কিছুদিন আগেই একটি ভিডিয়ো দারুণ ভাইরাল হয়েছিল যেখানে দেখা গিয়েছিল একটি শোতে বিশেষ বন্ধুর সঙ্গে এসেছেন এক মহিলা, নাম প্রিয়াঙ্কা হালদার। বরকে না জানিয়ে সেই শোতে আসায় এবং বন্ধুকে দিয়ে প্রকাশ্যে জামা কাটানোয় চরম কটাক্ষের মুখে পড়েছিলেন তিনি। হয়েছেন ট্রোল্ড। কিন্তু জানেন কে এই প্রিয়াঙ্কা হালদার? কী করেন তিনি, কোথায় থাকেন?
আরও পড়ুন: গুগলের সবচেয়ে বেশি সার্চ টার্মের মধ্যে স্থান বিরাট-অনুস্কার ছেলে অকায়'র! ঠিক কী জানতে চায় মানুষ?
কে এই ভাইরাল প্রিয়াঙ্কা হালদার?
প্রিয়াঙ্কা হালদার পশ্চিমবঙ্গের মেয়ে। যদিও বর্তমানে তিনি মুম্বইয়ে থাকেন। তাঁর বয়স বর্তমানে ৩৩। অল্প বয়সেই বিয়ে করে নেন তিনি, মাত্র ১৮ বছর বয়সেই মা হন। তাঁর এখন বছর ১৫ বয়স। প্রিয়াঙ্কার স্বামী ভারতীয় রেলে চাকরি করেন। নাগপুরে থাকেন।
প্রিয়াঙ্কা হালদার মাত্র ক্লাস ১২ অবধি পড়াশোনা করেছেন। একাধিক প্রজেক্টে তাঁকে কাজ করতে দেখা গিয়েছে। ছোট পর্দার বিভিন্ন শো যেমন, ক্রাইম পেট্রোল, উঠা পটক ৪ সহ বিভিন্ন শোয়ে দেখা গিয়েছে তাঁকে।
কী ঘটিয়েছেন প্রিয়াঙ্কা হালদার?
এদিন যে ভিডিয়ো ভাইরাল হয়েছে সেখানে দেখা যাচ্ছে প্রিয়াঙ্কা লাল পোশাক পরে দাঁড়িয়ে। আর তাঁর সঙ্গে থাকা এক ব্যক্তি কাঁচি দিয়ে তাঁর জামা বলা ভালো পেটের কাছে এবং বক্ষবিভাজিকার কাছে কাঁচি দিয়ে কাটছেন। আর তারপরই বিচারকের আসনে থাকা সময় রায়না এবং ভারতী সিং তাঁর সঙ্গে কথা বলেন। তখনই প্রিয়াঙ্কা জানান তিনি বিবাহিত। তাঁর একটি ১৫ বছরের ছেলে আছে। এই কথা শুনে বিচারকরা অবাক হয়ে যান। সময় রায়না সেই মহিলাকে বলেন, 'ছেলেদের ইগো খুব ভঙ্গুর হয়। ওদের প্রেমিকার দিকে কেউ তাকাক ওরা সেটাই চায় না। আর সেখানে আপনার বর কিছু বলল না?' জবাবে প্রিয়াঙ্কা জানান তিনি বাড়িতে, বরকে না জানিয়েই এখানে এসেছেন। আর তারপরই তাঁর এই কথা শুনে, ভিডিয়ো দেখে বীতশ্রদ্ধ হয়েছেন নেটিজেনরা, করেছেন কটাক্ষ। প্রসঙ্গত সময় রায়নার এই শো ইন্ডিয়াস গট ট্যালেন্ট ইউটিউবে দেখা যায়। মাঝে মধ্যেই বিভিন্ন কারণে ভাইরাল হয় সেসব কন্টেন্ট।
আরও পড়ুন: কল্কি ২৮৯৮ এডি থেকে হীরামান্ডি: ২০২৪-এর IMDB-এর সবথেকে জনপ্রিয় ভারতীয় সিনেমা-সিরিজ কোনগুলো?