জনপ্রিয় রিয়েলিটি শো 'শার্ক ট্যাঙ্ক ইন্ডিয়া' -এর সিজন ৪ থেকে বাদ পড়লেন জোম্যাটোর সিইও দীপেন্দ্র গোয়েল। কিন্তু চতুর্থ সিজন থেকে কেন বাদ পড়লেন তিনি? সিজন ৩-এও তাঁকে শার্ক হিসেবে দেখা গিয়েছিল। কিন্তু কেন তিনি এই সিজনে থাকছেন না? তা নিয়ে সমাজ মাধ্যমে শুরু হয়েছে নানা জল্পনা-কল্পনা। তৈরি হয়েছিল নানা বিতর্কও। এবার 'শার্ক ট্যাঙ্ক ইন্ডিয়া' থেকে বাদ প্রসঙ্গে মুখ খুললেন দীপেন্দ্র গোয়েল।
দীপেন্দ্র গোয়েল ইটি স্টার্টআপ অ্যাওয়ার্ডস চলাকালীন শোতে সংক্ষিপ্ত সময়কালে তাঁর বক্তব্য রেখেছিলেন। তাঁর কথায়, ‘আমি প্রচলিত স্টার্টআপ সংস্কৃতিকে চ্যালেঞ্জ জানাতে শার্ক ট্যাঙ্কে যোগদান করেছিলাম। কারণ এখানে মূল্যায়ন এবং শোম্যানশিপকে অগ্রাধিকার দেওয়া হয়। আমি আলাদা কিছু উপস্থাপন করতে চেয়েছিলাম। কীভাবে স্টার্টআপগুলি তৈরি করা উচিত তা দেখাতে চেয়েছিলাম।’
তিনি ফিরবেন কিনা জানতে চাওয়া হলে দীপেন্দ্র অকপটে উত্তর দেন, ‘দুর্ভাগ্যবশত, আমি ফিরব না। আমি শুনেছি সুইগি এবার শার্ক ট্যাঙ্ক স্পনসর করেছে। স্পনসরশিপের জন্য আমাকে বাদ দেওয়া হয়েছে।’
আরও পড়ুন: বিকাশের নিউইয়র্কের রেস্তোরাঁয় শাহরুখ! বাদশাকে নিয়ে আবেগে ভাসলেন শেফ
অনুপম মিত্তল (পিপল গ্রুপ), আমন গুপ্ত (বোট লাইফস্টাইল), নমিতা থাপর (এমকিউর ফার্মাসিউটিক্যালস), পীযূষ বনসাল (লেন্সকার্ট) এবং রিতেশ আগরওয়াল (ওয়ো) থাকছেন এবার শার্কের ভূমিকায়। তাছাড়াও এই সিজিনে তাঁদের সঙ্গে যোগ দিয়েছেন ভিবার প্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক বিরাজ বহেল।
ইন্ডিয়া টুডের এক প্রতিবেদনে অনুসারে, দীপেন্দ্র গোয়েল ‘শার্ক ট্যাঙ্ক’ থেকে বাদ পড়া নিয়ে বিরাজকে প্রশ্ন করা হলে তিনি মজার ছলে উত্তর দেন, ‘আমি খুশি। দীপেন্দ্র চলে যাওয়ায় আমি জায়গা পেয়েছি। আমি জোম্যাটোকে ধন্যবাদ জানিয়ে চিঠি লিখতে পারি।’
শোয়ের শুরু থেকেই শার্ক হিসেবে ছিলেন আমন গুপ্ত। তিনি স্পনসরশিপ কাস্টিংকে প্রভাবিত করে এই কথা অস্বীকার করেন। তাঁর মতে, ‘সেরকম কিছু কখনওই হয় না। আমি তার বড় উদাহরণ। আমি এই শো স্পনসর করিনা। কিন্তু আমি এখানে চারটি সিজন ধরে শার্ক হিসেবে রয়েছি। শোয়ের নির্মাতারা আমাদের শার্ক হিসেবে বেছে নিয়েছেন, এতে আমি সম্মানিত। শার্ক আসবে এবং যাবে, তবে শোয়ের যে মূল বক্তব্য অপরিবর্তিতই থাকবে। আশা করি।’ তারপর হেসে বলেন, ‘আমি এর ব্যতিক্রম।’
আরও পড়ুন: হাতে আঁকা লাল কুর্তা পরে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করলেন করিনা! বেবোর পোশাকের দাম জানেন?
তবে এত কিছুর পরও, শার্ক ট্যাঙ্ক ইন্ডিয়া ৪-এর জন্য দর্শকরা অধীর আগ্রহে অপেক্ষা করছেন। অভিনেতা তথা ইন্টারনেট ইনফ্লুেঞ্জার সাহিবা বালি এবং কৌতুক অভিনেতা আশিস সোলাঙ্কিও এবার এই শোতে আসতে চলেছেন।