বাংলা নিউজ > বায়োস্কোপ > Khorkuto: নতুনত্বের রমরমায় বন্ধ হবে 'খড়কুটো'? ধারাবাহিকের ভবিষ্যৎ নিয়ে মুখ খুললেন তৃণা

Khorkuto: নতুনত্বের রমরমায় বন্ধ হবে 'খড়কুটো'? ধারাবাহিকের ভবিষ্যৎ নিয়ে মুখ খুললেন তৃণা

শেষ হয়ে যাবে ‘খড়কুটো’?

একাধিক নতুন ধারাবাহিক আসছে স্টার জলসায়। বেশ কয়েকটির প্রোমোও মুক্তি পেয়েছে ইতিমধ্যেই। আর এই নতুনত্বের রমরমায় সিঁদুরে মেঘ দেখছেন 'খড়কুটো'প্রেমীরা। তবে কি আচমকাই ইতি টানা হবে মুখোপাধ্যায় পরিবারের আখ্যানে? শেষ হয়ে যাবে ধারাবাহিক?

এক সময় টানা টিআরপি তালিকায় শীর্ষে।'খড়কুটো'র জন্যই যেন তোলা থাকত 'বাংলার সেরা' তকমা। সময় গড়িয়েছে। বদলেছে চেনা ছবি। পুরনো জায়গা হারিয়েছে 'সৌগুন'-এর গল্প।

একাধিক নতুন ধারাবাহিক আসছে স্টার জলসায়। বেশ কয়েকটির প্রোমোও মুক্তি পেয়েছে ইতিমধ্যেই। আর এই নতুনত্বের রমরমায় সিঁদুরে মেঘ দেখছেন 'খড়কুটো'প্রেমীরা। তবে কি আচমকাই ইতি টানা হবে মুখোপাধ্যায় পরিবারের আখ্যানে? শেষ হয়ে যাবে ধারাবাহিক? এমনই অসংখ্য প্রশ্ন ঘুরপাক কাছে অনুরাগীমহলে। 'গুনগুন' তৃণা সাহা অবশ্য যাবতীয় গুঞ্জন উড়িয়ে বললেন, 'গত এক বছর ধরেই শুনছি 'খড়কুটো' শেষ হয়ে যাচ্ছে। এক সময়ে তো ধারাবাহিক শেষ হবেই। কিন্তু এখনই তা হচ্ছে না। অন্তত সে রকম কোনও খবর আমার কানে আসেনি।'

সদ্য মুক্তি পেয়েছে জলসার নতুন ধারাবাহিক 'মাধবীলতা'র প্রোমো। আসছে 'নবাব নন্দিনী', 'এক্কা দোক্কা'ও। টিকে থাকার লড়াই কি আরও কঠিন হচ্ছে? পর্দার গুনাগুনের উত্তর, 'আমি ইঁদুর-দৌড়ে বিশ্বাসী নই। আমাদের ইউনিটের কেউই প্রতিযোগীতার কথা মাথায় রেখে কাজ করে না। দুপুরে সম্প্রচারিত ধারাবাহিকগুলোর মধ্যে 'খড়কুটো' বেশ এগিয়ে। মানুষ এখনও আমাদের ভালোবাসছেন। পছন্দ করছেন। আমরা এতেই খুশি।'

দেখতে দেখতে প্রায় দু'বছর। এখনও চর্চার রসদ জুগিয়ে চলেছে 'খড়কুটো'। কিন্তু পরিবারকেন্দ্রিক এই ধারাবাহিকের ভবিষ্যৎ কী? নিশ্চিত উত্তর না পেয়ে সংশয়ে অনুরাগীরা।

বন্ধ করুন