সদ্য শুরু হয়েছে স্টার জলসার নতুন মেগা ধারাবাহিক ‘রোশনাই’। দর্শক মহলে মন কেড়েছে তা ইতিমধ্যেই। লীনা গঙ্গোপাধ্যায়ের পরিচালনায় ও ম্যাজিক মোমেন্টস প্রোডাকশনের হাত ধরেই ছোটপর্দায় ফিরেছেন শন বন্দ্যোপাধ্যায়, বিপরীতে রয়েছেন অনুষ্কা গোস্বামী ৷ ধারাবাহিকে অনুষ্কার চরিত্রের নাম রোশনাই।
রোশনাইয়ের মা মারা যাওয়ার পর রাজেশের হাত থেকে বাঁচতে পালাতে থাকে ক্রমাগত। তখন ঘটনা চক্রে রোশনাই ও আরণ্যকের বিয়ে হয়। পরবর্তীকালে রোশনাইকে নিয়ে কলকাতার দিকে আসতে থাকে আরণ্যক , মাঝপথে কাশীতে থামলে তখন আবারও দেখা হয় খলনায়ক রাজেশের সঙ্গে। ফলে নতুন ভাবে ত্রাসের সঞ্চার হয় রোশনাইয়ের মনে। সে ভাবতে থাকে তাহলে কি তার জীবনে আবার নতুন কোনও মোড় আসতে চলেছে? কারণ সে অনুমান করে রাজেশ হয়তো তাকে নিয়ে চলে যাবে। তার জীবন আবারও ঢেকে যাবে অন্ধকারে।
আরও পড়ুন: (পাঞ্জাবি গানে ওয়ার্কআউট ভিকির, ইন্টারনেটে আগুনের মতো ছড়িয়ে পড়ল ভিডিয়ো)
কিন্তু ঠিক এই বিপদের সময় তার সামনে ঢাল হয়ে দাঁড়ায় তার স্বামী, নতুন করে রোশনাইয়ের কপালে সিঁদুর পরিয়ে প্রমাণ করে যে সে তার স্ত্রী এবং বিপদের হাত থেকে রক্ষা করে। অন্যদিকে গরিমাও সেখানে এসে উপস্থিত হয়। এরকম একটা টালমাটাল পরিস্থিতিতে, রোশনাই ও আরণ্যকের জীবনের মোড় কোনদিকে ঘুরবে? রোশনাই কি পারবে কলকাতায় আসতে? পাবে কি স্ত্রী'র মর্যাদা ?
রোশনাই ধারাবাহিকের এই প্রোমো প্রকাশ্যে আসতে মিশ্র প্রতিক্রিয়া এসেছে দর্শকদের তরফে। কেউ কেউ প্রশংসা করলেও বেশিরভাগই বাংলা সিরিয়ালের ত্রিকোণ প্রেম, কিংবা অস্বাভাবিক ভাবে বিয়ে নিয়ে কুমন্তব্য করেছেন। এখন প্রতিযোগিতায় কতটা এগোতে পারে এই ধারাবাহিক সেটাই দেখার।
আরও পড়ুন: (‘ভালোবাসার ক্ষমতা কমে যাচ্ছে…’, ডিভোর্স চর্চার মাঝেই কেন এ কথা বললেন অনির্বাণ?)
চরিত্র সমন্ধে জানতে চাওয়া হলে শন জানান, ‘আমাকে এর আগে যে ক'টি ধারাবাহিকে দর্শক দেখেছেন তার থেকে এটা একেবারে আলাদা।’ অনুষ্কা বলেন, ‘এই চরিত্রটি ফুটিয়ে তুলতে নাচের তালিম নিচ্ছি। ভেবেছিলাম শন দা'র অনুরাগীরা আমাকে মেনে নেবে তো? প্রোমো দেখার পর সকলেই খুশি জেনে আমিও খুশি।’
রোশনাই ধারাবাহিকটি স্টার জলসার পর্দায় রোজ রাত সাড়ে ৮টায় সম্প্রচারিত হয়।মুখ্য ভূমিকায় আছেন অনুষ্কা গোস্বামী, শন বন্দ্যোপাধ্যায় ও তথাগত মুখার্জি। এছাড়া অন্যান্য গুরুত্বপূর্ন ভূমিকা আছেন কমলিকা বন্দ্যোপাধ্যায়, রেশমি সেন, ঊষসী চক্রবর্তী, লেখা চট্টোপাধ্যায়।