করোনা আক্রান্ত হয়েছিলেন 'বাহুবলী' ছবি খ্যাত জনপ্রিয় দক্ষিণী অভিনেতা সত্যরাজ। দু'দিন আগে শারীরিক অবস্থার অবনতি হওয়াতে চেন্নাইয়ের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছিল তাঁকে। এখন অনেকটাই অবস্থার উন্নতি হয়েছে। মঙ্গলবার হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে বছর ৬৭-এর অভিনেতাকে।
কয়েকদিন আগে করোনা পজিটিভ হলেও তেমন কোনও শারীরিক অস্বস্তি না থাকায় নিজের বাড়িতেই নিভৃতবাসে ছিলেন এই তারকা। এরপরই গত ১০ জানুয়ারি হাসপাতালে ভর্তি করানো হয় তাঁকে। প্রবীণ অভিনেতার ছেলে টুইট করে জানিয়েছেন, ‘বাবা গতকাল হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন। বাড়িও ফিরে এসেছেন। উনি সম্পূর্ণ সুস্থ আছেন। দিন কয়েক বিশ্রাম নিয়ে তাড়াতাড়ি কাজে ফিরবেন। সকলের ভালোবাসা এবং সমর্থনের জন্য ধন্যবাদ। #সত্যরাজ’।
এই মুহূর্তে সূরিয়া, রানা দুগ্গুবাতির মতো একাধিক দক্ষিণী তারকাদের সঙ্গে একাধিক ছবিতে অভিনয় করার কথা তাঁর। তবে করোনা আবহে আপাতত সেসব ছবির কাজ পিছিয়েছে। তামিল, তেলুগু, মালয়ালম সিনেমায় প্রায় ছ’দশক ধরে অভিনয় করছেন সত্যরাজ। শেষ পাওয়া খবরে জানা গেছে, আপাতত দক্ষিণী অভিনেতার শারীরিক অবস্থা স্থিতিশীল।