বাংলা নিউজ > বায়োস্কোপ > Javed Akhtar: ‘শ্রীদেবী এবং মাধুরীর সঠিক মূল্যায়ন হয়নি…’, কেন এমন বললেন জাভেদ আখতার

Javed Akhtar: ‘শ্রীদেবী এবং মাধুরীর সঠিক মূল্যায়ন হয়নি…’, কেন এমন বললেন জাভেদ আখতার

জাভেদ আখতার, শ্রীদেবী এবং মাধুরী দীক্ষিত

বিখ্যাত চিত্রনাট্যকার জাভেদ আখতার সম্প্রতি তাঁর মেয়ে, চিত্রনাট্যকার জোয়া আখতারের সঙ্গে একটি সাক্ষাৎকার দেওয়ার সময় শোবিজ ওয়ার্ল্ডের কিছু নতুন ও না বলা গল্প শেয়ার ভাগ করে নিয়েছেন। তাঁরা শিল্প, সাহিত্য এবং সিনেমার প্রতি তাঁদের আবেগের কথা বলেছেন।

বিখ্যাত চিত্রনাট্যকার জাভেদ আখতার সম্প্রতি তাঁর মেয়ে, চিত্রনাট্যকার জোয়া আখতারের সঙ্গে একটি সাক্ষাৎকার দেওয়ার সময় শোবিজ ওয়ার্ল্ডের কিছু নতুন ও না বলা গল্প শেয়ার ভাগ করে নিয়েছেন। তাঁরা শিল্প, সাহিত্য এবং সিনেমার প্রতি তাঁদের আবেগের কথা বলেছেন।

বর্তমানে একজন তারকা হতে কী লাগে সে বিষয়েও আলোচনা করেছেন কিংবদন্তি লেখক জাভেদ আখতার। তাছাড়াও স্টারডম সমাজের উপর কী ভূমিকা পালন করে, তার উপরও জোর দিয়েছেন।

আরও পড়ুন: ‘শাহরুখের জিরো প্রত্যাখ্যান করেছি কারণ…’কেরিয়ার নিয়ে অজানা তথ্য ফাঁস কঙ্গনার

জাভেদ আখতার অমিতাভ বচ্চনের জনপ্রিয় 'অ্যাংরি ইয়াং মেন' এই ভাবমূর্তির পতনের কথাও উল্লেখ করেছেন। অমিতাভের ছবিগুলিতে দেখানো হত রাগ, গভীর আঘাত থেকে তাঁর এই লুক আসতে আসতে তৈরি হচ্ছে। তখন তাঁর ছবি সাদারণ খেটে খাওয়া মানুষের যাপনের কথা বলত। কিন্তু পরে সময় যত বদলাতে থাকে তত চরিত্রগুলি গভীরতা হারিয়ে যায় শুধুমাত্র রাগই চরিত্রের কেন্দ্রে চলে আসে। ফলে চরিত্রটি শেষ পর্যন্ত বিবর্ণ হয়ে যেতে শুরু করে। জাভেদ আখতার আরও জানান যে, সিনেমায় সামাজিক প্রতিফলন শুধুমাত্র পুরুষ সুপারস্টারদের মধ্যে সীমাবদ্ধ নয়।

ইন্ডিয়ান এক্সপ্রেসকে দেওয়া এক সাক্ষাৎকারে, জাভেদ আখতার জানিয়েছিলেন যে, কীভাবে শ্রীদেবী এবং মাধুরী দীক্ষিতের মতো প্রতিভাবান অভিনেত্রীদের এমন একটি সমাজিক অবমূল্যায়ন করা হয়েছিল যেখানে তাঁদের সেভাবে মেলে ধরাই হয়নি। তিনি তাঁদের মীনা কুমারী, নার্গিস এবং ওয়াহিদা রহমানের মতো কিংবদন্তিদের সঙ্গে তুলনা করেছিলেন, যাদের 'সাহেব বিবি অর গোলাম', 'মাদার ইন্ডিয়া' এবং 'গাইড'- এর মতো ছবিতে আইকনিক ভূমিকায় অভিনয় করতে দেখা গিয়েছে। জাভেদ আখতার এ প্রসঙ্গে বলেছেন যে, শ্রীদেবী এবং মাধুরী সমানভাবে প্রতিভাবান হলেও তাঁরা একইভাবে সেই জায়গা করে নিতে পারেননি কারণ সেই সময়ে সমাজ নারী কেন্দ্রীক গল্প বলা হত না। তাঁদের আলাদা করে গুরুত্ব দেওয়া হত না, বলা ভালো নারী চরিত্রের প্রতি আলাদা করে গুরুত্ব দেওয়া হত না।

আরও পড়ুন: জামা নয়, আরজি কর কাণ্ডের পর দুর্গাপুজোর জন্য পেপার স্প্রে কেনার বিধান ইনফ্লুয়েন্সারের! কী বলছে নেটপাড়া?

তিনি আরও উল্লেখ করেছেন যে এখনও ভারতীয় সিনেমা আধুনিক নারীর সত্যিকারের প্রতিনিধিত্ব খুঁজে পেতে সংগ্রাম করছে। তাই সমসাময়িক নারীদের ছবি তুলে ধরার জন্য তিনি তাঁর মেয়ে জোয়া আখতারের চলচ্চিত্রের প্রশংসা করেছেন। নিজের কথা ভাবলেই কেউ স্বার্থপর হয়ে যায় এমনটা নয়। তিনি যুক্তি দিয়েছিলেন যে লেখকরা সমাজের অন্ধকারে থাকা এই অংশের কথা তাঁদের চরিত্রে তুলে ধরে চান না। যার ফলস্বরূপ ভালো অভিনেত্রীদের সঠিক মূল্যায়ন হয় না।

Haryana and JNK Election Haryana and JNK Election
বায়োস্কোপ খবর

Latest News

মহাষ্টমীর পুণ্যলগ্নে প্রিয়জনকে জানান অন্তরের শুভকামনা, পাঠিয়ে দিন এই বার্তা ধনু-মকর-কুম্ভ-মীনের মহাষ্টমী কেমন কাটবে? জানুন রাশিফল সিংহ-কন্যা-তুলা-বৃশ্চিকের কেমন কাটবে মহাষ্টমী? জানুন রাশিফল মেষ-বৃষ-মিথুন-কর্কট রাশির কেমন কাটবে মহাষ্টমী? জানুন রাশিফল এবছর কত ক্ষণ থাকছে অষ্টমী তিথি? মহাষ্টমীর অঞ্জলি হবে কখন? জেনে নিন সঠিক সময় সপ্তমীর দুপুরে পথ দুর্ঘটনা, মৃত্যু শম্ভুনাথ পন্ডিতের চিকিৎসকের স্ত্রী-মেয়ের মহাসপ্তমীতে ফুলপাতি উৎসব শিলিগুড়িতে, দেখুন দারুণ সব মুহূর্ত 'ক্যাপ্টেন, এটা আপনার সিংহাসন...!' তরুণী পাইলটকে কেন একথা বলেছিলেন রতন টাটা? রাষ্ট্রীয় মর্যাদায় বিদায় রতন টাটাকে, শেষকৃত্যে হাজির অমিত শাহ-একনাথ শিন্ডেরা আসিয়ান দেশগুলির সঙ্গে ভারতের সম্পর্ক আরও দৃঢ় করতে মোদীর ১০ দাওয়াই

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.