বেশ কয়েকদিন ধরে খবরের শিরোনাম ছিনিয়ে নিয়েছে সময় রায়নার শো ইন্ডিয়াস গট ল্যাটেন্ট। রণবীর আল্লাহবাড়িয়ার বিতর্কিত মন্তব্যের পর থেকে খবরের শিরোনাম ছিনিয়ে নিয়েছে এই অনুষ্ঠানটি। তবে এই অনুষ্ঠানে আরও একজন রয়েছেন, যার নামে করা হয়েছে এফআইআর, যিনি নিজেকে ‘ঝগড়ুটে মেয়ে’ বলে দাবি করেন। কে এই অপূর্বা?
ইন্ডিয়াস গট ল্যাটেন্ট এমন একটি অনুষ্ঠান, যেখানে প্রতিযোগীদের সঙ্গে প্রাণ খুলে কমেডি করেন বিচারকরা। বিচারকের আসনে থাকেন রণবীর আল্লাহবাড়িয়া, অপূর্বা, আশীষ চঞ্চলানি, সময় রায়না। সম্প্রতি বাবা-মায়ের সেক্স নিয়ে মন্তব্য করতে দেখা যায় রণবীর আল্লাহবাড়িয়াকে। সঙ্গ দিতে দেখা যায় বাকিদেরও।
আরও পড়ুন: সাদা রঙ ছাড়া অন্য কোনও রঙের শাড়ি পরতেন না লতা-আশা, কিন্তু কেন?
আরও পড়ুন: ‘যাকে আমি পছন্দ করি তার সঙ্গেই..’, সলমনকে নিয়ে কী বললেন সুরজ বরজাতিয়া?
রণবীরের মন্তব্য ঘিরে তৈরি হয় বিতর্ক, তাঁর বিরুদ্ধে করা হয় এফআইআর। সবশেষে একটি ভিডিয়োর মাধ্যমে সকলের থেকে ক্ষমা চেয়ে নেন রণবীর। রণবীরের এই মন্তব্যের স্বপক্ষে অনেকেই মনে করেছেন তিনি যেহেতু কোনও কমেডিয়ান নন, তাই না বুঝেই কথাটি বলে ফেলেছেন তিনি।
এই অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ হলেন অপূর্বা মুখিজা, রণবীরের পাশাপাশি অপূর্বার নামেও করা হয়েছে এফআইআর। সোশ্যাল মিডিয়ায় যিনি নিজেকে ঝগড়ুটে মেয়ে বলে আখ্যা দেন। সম্প্রতি শীর্ষ ১০০ জন ডিজিটাল তারকাদের মধ্যে তালিকাভুক্ত করা হয়েছে তাঁর নাম। ইনস্টাগ্রামে ২ মিলিয়নের বেশি ফলোয়ার রয়েছে অপূর্বার।
কে এই অপূর্বা?
২০০১ সালে নিউ দিল্লিতে জন্মগ্রহণকারী অপূর্বা কনটেন্ট ক্রিয়েটর এবং নিজের কেরিয়ারের জন্য চলে যান মুম্বইয়ে। মনিপাল ইউনিভার্সিটি থেকে কম্পিউটার ইঞ্জিনিয়ারিং নিয়ে বিটেক করেন। কয়েক বছর মার্কেটিং ইন্টার্ন, ওয়েব ডেভলপার, সেলস ইঞ্জিনিয়ার এনালাইসিস হিসেবে কাজ করেছিলেন তিনি।
২০২০ অর্থাৎ লকডাউনের পর থেকেই তিনি ধীরে ধীরে কন্টেন ক্রিকেটার হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে শুরু করেন। অপূর্বার কথা বলার ধরন, মিনি ব্লগের জন্য তিনি আজ ভীষণ জনপ্রিয়।
আরও পড়ুন: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রশংসায় পঞ্চমুখ দীপিকা! স্কুলজীবনের গোপন কথা ফাঁস দুয়ার মায়ের
ইতিমধ্যেই Nike, kate spade, Amazon, Meta, Swiggy, Maybelline - সহ একাধিক নামী ব্র্যান্ডের।সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছেন তিনি। গত বছর ডিজাইনার তরুণ তাহিলিয়ানির উদ্বোধনী অনুষ্ঠানে র্যাম্পে হেঁটেছিলেন অপূর্বা।
প্রসঙ্গত, ইন্ডিয়াস গট ল্যাটেন্ট-এর প্রত্যেকটি এপিসোডে ২০ লাখ থেকে ৪ কোটি ভিউ হয়েছে। একদিকে যেমন তুমুল জনপ্রিয়তা, তেমন অন্যদিকে ব্যাপক বিতর্কের সৃষ্টি হয়েছে এই অনুষ্ঠানটি ঘিরে। দর্শকরা একদিকে যেমন হাস্যরসের পক্ষে কথা বলেছেন তেমন অন্যদিকে অনুষ্ঠানটির বিষয়বস্তু দেখে ক্ষুব্ধ হয়েছেন।