ব্যারি জেনকিন্সের অ্যানিমেটেড অ্যাডভেঞ্চার মুফাসা: দ্য লায়ন কিং এই ডিসেম্বরে আসছে হলে। হিন্দি ডাব সংস্করণে শাহরুখ খান এবং তার ছেলে আরিয়ান খান এবং আব্রাম খানের কণ্ঠ দিয়েছেন। এবার মারাঠি অভিনেত্রী যোগিতা চবন ছবির অফিসিয়াল পোস্টারে শাহরুখের ছেলেদের বেশি জায়গা ও ফোকাস পাওয়া নিয়ে আপত্তি জানিয়েছেন।
যোগিতা কী বললেন
যোগিতা তাঁর ইনস্টাগ্রাম স্টোরিতে মুফাসা: দ্য লায়ন কিং-এর হিন্দি ডাব সংস্করণের অফিসিয়াল পোস্টার শেয়ার করেছেন। মারাঠি ভাষায় তিনি লেখেন, ‘শাহরুখ খান, আমি বুঝতে পারছি... কিন্তু আরিয়ান খান ও আব্রাম খানের নাম বোল্ড কেন??? মকরন্দ দেশপাণ্ডে, সঞ্জয় মিশ্র, শ্রেয়স তালপাড়ের নাম মাঝারি হরফে লেখা কতটা ভুল? অবশ্যই ফিল্ম ইন্ডাস্ট্রিতে তাদের সবার অবদান আরিয়ান খান ও আব্রাম খানের চেয়ে বেশি।’
আরও পড়ুন: মেয়ের সঙ্গে দেখা করতে দেন না প্রাক্তন স্ত্রী! দেবলীনা দত্তের সঙ্গে প্রেম-জল্পনার মাঝে দাবি সৌম্যর
যোগিতার উত্থাপিত এই বিষয়ে অবশ্য ইন্টারনেটের কাছ থেকে মিশ্র প্রতিক্রিয়া পেয়েছে। একজন এক্স ব্যবহারকারী যুক্তি দিয়েছেন যে, যেহেতু আরিয়ান চলচ্চিত্রের একটি গুরুত্বপূর্ণ চরিত্র মুফাসার ছেলে সিম্বাকে কণ্ঠ দিয়েছেন এবং আব্রাম শিরোনামের চরিত্রের ছোট সংস্করণে কণ্ঠ দিয়েছেন, তাই তাদের নামগুলি অন্যের চেয়ে প্রাধান্য পেয়েছে। আরেক ব্যবহারকারী লিখেছেন, ‘এটা নিয়ে বকবক কেন? অন্যরা তারকা নন এবং তাদের সম্পর্কে জানার আমাদের কোনও আগ্রহ নেই।’ আরেকজন লেখেন, ‘তাও ভালো, আপনি বলেননি এটা শাহরুখ খানের দোষ! মানুষ কত ক না করে জনপ্রিয়তা পেতে!’
আরও পড়ুন: জি বাংলার নিম ফুলের মধু-তে কে হবে বাবুর বাবু? পর্ণা-সৃজনের ছেলে নিয়ে হইচই, জানুন পরিচয়
প্রসঙ্গত, যোগিতা বিগ বস মারাঠির প্রাক্তন প্রতিযোগী। বর্তমানে তিনি টিভি শো নাভরি মাইল নবরিয়ালা-তে অভিনয় করছেন।
মুফাসা: দ্য লায়ন কিং সম্পর্কে
শাহরুখ খান মুফাসার আইকনিক চরিত্রে কণ্ঠ দিয়েছেন। আরিয়ান প্রাপ্তবয়স্ক সিম্বার চরিত্রের জন্য ভয়েস রেকর্ড করেছেন। আর আব্রামের কণ্ঠ শোনা যাবে ছোট সিম্বার চরিত্রে।
আরও পড়ুন: প্রাক্তন প্রেমিক ও তার বান্ধবীকে পুড়িয়ে মারার অভিযোগ, গ্রেফতার হয়েছেন নার্গিস ফাকরির বোন আলিয়া
মুফাসা ডিজনির ২০১৯ সালের হিট অ্যানিমেটেড অ্যাডভেঞ্চার সিনেমা দ্য লায়ন কিং-এর প্রিকোয়েল। আগামী ২০ ডিসেম্বর ইংরেজি, হিন্দি ও তামিল ভাষায় মুক্তি পাবে সিক্যুয়েলটি।