেম ও সংসার করা নিয়ে প্রিয়জনদের প্রশ্নের মুখেও পড়তে হয়েছিল উত্তম কুমারকে কিন্তু তিনি পিছু হটেননি। উত্তম কুমারের মৃত্যুবার্ষিকীতে সুরকার শ্যামল মিত্রের পুত্র সৈকত মিত্র এক সাক্ষাত্কারে জানিয়েছেন, ‘দেয়া নেয়া’ ছবির শ্যুটিং বন্ধ করে দেওয়ার হুমকি দিয়েছিলেন, ছবির প্রযোজক শ্যামল মিত্র। বলেছিলেন উত্তম-কে ফিরতে হবে গৌরী দেবীর কাছে। উত্তম কুমার ও শ্যামল মিত্রর বন্ধুত্বের কথা কারুর অজানা নয়। বন্ধুর দাম্পত্য জীবনে নেমে আসা ঝড় সামলাতেই একথা বলেছিলেন শ্যামল মিত্র। সৈকত জানিয়েছেন, ‘দেয়া নেয়া’ ছবির শ্যুটিংয়ের সময়ই ভাবনীপুরের বাড়ি ছেড়ে ময়রা স্ট্রিটে সুপ্রিয়া দেবীর বাড়িতে থাকতে শুরু করেছিলেন উত্তম কুমার। 

শ্যামল মিত্রের সঙ্গে অটুট বন্ধুত্ব ছিল উত্তমের (ছবি-সংগৃহীত, সৌজন্যে- গুগল)
শ্যামল মিত্রের সঙ্গে অটুট বন্ধুত্ব ছিল উত্তমের (ছবি-সংগৃহীত, সৌজন্যে- গুগল)

সেই কথা শ্যামল মিত্রর কানে পৌঁছাতেই তিনি উত্তম কুমারকে ডেকে বলেন, ‘ভবানীপুরে ফিরে না গেলে ছবির শ্যুট বন্ধ।' সেইমতো শ্যুটিং বন্ধ হয়ে যায় দেয়া নেয়া'র। উত্তমের পাশে গৌরী দেবীকে দেখতে অভ্যস্ত শ্যামল মিত্র মেনে নিতে পারেননি সুপ্রিয়া দেবীকে। যদিও বন্ধুত্বে আশ্বস্ত করে উত্তম কুমার জানিয়েছেন, ‘এখনই বেণুকে ছেড়ে যেতে পারব না, একটু সময় দে আমায়’। 

দেয়া নেয়া (১৯৬৩) ছবির একটি দৃশ্য
দেয়া নেয়া (১৯৬৩) ছবির একটি দৃশ্য

না, এরপর আর কোনওদিনই বেণু-কে (সুপ্রিয়া দেবীকে এই নামেই ডাকতেন উত্তম কুমার) ছেড়ে যেতে পারেননি উত্তম কুমার। শেষমেষ নিজের শর্ত ফিরিয়ে নিয়েছিলেন শ্যামল মিত্র। আসলে তিনি বুঝতে পেরেছিলেন সুপ্রিয়া দেবীর প্রতি উত্তমের টান ক্ষণস্থায়ী নয়, এটা চিরকালীন প্রেম। 

এক মাস পরে সব ভুল বোঝাবুঝি মিটে যাওয়ার পর নতুন করে শ্যুটিং শুরু হয় দেয়া নেয়া-র। সৈকতের কথায়, ‘আমার বাবা-ই বোধহয় মহানায়ককে এই নির্দেশ দিতে পেরেছিলেন'। পেশাদার সম্পর্কের বাইরেও উত্তম কুমার ও শ্যামল মিত্রের মধ্যে যে অধিকারবোধের সম্পর্ক ছিল তার জেরেই এই নির্দেশ। 

 

বায়োস্কোপ খবর

Latest News

RR vs DC: পন্তের হাত ধরে ডিআরএস নিতে বাধ্য করলেন কুলদীপ, আউট হলেন বাটলার- ভিডিয়ো শিবসেনায় যোগ দিয়েই একনাথের গুণগান গোবিন্দার, লোকসভায় লড়ছেন নাকি? ‘সাপখোপ বিশেষ…’, উলুপি একা নয়, সৃজিতের মোট ৪টি বল পাইথন আছে, জানালেন মিথিলা রিল লাইফ পুত্রবধূকেই বউমা করতে চান নন্দিনী! শাশুড়ির প্রশংসায় অরুণিমা বললেন কী? RR vs DC: রিয়ান ঝড়ের পর, শেষ ওভারে আবেশের বাজিমাত, পরপর দুই ম্যাচে হার দিল্লির দেশের সবচেয়ে ধনী মহিলা সাবিত্রী জিন্দাল যোগ দিলেন BJPতে, ছাড়লেন কংগ্রেস টলিউডে অসফল, সেটারই প্রতিশোধ রাজনীতির ময়দানে নিচ্ছেন হিরণ! দাবি দেবের 'অডিশন না নিয়েই বাদ দিয়েছে...' অভিনেত্রী হতে কী কী সহ্য করেছেন আরত্রিকা? প্রসূণের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ খগেনের, নির্বাচন কমিশনে নালিশ ঠুকল তৃণমূল শনি থেকে ঝেঁপে বৃষ্টি? শুক্রে কেমন থাকবে বাংলার আবহাওয়া? রইল পূর্বাভাস

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.