বাংলা নিউজ > বায়োস্কোপ > Deepika Padukon: আর কেন হলিউডে কাজ করেননি দীপিকা? অভিনেত্রী জানালেন তাঁর খারাপ অভিজ্ঞতার কথা

Deepika Padukon: আর কেন হলিউডে কাজ করেননি দীপিকা? অভিনেত্রী জানালেন তাঁর খারাপ অভিজ্ঞতার কথা

‘এক্সএক্সএক্স: জেন্ডার কেজ’ ছবিতে দীপিকা পাড়ুকোন

Deepika Padukone in Hollywood: একদিকে ‘RRR’-এ মতো ছবি নিয়ে উচ্ছ্বসিত আমেরিকার দর্শক, অন্যদিকে দীপিকা পাড়ুকোন জানালেন, কীভাবে আমেরিকায় কাজের অভিজ্ঞতা তাঁকে হতাশ করেছে।

বর্তমানে ভারতীয় সিনেমা হলিউডে অন্যতম চর্চার বিষয়। ‘RRR’ দেখে উচ্ছ্বসিত আমেরিকার দর্শক। ঠিক এমনই একটি সময়ে দীপিকা পাড়ুকোন জানালেন, কেন হলিউড ছবিতে তাঁকে আর দেখা যায়নি। জানালেন, কীভাবে হলিউড তাঁকে হতাশ করেছে।

ঘটনাটি কী ঘটেছিল? ভিন ডিজেলের সঙ্গে ‘এক্সএক্সএক্স: জেন্ডার কেজ’ ছবিতে কাজ করেছিলেন দীপিকা। সেই ছবিতে তাঁকে পছন্দ করেছিলেন দর্শক। তিনি এর পরে আরও বেশ কিছু হলিউড ছবিতে কাজ করতে পারেন বলেও ভেবেছিলেন অনেকে। একদিকে যখন প্রিয়াঙ্কা চোপড়া হলিউডে রীতিমতো সফল, সেখানে দীপিকার উজ্জ্বল ভবিষ্যৎ নিয়েও অনেকে এক প্রকার নিশ্চিতই ছিলেন। কিন্তু তার কিছুই হয়নি। 

সম্প্রতি দীপিকা জানিয়েছেন, এক অভিনেতা তাঁর সঙ্গে কেমন ব্যবহার করেছিলেন। নাম না করে সেই অভিনেতা সম্পর্কে দীপিকা বলেছেন, তাঁর সঙ্গে একটি পার্টিতে দেখা হয়েছিল তাঁর। সেই অভিনেতা দীপিকাকে বলেন, ‘তোমার ইংরেজি তো বেশ ভালো!’

দীপিকা বলেছেন, সেই কথাটির অর্থ তিনি বুঝতে পারেননি। তবে কথাটির মধ্যে যে কিছুটা বক্রোক্তি ছিল, তা নাকি তিনি টের পেয়েছিলেন। দীপিকা পরে তাঁকে জিজ্ঞাসাও করেন, তিনি কী বলতে চাইছেন? যদিও সে প্রশ্নের সদুত্তর পাননি। দীপিকার দাবি, ওই দেশে অনেকেই ভাবেন, ভারতীরা ভালো ইংরেজি বলতে পারেননি। 

তবে এখানেই শেষ নয়। এর পাশাপাশি ঘটেছিল আরও একটি ঘটনাও। সেই সময়ে বিমানবন্দরে আমেরিকার কয়েক জন চিত্রসাংবাদিক দীপিকাকে দেখে ভেবেছিলেন প্রিয়াঙ্কা চোপড়া। এবং সেই হিসাবে তাঁর ছবিও তুলে ফেলেন। যদিও তত দিন প্রিয়াঙ্কা হলিউডে বেশ নাম করে ফেলেছেন।

দীপিকার বক্তব্য, এভাবেই আমেরিকায় ভারতীয় অভিনেতা-অভিনেত্রীদের প্রাপ্য সম্মান দেওয়া হয় না। সেই কারণেই হলিউডে গিয়ে তিনি হতাশ হয়েছেন। আর সেই কারণেই তাঁকে আর হলিউডের ছবিতে দেখা যায়নি। 

বন্ধ করুন