সবে মাত্র মা হয়েছেন মেয়ের বয়স সবে ৫ মাস। অবশেষে টেলিভিশনের পর্দায় ফিরছেন শিল্পা সাকলানি। জানা যাচ্ছে, শ্যুটিংয়ের জন্য মেয়ে সেটেও নিয়ে আসছেন শিল্পা। শ্যুটিংয়ের পাশাপাশি মেয়েরও খেয়াল রাখছেন শিল্পা, কারণ মা হিসাবে শিল্পা বেশ ভালোই বুঝেছেন, কাজের যেমন প্রয়োজন তেমনই ৫ মাসের মেয়েরও এখন মাকে ভীষণই প্রয়োজন।
অভিনেত্রী শিল্পা সাকলানি জানান, প্রথমে কাস্টিং-তাঁকে ফোন করেন। কিন্তু তিনি শোয়ের জন্য রাজি হননি। তারপর তাঁকে রাজি করাতে একের পর এক ফোন আসতে থাকে। শিল্পা সকলকেই 'না' বলে দেন। এরপর চ্যানেল কর্তৃপক্ষের তরফেও যখন ফোন আসে, তিনি তিনি জানান, ‘আমার একটা ছোট্ট বাচ্চা আছে আসলে…’। তখন চ্য়ানেলের লোকজন তাঁকে জানান, ‘বাচ্চা তো আপনার সঙ্গে শ্যুটিং সেটেই থাকবে।’ শিল্পা জানান, 'এমন প্রস্তাবে আমি অবাক হয়ে গিয়েছিলাম। এরপরেও আমি প্রস্তাব নাকচ করে আরও ১০টি কারণ দেখিয়েছিলাম। তবে ওঁরা আমার সব প্রস্তাবেই রাজি হয়ে যান।’
শিল্পা বলেন, বিষয়টি তিনি তাঁর স্বামী অপূর্বকে জানালে অভিনেতা তাঁকে বলেন, ‘একমাস ধরে প্রস্তাব খারিজের পরেও যখন ইশ্বর তাঁকে সুযোগ দিয়েছেন, সেটা আর না ফেরানোই উচিত।’ আর এরপরেই অভিনয়ে ফেরার জন্য রাজি হয়ে যান শিল্পা সাকলানি।
আরও পড়ুন-উত্তমকুমারের নাতবউ, কীভাবে শুরু হয়েছিল দেবলীনা-গৌরবের প্রেম?
আরও পড়ুন- বুট পরে পায়ে একাধিক ফোসকা, রাস্তায় ঐন্দ্রিলার পায়ে ব্যান্ডেড লাগালেন সুদীপ্তা..
শিল্পা জানান, ‘সেটে আমি আমার সঙ্গে সহকারীকে নিয়ে আসি। এছাড়াও আমি প্রযোজনা সংস্থা থেকেও নানান সাহায্য পাই, তাতে সুবিধাই হচ্ছে। আমি আমার মেয়ের সঙ্গেও থাকতে পারি এবং যেটা খুবই গুরুত্বপূর্ণ। পশ্চিমের দেশগুলিতে এই পরিবর্তন আগেই হয়েছে। লোকজন বাচ্চাকে সেটে নিয়ে যেতে পারেন। তাই আশা রাখি এই বিষয়টি পরবর্তী সময়ে আমাদের এখানেও আরও সহজ হয়ে যাবে। তাতে কোনও নতুন মায়ের পক্ষে কাজে ফেরা খুবই সহজ হবে।’ প্রসঙ্গত 'তেরে ইশক মে ঘায়েল' ধারাবাহিকের একটি চরিত্রে অভিনয় করছেন শিল্পা। দীর্ঘ ৪ বছর পর টেলিভিশনের পর্দায় ফিরেছেন তিনি।
প্রসঙ্গত, ২০০৪ সালে সাতপাকে বাঁধা পড়েছিলেন শিল্পা সাকলানি ও অপূর্ব অগ্নিহোত্রী। দীর্ঘ ১৮ বছর পর তাঁদের জীবনে আসে প্রথম সন্তান। মেয়ের নাম রাখেন ‘ঈশানী কানু অগ্নিহোত্রী।’