ববুলীর সঙ্গে তাঁর সম্পর্ক চুকে গেছে, তা স্পষ্ট জানিয়েছেন শাকিব খান। যদিও দু'জনের ডিভোর্স হয়ে গিয়েছে কিনা তা এখনও জানা যায়নি। তবে রবিবার রাতে এক বিস্ফোরক ভিডিয়ো বার্তায় ঢালিউডের জনপ্রিয় নায়ককে নিজের স্বামী বলেই সম্বোধন করেন অভিনেত্রী শবনম বুবলী। পাশাপাশি নিজের সন্তানের বাবা তথা শাকিব এবং তাঁর প্রাক্তন স্ত্রী অপু বিশ্বাসের বিরুদ্ধে একরাশ ক্ষোভ উগরে দেন।
অপু-শাকিবের ডিভোর্সের জন্য তিনি দায়ী নন, কারুর সংসার ভাঙেননি জোর গলায় বলেন বুবলী। শাকিব খানের ব্যক্তিগত জীবন সবসময়ই থাকে চর্চায়। একবার নয়, দু-বার গোপনে কো-স্টারকে বিয়ে করে সন্তানের জন্ম দিয়েছেন শাকিব। অথচ বছরের পর বছর স্ত্রী-সন্তানের পরিচয় লুকিয়ে রেখেছেন। অপুর পর বুবলী- যেন একই চিত্রনাট্যের পুনরাবৃত্তি!
ভিডিয়ো বার্তায় অপু-শাকিবের সম্পর্কের অবনতির কথা বলতে গিয়ে বুবলী বলেন, ‘অপুদি (অপু বিশ্বাস) নিজে অনেকবার অনেক প্রোগ্রামে বলেছে, তিনি তিনবার বেবি অ্যাবরশান করেছেন। বাচ্চাগুলোকে ওঁনারা রাখেননি।….অপুদি নিজের মুখে বলেছেন ওঁনাদের মধ্যে আলোচনা হয়েছিল বাচ্চা চায়, নাকি সংসার চায়। বাচ্চা নেওয়া হলে সংসার থাকবে না এমন কথা হয়েছিল (অপু ও শাকিবের)। প্রথম তিনবার উনি বাচ্চা চাননি, বাচ্চা অ্যাবরশন করে ফেলেছেন বা মেরে (Kill) করে ফেলেছেন। চতুর্থবার ডাক্তারের তরফে বলা হয়েছিল যে অ্যাবারশন করালে ওঁনার শারীরিক সমস্যা হবে, তারপর..'।
বুবলী এরপর বলেন, ‘এইসব ঘটনায় তো আমি নেই। তখন সিনেমাতেই আমার অস্তিত্ব নেই। কেন আমাকে দোষারোপ করা হলো যে, আমার কারণে কারও সংসার ভেঙেছে? আমার কারণে কারও সংসার, সম্পর্ক ভাঙেনি’। বুবলী আরও বলেন, কোনও হ্যাপি ফ্যামিলি-তে এই ধরণের ঘটনা ঘটতে পারে না, যেখানে স্বামী শর্ত দেবে হয় বাচ্চা না হয় সংসার। কারণ ‘হ্যাপি ফ্যামিলিতে সবাই বেবি চায়’। তাহলে কেন কাঠগড়ায় তোলা হয়েছে তাঁকে? পালটা প্রশ্ন বুবলীর।
অপুর দিকে অভিযোগের কামান দেগে বুবলী বলেন, ‘শাকিব খান তো নিজেই বলেছেন অপুদিকে উনি অন্য হিরোর সঙ্গে আপত্তিকর অবস্থায় হাতেনাতে ধরেছেন’। কারুর প্ররোচণায় নয়, নিজেদের সিদ্ধান্তে ডিভোর্স হয়েছে অপু-শাকিবের,তিনি দায়ী নন- বললেন বুবলী।
বুবলীর কথায় ২০১৬ সালে শাকিবের সঙ্গে বন্ধুত্ব শুরু তাঁর। অভিনেত্রীর প্রথম ছবির নায়কই ছিলেন শাকিব। গত সেপ্টেম্বর মাসে ‘গলুই’ নায়িকা পূজা চেরির সঙ্গে শাকিব খানের প্রেমের গুঞ্জন রটতেই বোমা ফাটান বুবলী। ফেসবুক পোস্টে তিনি প্রথমে বেবি বাম্পের ছবি প্রকাশ্যে আনেন। পরে সন্তান শেহজাদ খান বীরের ছবি পোস্ট করে লেখেন সে তাঁর ও শাকিবের সন্তান। জানান, ২০২০ সালের মার্চ মাসে শাকিবের সন্তানের মা হয়েছেন বুবলী। ২০১৮ সালেই গোপনে বিয়ে করেছিলেন দুজনে। বুবলীকে আগেই ‘অতীত’ বলেছেন শাকিব। এই বিস্ফোরক ফেসবুক ভিডিয়োর পর কী প্রতিক্রিয়া হয় নায়কের, এখন সেইদিকেই তাকিয়ে নেটপাড়া।