রাখি সাওয়ান্ত সম্প্রতি ইনস্টাগ্রামে তাঁর প্রেম জীবনের নতুন আপডেট, পাকিস্তানি অভিনেতা ডোডি খানকে বিয়ের খবর শেয়ার করেছেন। ৪৬ বছর বয়সী রাখি নিউজ 18 শোশাকে জানিয়েছেন যে, সীমান্ত পেরিয়ে পাকিস্তানের বউ হতে চলেছেন তিনি। কিন্তু জানেন কি, কে এই ডোডি খান?
বিয়ে নিয়ে বিতর্ক জড়িয়েছেন রাখি সাওয়ান্ত একের পর এক। তাঁর আগের বিয়েগুলো বেশ নাটকীয়। এবারেও কি তেমনটাই হবে, প্রশ্ন আপাতত সকলের মনে। যদিও রাখি নিশ্চিত করেছেন যে, তিনি এবং ডোডি নাকি একে-অপরের প্রেমে রীতিমতো হাবুডুবু খাচ্ছেন প্রেমে। এবং শীঘ্রই বিয়ে করার পরিকল্পনাও করে ফেলেছেন। রাখি বলেন, ‘সে আমার ভালোবাসা। আমরা পরস্পরকে ভালোবাসি। সে পাকিস্তানের, আমি ভারতের, তাই আমাদের বিয়েটা হচ্ছে প্রেম করে।’ প্রাক্তন স্বামী আদিল খান দুরানির বিরুদ্ধে মিথ্যা গুজব ছড়ানোর অভিযোগ তুলতেও পিছপা হননি তিনি। ‘আদিল আমার বিয়ের খবরে হিংসে করছে। তাই আমার নামে ভুলভাল কথা বলে বেড়াচ্ছে। আমি ওই মূর্খটাকে কোনও পাবলিসিটি দিতে চাই না’
রাখি ও আদিলের ডিভোর্স হয়েছিল ২০২৩ সালে। আর দ্বিতীয় স্বামীর বিরুদ্ধে বিশ্বাসঘাতকতা, গার্হস্থ্য হিংসে, আর্থিক তছরুপের নানা অভিযোগ এনেছিল। এরপর রাখির অভিযোগের ভিত্তিতে আদিলকে পাঁচ মাস কারাগারের ভিতরেও কাটাতে হয়। আদিলের আগে রাখি ২০১৯ সালে ব্যবসায়ী রীতেশ সিংয়ের সঙ্গে তার বিয়ে হওয়ার দাবি জানিয়েছিলেন, ২০২২ সালে বিচ্ছেদ হয়ে যায়।
কে এই ডোডি খান?
পাকিস্তানের সুপ্রতিষ্ঠিত ব্যবসায়ী পরিবারের ছেলে ডোডি খান। তবে মূলত তিনি পরিচিত অভিনেতা-প্রযোজক হিসেবে। সঙ্গে নিজেকে ‘ফিটনেস ফ্রিক’ হিসেবেও বর্ণনা করেন। ৫ অগস্ট তাঁর জন্মদিন। যদিও সালটা জানা যায়নি। এদিকে কিছু কিছু জায়গায় খবর হয়েছে ২০০২ সালে সোফিয়া নামের এক মহিলাকে বিয়ে করেছেন ডোডি। তাশু নামের এখটি পুত্র-সন্তানও রয়েছে। যদিও দুজনের তালাক হয়েছে কি না, তা স্পষ্ট নয়।
ডোডি-র প্রিয় অভিনেতার তালিকায় আছেন বলিউড সুপারস্টার সঞ্জয় দত্ত এবং সলমন খান। জানা যাচ্ছে, রাখি আর ডোডি নাকি ঠিক করেছেন পাকিস্তানেই হবে বিয়েটা। ইসলামের রীতিনীতি মেনেই বিয়েটা করবেন দুজনে। খ্রিস্টান রাখি, আদিলকে বিয়ে করার পর, মুসলিম হন। তবে রাখি ও ডোডির রিসেপশন পার্টি দেওয়া হবে ভারতে।
২৭ জানুয়ারি পোস্ট করা একটি ইনস্টাগ্রাম পোস্টে, ডোডিকে দেখা যায়, রাখির কাছে প্রশ্ন রাখছেন ‘রাখিজি বলুন বরযাত্রী নিয়ে ভারতে আসব, নাকি দুবাইতে?’ এমনকী আই লাই ইউ বলতেও শোনা যায় ডোডিকে। ৬.৫ লক্ষেরও বেশি ভিউ সহ ভাইরাল হয়েছে ভিডিয়োটি।
এই দম্পতি বিয়ের পর সুইজারল্যান্ড বা নেদারল্যান্ডসে হানিমুনের পরিকল্পনা করছেন এবং দুবাইয়ে স্থায়ীভাবে বসবাসের ইচ্ছা প্রকাশ করেছেন বলে জানা গিয়েছে। এবার রাখির বিয়ে বা প্রেম কোথায় গিয়ে দাঁড়ায়, তা দেখার অপেক্ষাতেই মুখিয়ে সাধারণ মানুষ।