IPL 2025-এর গ্র্যান্ড উদ্বোধনী অনুষ্ঠান আসছে। আবারও ক্রিকেটের উৎসব শুরু হতে চলেছে, যা দর্শকদের প্রচুর বিনোদন দেবে। এবার উদ্বোধনী অনুষ্ঠানটি ২২ মার্চ কলকাতার ইডেন গার্ডেনে অনুষ্ঠিত হবে। বিশেষ ব্যাপার হল, এবারের উদ্বোধনী অনুষ্ঠানে সলমন খানসহ বেশ কয়েকজন বলিউড তারকা অংশগ্রহণ করবেন। রিপোর্ট অনুযায়ী, প্রিয়ঙ্কা চোপড়া, ভিকি কৌশল, শ্রদ্ধা কাপুর এবং সঞ্জয় দত্ত এই ইভেন্টে উপস্থিত থাকবেন। এই তালিকায় আমেরিকান পপ ব্যান্ড OneRepublic-এর নামও রয়েছে। ব্যান্ডটিকে গ্র্যান্ড অনুষ্ঠানে পারফর্ম করার জন্য অনুরোধ করা হয়েছে।
শাহরুখ খান তার দল KKR-এর সমর্থনে উপস্থিত থাকবেন, অন্যদিকে সালমান খান তার সিনেমা ‘সিকন্দর’ প্রচার করতে আসছেন। এই সন্ধ্যাটি অত্যন্ত বিশেষ হতে চলেছে। এই উদ্বোধনী অনুষ্ঠানে ক্যাটরিনা কাইফ, অনন্যা পাণ্ডে, মাধুরী দীক্ষিত, জাহ্নবী কাপুর, করিনা কাপুর, পূজা হেগড়ে, আয়ুষ্মান খুরানা, সারা আলি খান -এরও উপস্থিতির খবর রয়েছে।
IPL-এর উদ্বোধনী অনুষ্ঠানে অরিজিৎ সিং, শ্রেয়া ঘোষাল, করণ অউজলা, দিশা পাটানী, শ্রদ্ধা কাপুর এবং বরুণ ধবন পারফর্ম করবেন। OneRepublic ব্যান্ডটিকে করণ অউজলা এবং দিশা পাটানীর সাথে পারফর্ম করতে দেখা যাবে। এই উদ্বোধনী অনুষ্ঠানে অনেক বড় খেলোয়াড়ও উপস্থিত থাকবেন।
IPL-এর 18তম সিজনের শুরু হবে কলকাতা নাইট রাইডার্স এবং রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর তীব্র লড়াইয়ের সাথে। এই সিজনে 10টি দল – চেন্নাই সুপার কিংস, দিল্লি ক্যাপিটালস, গুজরাট টাইটান্স, কলকাতা নাইট রাইডার্স, লখনউ সুপার জায়ান্টস, মুম্বই ইন্ডিয়ান্স, পাঞ্জাব কিংস, রাজস্থান রয়্যালস, রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু এবং সানরাইজার্স হায়দ্রাবাদ – মোট ৭৪টি ম্যাচ ১৩টি ভেন্যুতে খেলবে। IPL-এর গ্র্যান্ড ফাইনাল ২৫ মে অনুষ্ঠিত হবে।