আবারও বিয়ের পিঁড়িতে বসছেন তুমি অন্য কারও সঙ্গে বেঁধ ঘর গায়ক অনুপম রায়। এই ফাল্গুনেই গায়িকা প্রশ্মিতা পালকে বিয়ে করছেন তিনি। আগামী ২ মার্চ ঘরোয়া অনুষ্ঠানে আইনি বিয়ে সারবেন তাঁরা। কিন্তু জানেন কি এটা যেমন অনুপমের প্রথম বিয়ে নয়, একই ভাবে প্রশ্মিতারও প্রথম বিয়ে নয়। কে গায়িকার প্রথম স্বামী?
কে প্রশ্মিতা পালের প্রথম স্বামী?
প্রশ্মিতা পাল টলিউডের অতি চেনা মুখ। একাধিক ছবির একাধিক গান গেয়েছেন তিনি। তিনি কলকাতারই মেয়ে। লরেটো কলেজ থেকে পড়াশোনা করেছেন তিনি। খ্যাতি পান বোঝে না সে বোঝে না ছবিটির সাজনা গানটি গেয়ে। তাঁর হবু স্বামী অনুপমের পরিচালনাতেও গেয়েছেন গান। হাইওয়ে ছবির তোমায় নিয়ে গল্প হোক গানটি প্রশ্মিতারই গাওয়া। এ হেন গায়িকার এটি দ্বিতীয় বিয়ে।
আরও পড়ুন: টুয়েলভথ ফেল ছবির জন্য একটা নয়া পয়সা নেননি বাস্তবের মনোজ! বললেন, 'আমার আসল পাওনা হল...'
টিভি ৯ বাংলাকে দেওয়া গায়িকার এক বন্ধু জানিয়েছেন তাঁর এর আগে একবার বিয়ে হয়েছিল। শৌনক নামক এক ব্যক্তিকে বিয়ে করেছিলেন তিনি। শৌনক পেশায় চিকিৎসক ছিলেন। কিন্তু বিয়ে করার কয়েক মাসেই তাঁদের সেই ঘর ভাঙে।
বর্তমানে অতীতের সেই স্মৃতি ভুলে নতুন স্বপ্নে বিভোর গায়িকা। অনুপমের হাত ধরে শুরু করছেন জীবনের নতুন অধ্যায়। তিনি অনুপমকে বিয়ের প্রসঙ্গে জানিয়েছেন, 'আমরা যেহেতু একই পেশায় আছি তাই ওকে (অনুপম রায়) বহু বছর ধরে চিনি। গত এক বছর ধরে আমরা সম্পর্কে আছি। তবে আমরা কখনই চাইনি এটা নি আলোচনা হোক। তবে এরপর যখন মনে হল আমরা পরবর্তী ধাপে যেতে পারি সম্পর্কের তখনই বিয়ের সিদ্ধান্ত নিই। আমরা একটা নতুন সফর শুরু করছি। আমাদের আশেপাশের সবাই ভালো থাকলে আমরাও ভালো থাকব।'
আরও পড়ুন: ৩ দিন ধরে চলবে অনন্ত-রাধিকার প্রাকবিবাহ অনুষ্ঠান, কবে কী থিম? অতিথিদের জন্যই বা আছে কোন নির্দেশ?
প্রশ্মিতা এবং অনুপমের বিয়ে
আগামী ২ মার্চ বিয়ে করছেন অনুপম রায় এবং প্রশ্মিতা পাল। পিয়া চক্রবর্তী এবং পরমব্রত চট্টোপাধ্যায় যেমন ২৭ নভেম্বর ঘরোয়া পরিবেশে পরিবারের উপস্থিতিতে আইনি বিয়ে সেরেছেন তেমন ভাবেই আগামী ২ মার্চ অনুপম এবং প্রশ্মিতা আইনি বিয়ে সারবেন। উপস্থিত থাকবেন তাঁদের পরিবার এবং কাছের বন্ধুরা। প্রসঙ্গত গত বছরের শেষ দিকে যখন পিয়া এবং পরমব্রত বিয়ে করেন তখন তাঁদের বিস্তর কটাক্ষের মুখে পড়তে হয়েছিল। যদিও ২০২১ সালেই আইনি ভাবে বিচ্ছেদ হয় অনুপম এবং পিয়ার। অন্যদিকে অনুপম রায়ের কম্পোজ করা একাধিক গান গেয়েছেন প্রশ্মিতা।