বাংলা নিউজ > বায়োস্কোপ > Dhanush-Aishwaryaa Split: তবে কি ডিভোর্সের সিদ্ধান্ত বদলে গিয়েছে, কেন এক হোটেলে ধনুষ-ঐশ্বর্য! কেসটা কী?

Dhanush-Aishwaryaa Split: তবে কি ডিভোর্সের সিদ্ধান্ত বদলে গিয়েছে, কেন এক হোটেলে ধনুষ-ঐশ্বর্য! কেসটা কী?

ধনুষ-ঐশ্বর্য।

হায়দরাবাদের সিতারা হোটেলে থাকছেন দু’জনে।

চলতি মাসেই বিচ্ছেদ নেওয়ার কথা ঘোষণা করেছেন দক্ষিণী অভিনেতা ধনুশ আর রজনীকান্তের মেয়ে ঐশ্বর্য! কিন্তু খবর বলছে এখনও তাঁরা একই হোটেলে বসবাস করছেন। আর এই কথা শোনা মাত্রই নতুন জল্পনা ঘোরাফেরা করছে চারিদিকে। 

হায়দরাবাদের সিতারা হোটেলে থাকছেন দু’জনে। রামোজি ফিল্ম সিটির অন্দরেই এই হোটেলটি। আর এই খবর শুনেই অনেকের মনে প্রশ্ন জেগেছে, তবে কি আবার জোড়া লাগতে চলেছে এই সম্পর্ক! নতুন আশা বাস করছে লোকের মনে। 

যদিও জানা যাচ্ছে কাজের জন্যই এক হোটেলে রয়েছেন তাঁরা। ধনুশ একটি সিনেমার শ্যুট করছেন আর ঐশ্বর্য সেখানে রয়েছে মিউজিক ভিডিওর কাজে। রজনীকান্তের মেয়ে এর আগে একাধিক সিনেমার পরিচালনা করেছেন।

২০০৪ সালে বিয়ে করেন ধনুশ-ঐশ্বর্য।
২০০৪ সালে বিয়ে করেন ধনুশ-ঐশ্বর্য।

১৭ জানুয়ারি ধনুশ টুইটারে লেখেন, ‘বন্ধু হিসেবে, জুটি হিসেবে, বাবা-মা হিসেবে ১৮ বছরের এই পথ চলা। সফরটা ছিল মানুষ হিসেবে বেড়ে ওঠার, একে অপরকে বুঝে ওঠার, মানিয়ে চলার। আজ আমরা এমন এক সিদ্ধান্তে এসে পৌঁছেছি, যেখানে আমরা বুঝতে পারছি এবার আমাদের পথ আলাদা হওয়াটাই ভালো। আমি আর ঐশ্বর্যা আলাদা হওয়ার সিদ্ধান্ত নিয়েছি। যুগল হিসেবে এতদিন থেকেছি। এবার নিজেদের নিজেদেরকে বোঝার পালা।’

২০০৪ সালে রজনীকান্তের মেয়ের সঙ্গে বিয়ের পর্ব সেরেছিলেন ধনুশ। দুই ছেলে যাত্রা ও লিঙ্গার বাবা-মা এই প্রাক্তন তারকা দম্পতি। ‘ভাই রাজা ভাই’, ‘৩'-র মতো ছবির পরিচালক ঐশ্বর্য। অন্যদিকে গত দেড় দশক ধরে দক্ষিণী ইন্ডাস্ট্রির অন্যতম লিডিং সুপারস্টার ধনুশ। সম্প্রতি তাঁর দেখা মিলেছে আনন্দ এল রাই পরিচালিত ‘আতরঙ্গি রে’ ছবিতে।

বন্ধ করুন