উইকিপিডিয়া থেকে শুরু করে, অসংখ্য নিউজ আর্টিকেল, একটা জিনিস প্রায় সকলেরই চোখে পড়বে, তা হল রূপরেখা বন্দ্যোপাধ্যায় নাকি অরিজিৎ সিং-এর প্রথম স্বামী। ফেম গুরুকূলে থাকাকালীন একে-অপরের প্রেমে পড়েন। বিয়েও করেন। আর সেই বিয়ে নাকি লুকিয়ে রেখেছিলেন। তারপর ডিভোর্স হয়ে গিয়েছে। ২০২১ সালে নিজের সোশ্যাল মিডিয়ায় এই নিয়ে মুখও খুলেছিলেন রূপরেখা। স্পষ্ট করেছিলেন, কোনোদিনই অরিজিতের সঙ্গে বিয়ে হয়নি তাঁর।
তাহলে রূপরেখা বন্দ্যোপাধ্যায়ের স্বামী কে? নলিনাক্ষ ভট্টাচার্যকে বিয়ে করেছেন গায়িকা রূপরেখা। ২০১০ সালে কলকাতার ছেলেকে বিয়ে করেন তিনি। যদিও নলিনাক্ষর ব্যাপারে আর সেরকম ত্য মেলে না। তাঁদের একটি কন্যা সন্তানও রয়েছে, যারনাম শিরিন ভট্টাচার্য।
২০২১ সালে একটি ভিডিয়োবার্তায় রূপরেখাকে বলতে শোনা গিয়েছিল, ‘অনেকদিন ধরেই আমি দেখছি অরিজিতের সঙ্গে আমার নাম জড়ানো হচ্ছে, প্রথমে আমি গুরুত্ব দিইনি কারণ সেলেবদের সঙ্গে এটা ঘটেই থাকে। কিন্তু দিন দিন এটা বেড়েই চলেছে… ।’
রূপরেখা তাঁর বার্তায় আরও লেখেন, ‘আমি নিজেও গায়ক অরিজিত সিংয়ের ভক্ত। অরিজিত কাকে প্রথম বিয়ে করেছিল সেটা আমার জানার প্রয়োজনীয়তা নেই। সেটা তাঁর ব্যক্তিগত ব্যাপার। তবে আমি ওঁর প্রথম পক্ষের বউ নই’। চলতি বছরের ৩১ জানুয়ারি ১৫তম বিবাহবার্ষিকী পালন করেন রূপরেখা।
প্রসঙ্গত, প্রথম স্ত্রীর সঙ্গে অরিজিত সিং-এর ডিভোর্স পাকা হয় ২০১৩ সালের ডিসেম্বরে। এরপর তিনি ১ম স্ত্রী সম্পর্কে কেউ কিছু জানে না বললেই চলে! ২০১৪ সালের জানুয়ারিতে কোয়েল রায়কে বিয়ে করেন অরিজিত। কোয়েল ছিলেন অরিজিতের ছেলেবেলার বান্ধবী। শোনা যায়, একেবারে চুপিচুপি তারাপীঠের মন্দিরে চার হাত এক হয়েছিল। কোয়েলও ছিলেন ডিভোর্সি। প্রথম বিয়ে থেকে তাঁর একটি সন্তানও আছে। যে বর্তমানে অরিজিতের কাছেই সন্তানস্নেহেবড় হচ্ছে। এবং, অরিজিৎ ও কোয়েল একসঙ্গে একটি পুত্রের জন্ম দিয়েছেন।
তাহলে প্রশ্ন রূপরেখা যদি না হন, উঠতে পারে অরিজিৎ সিং-এর ১ম স্ত্রী কে? জানা যায়, সম্বন্ধ দেখে, মুর্শিদাবাদেরই এক মেয়েকে বিয়ে করেছিলেন গায়ক। গ্ল্যামার দুনিয়া বা মিউজিক ইন্ডাস্ট্রির সঙ্গে তাঁর কোনও যোগ নেই। আলাদা হওয়ার পর চাননি, অরিজিতের সঙ্গে তাঁর নাম জুড়ুক। নিজেকে বরাবরই মিডিয়া ও গায়কের ভক্তদের অগোচরেই রেখেছেন সেই মেয়ে ও তাঁর পরিবার।