কিছুদিন আগেই প্রকাশ্যে আসে আগমনী তিলোত্তমাদের গল্প শর্ট ফিল্মের পোস্টার। তারপরই সোশ্যাল মিডিয়ায় ছিছিকার পড়ে যায়। খোদ তৃণমূল কংগ্রেসের তরফেও বিরোধিতা করা হয় ছবির। তৃণমূল ছাত্র পরিষদ থেকে সাসপেন্ড করা হয় রাজন্যা এবং প্রান্তিককে। তারপরেও রাজন্যা জানিয়েছিলেন তাঁরা নির্ধারিত দিনেই আনবেন ছবি। এবার কি সেই সিদ্ধান্তে বদল আসছে? কুণাল ঘোষের সঙ্গে বৈঠক করলেন প্রান্তিক।
আরও পড়ুন: 'অনেকগুলো স্বপ্ন পূরণ...' শাহরুখ 'স্যারের' সঙ্গে আইফার মঞ্চে সঞ্চালনা, আপ্লুত ভিকি কী লিখলেন?
কী ঘটেছে?
মহালয়ার দিন অর্থাৎ বুধবার ২ অক্টোবর মুক্তি পাওয়ার কথা আগমনী: তিলোত্তমাদের গল্প শর্ট ফিল্মের। এই শর্ট ফিল্মটির পরিচালনা করেছেন প্রান্তিক চক্রবর্তী এবং অভিনয় করেছেন রাজন্যা হালদার। প্রসঙ্গত দুজনেই তৃণমূলের যুবনেতা। দুজনেই তৃণমূল ছাত্র পরিষদের ভাইস প্রেসিডেন্ট ছিলেন। এই ছবির পোস্টার প্রকাশ্যে আসার পর, ছবির প্রচার হওয়ার পর তৃণমূল ছাত্র পরিষদের তরফে তাঁদের সাসপেন্ড করা হয়। বিরোধিতা করে তৃণমূল কংগ্রেসও। এবার এদিন কুণাল ঘোষের সঙ্গে বৈঠক করেন প্রান্তিক। আর এখানেই প্রশ্ন উঠছে তবে কি পিছিয়ে যাচ্ছে ছবির মুক্তি?
সূত্রের খবর, এখনও আরজি কর নিয়ে উত্তপ্ত হয়ে আছে পরিবেশ। এমন অবস্থায় তৃণমূল কংগ্রেস চায় না এই ছবিটি মুক্তি পাক। প্রান্তিকের সঙ্গে বৈঠক করেছেন কুণাল। তবে কি সত্যিই পিছচ্ছে ছবির মুক্তি? এই বিষয়ে এখনই মুক্তি খুলতে চাননি প্রান্তিক। তিনি জানিয়েছেন শীঘ্রই জানানো হবে এই বিষয়ে তাঁরা কী সিদ্ধান্ত নিলেন।
অন্যদিকে কুণাল ঘোষ জানালেন, 'প্রান্তিক ঘোষ ছাত্র রাজনীতি করে, আমার পরিচিত। দেখা কথা হল। এর বাইরে একটা কথাও বলব না। শর্ট ফিল্ম মুক্তির বিষয়টা ওদের ব্যাপার।'
আরও পড়ুন: বলিউডে পা রেখেই দীর্ঘদিনের সম্পর্কে ইতি! ব্রেকআপ প্রসঙ্গে অদ্রিজা বললেন, ‘খুব ভেঙে পড়েছিলাম…’
প্রসঙ্গত কিছুদিন আগে কুণাল এই ছবির মুক্তির বিরোধিতা করে লেখেন, 'আরজি কর প্রসঙ্গ উল্লেখ করে একটি শর্ট ফিল্মের খবর এসেছে। এর সঙ্গে তৃণমূলের কোনও সম্পর্ক নেই। আমরা তিলোত্তমার ঘটনার ন্যায়বিচার চাই। এই স্পর্শকাতর বিষয়কে প্রচারে ব্যবহার করার চেষ্টার আমরা বিরোধী। যে কোনও ব্যক্তির স্বাধীনতা আছে সৃষ্টিতে। কিন্তু তদন্তাধীন এই মর্মান্তিক ঘটনাকে দলের সঙ্গে জড়িত কেউ যদি ছবির প্রচারে ব্যবহার করে, দল তার দায়িত্ব নেবে না। দল এবিষয়ে কোনও অনুমতি দেয়নি, দল জানত না। যে বা যারা এর সঙ্গে জড়িত, খতিয়ে দেখে, কড়া ব্যবস্থা নেওয়ার জন্য তৃণমূল ছাত্র পরিষদ নেতৃত্বকে বলা হয়েছে।'