বাংলা নিউজ > বায়োস্কোপ > Arijit-Solanki: ‘শিল্পীকে সম্মান করতে শিখুন’, ফ্যানের অত্য়াচারে মঞ্চে আহত অরিজিৎ! ক্ষুব্ধ শোলাঙ্কি

Arijit-Solanki: ‘শিল্পীকে সম্মান করতে শিখুন’, ফ্যানের অত্য়াচারে মঞ্চে আহত অরিজিৎ! ক্ষুব্ধ শোলাঙ্কি

ক্ষুব্ধ শোলাঙ্কি (ছবি-ফেসবুক)

Solanki Roy-Arijit Singh: ‘মানুষ কবে শিখবে শিল্পীদের পার্সোনাল স্পেস দিতে?’ অরিজিতের দ্রুত আরোগ্য কামনা করে ক্ষোভ প্রকাশ খড়ির। 

মহিলা ভক্তর ‘ভালোবাসার অত্যচারে’ আহত অরিজিৎ সিং। ঘটনা রবিবার রাতের অরিজিতের ঔরাঙ্গাবাদ কনসার্টের। দর্শকাসনের একদম সামনের সারিতে দাঁড়ানো এক অতি উৎসাহী ভক্ত অরিজিতের হাত রীতিমতো মুচড়ে দেন লাইভ পারফর্মম্যান্সের সময়। পরিস্থিতি এতটাই জটিল ছিল যে গায়কের হাত রীতিমতো কাঁপছিল। স্টেজেই হাতে ব্যান্ডেজ বেঁধে বাকি সময় পারফর্ম করতে বাধ্য হন গায়ক। সেই ছবি হু হু করে ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়। অনেকেই সমালোচনায় মুখর হয়েছেন এই ঘটনার।

এই অনঅভিপ্রেত ঘটনা নিয়ে সোশ্যাল মিডিয়ায় সরব হলেন অভিনেত্রী শোলাঙ্কি রায়। ‘গাঁটছড়া’ সিরিয়াল থেকে সদ্যই বিদায় নিয়েছেন শোলাঙ্কি। সিরিয়াল থেকে বেরিয়ে গিয়ে নিজের মতো করে সময় কাটাচ্ছেন অভিনেত্রী। এর মাঝেই মঙ্গলবার সোশ্যাল মিডিয়ায় কড়া ভাষায় অরিজিতের সঙ্গে ঘটা ঘটনার নিন্দে করলেন খড়ি। ইনস্টাগ্রামে অরিজিতের ভিডিয়ো শেয়ার করে অভিনেত্রী লেখেন, ‘মানুষজন কবে শিখবে পার্সোনাল স্পেস কাকে বলে? কাউকে ভালোবাসার অর্থ এটা নয় যে আপনি তাঁকে খাপচে ধরবেন, টানা-হিঁচড়া করবেন আর চোট লাগিয়ে দেবেন! একজন শিল্পী নিজের হৃদয় উজাড় করে পারফর্ম করেন আপনাদের বিনোদনের জন্য, তাঁরা নিজেদের কাজটা করে। দয়া করে সেটাকে সম্মান করতে শিখুন। অরিজিৎ সিং-এর দ্রুত আরোগ্য কামনা করছি’।

সমাজমাধ্যমে যে ভিডিয়ো ছড়িয়ে পড়েছে সেখানে দেখা যাচ্ছে, চোট পাওয়ার পরেও মাথা ঠাণ্ডা রেখে ওই মহিলাকে উচিত জবাব দেন অরিজিৎ। ভদ্র এবং মার্জিতভাবে ওই মহিলা অনুরাগীকে বুঝিয়ে দেন কত বড় ভুল করেছেন তিনি উত্তেজনার বশে। মঞ্চ থেকে অরিজিৎ বলেন, ‘আপনি যে এভাবে আমার হাত ধরে টানছেন তাতে তো আমি ব্যথা পেলাম। এখন হাত নাড়াতে পারছি না আমি। এই অবস্থায় যদি আমি গান গাইতে না পারি তাহলে আপনারা অনুষ্ঠান উপভোগ করবেন কী করে?’

কিন্তু ও যে কথায় রয়েছে, ‘দ্য শো মাস্ট গো অন’। সেই মন্ত্রে দীক্ষিত অরিজিৎ যন্ত্রণা সঙ্গে নিয়েই মঞ্চে ব্যান্ডেজ বেঁধে নির্ধারিত সময় পর্যন্ত গান করেন। সোশ্য়াল মিডিয়ায় কনসার্ট পরবর্তী একটি ছবি সামনে এসেছে যেখানে হাতে ব্যান্ডেজ করা অবস্থায় বসে থাকতে দেখা গিয়েছে শিল্পীকে। তাঁর চোখে-মুখে যন্ত্রণার ছাপ।

এখন কেমন আছেন গায়ক? অরিজিতের টিমের এক সদস্য এক সংবাদমাধ্যমকে জানান, 'পরিস্থিতি এখন অনেকটাই নিয়ন্ত্রণে। অরিজিৎ এখন ভাল আছেন।’ যদিও সূত্র মারফত খবর হাতে যথেষ্ট যন্ত্রণার জেরে ঔরাঙ্গাবাদে চিকিৎসকের কাছে ছোটেন অরিজিৎ, তাঁকে দু-সপ্তাহ বিশ্রামের পরামর্শ দিয়েছেন চিকিৎসক।

বন্ধ করুন