আরজি কর কাণ্ড নিয়ে প্রথম থেকেই সরব হয়েছেন তিনি। লাগাতার প্রতিবাদ চালিয়ে গিয়েছেন। বলা ভালো বর্তমানে তিনিই চিকিৎসকদের প্রতিবাদের মুখ হয়ে উঠেছেন। কিন্তু কে এই কিঞ্জল নন্দ? না তিনি কেবল একজন চিকিৎসক নন। তিনি একই সঙ্গে একজন দক্ষ অভিনেতাও বটে।
আরও পড়ুন: 'মা আমার সবথেকে বড় অনুপ্রেরণা', KBC -র মঞ্চে মানু, অলিম্পিকে ডাবল পদকজয়ের কোন গল্প শোনালেন?
কে এই কিঞ্জল নন্দ?
কিঞ্জল নন্দ কেপিসি হাসপাতাল থেকে এমএমবিএস পাশ করেছেন। বর্তমানে তিনি আরজি কর হাসপাতাল থেকেই মাইক্রোবায়োলজিতে পোস্ট গ্র্যাজুয়েট করছেন। সেখানকার রেসিডেন্ট ডক্টরও বটে তিনি। চিকিৎসক হওয়ার পাশাপাশি তিনি একজন থিয়েটার কর্মীও বটে।
২০১৮ সালে হীরালাল ছবির মাধ্যমে তিনি সিনে জগতে পা রাখেন। অল্প দিনের মধ্যেই অভিনয়ের দক্ষতা দিয়ে নিজের পাকাপাকি একটি জায়গা বানিয়ে নিয়েছেন টলিউডে। একই সঙ্গে বারংবার বিভিন্ন ধরনের চরিত্রে অভিনয় করে তাক লাগিয়েছেন দর্শকদের। তাঁকে এর আগে ৮/১২, কর্ণসুবর্ণের গুপ্তধন, ব্যোমকেশ হত্যামঞ্চ, ইত্যাদি ছবিতে দেখা গিয়েছে। এছাড়া দ্য বেঙ্গল স্ক্যাম: বীমা কাণ্ড, কাঁটায় কাঁটায় সিরিজেও কাজ করেছেন তিনি। আগামীতে গাবকে দেবী চৌধুরানী ছবিতে দেখা যাবে।
তিনি যেভাবে আরজি কর কাণ্ডের প্রতিবাদে চিকিৎসকদের সামনে থেকে নেতৃত্ব দিচ্ছেন সেটা নজর কেড়েছে সবার। নেটিজেন থেকে শুরু করে তাঁর সহকর্মী, বন্ধুরা সকলেই তাঁর প্রশংসা করেছেন। পোস্ট শেয়ার করেছেন তাঁর তারিফ করে।
আরও পড়ুন: 'কেউ কাউকে জোর করে শুতে বলে না', টিভির জগতে যৌন নিগ্রহ নেই, যা ঘটে সবটাই 'দুপক্ষের সম্মতি'তে! দাবি কাম্যার