বাংলা নিউজ > বায়োস্কোপ > শাহরুখ কি ‘পাঠান’-এর প্রোমোশনে আসবেন ‘কফি উইথ করণ’-এ? যা বললেন করণ জোহর

শাহরুখ কি ‘পাঠান’-এর প্রোমোশনে আসবেন ‘কফি উইথ করণ’-এ? যা বললেন করণ জোহর

কফি উইথ করণের ৮ নম্বর সিজনে কি আসবেন শাহরুখ?

 খবর বলছে কফি উইথ করণের ৮ নম্বর সিজনের ডেবিউ এপিসোডই হবে শাহরুখ খানকে নিয়ে। সঙ্গে দীপিকার থাকার সম্ভাবনাও এরিয়ে দেওয়া যাচ্ছে না।

বলিউডের সেলেবদের হাঁড়ির খবর পাওয়ার সবচেয়ে ভালো উপায় কিন্তু ‘কফি উইথ করণ’। কফি কাউচে বসে করণ জোহরের সঙ্গে আড্ডা জমালেই তারকারা বেলাগাম হয়ে পড়েন। তবে এবারের মতো ইতি। শেষ হয়েছে সিজন ৭। যদিও করণ জানিয়েছেন খুব জলদি আসবে সিজন ৮। আর সেটা এতটাই জলদি, যে কেউ ভাবতেও পারবে না!

আর এটা শোনার পর থেকেই গসিপ-প্রেমীদের মনে প্রশ্ন, তাহলে কি পরের সিজনে শাহরুখ খান আসবেন? ২০২৩ সালে তিনটে ছবি মুক্তি পাওয়ার কথা আছে কিং খানের। প্রথম ছবি পাঠান আসবে জানুয়ারিতে। এই ছবি নিয়ে দর্শকদের প্রত্যাশা তুঙ্গে। আর হবে নাই বা কেন, পাঁচ বছর পর শাহরুখকে যে দেখা যাবে বড় পরদায়।

সম্প্রতি এক সাক্ষাৎকারে করণ জোহর এই নিয়ে কথাও বললেন। পরিচালকের কথায়, ‘আমি তো খুব চেষ্টা করব। পরের সিজনে শাহরুখকে নিয়ে বড় কিছু করার ইচ্ছে আছে। কারণ ও প্রথম থেকেই এই শো-র একটা বড় অংশ। যখনই ও এই শো-তে আসে, ম্যাজিক তৈরি হয়। তাই আমি খুব আশায় বুক বেঁধেছি। সঙ্গে আরও অনেককে এই শো-তে নিয়ে আর আসার ইচ্ছে আমার রয়েছে।’

৭ নম্বর সিজনে ১২খানা এপিসোড ছিল। মোট ২৬জন তারকা এসেছিল এবারে। ছিলেন গৌরী খানও। সঙ্গে দুই ‘বলিউড ওয়াইভস’ ভাবনা পাণ্ডে আর মাহিপ কাপুর। নিসন্দেহে শাহরুখকে কফি কাউচে দেখলে কিং খানের ভক্তরা অন্তত খুব খুশি হবেন।

কাজের সূত্রে, পাঠান ছাড়াও শাহরুখকে দেখা যাবে জওয়ান আর ডঙ্কি-তে। আর করণ জোহরেও দীর্ঘ ৭ বছর পর বসেছেন পরিচালকের কুর্সিতে। আলিয়া ভাট আর রণবীর সিং-কে নিয়ে বানিয়েছেন ‘রকি অউর রানি কি প্রেম কাহানি’। যা মুক্তি পাওয়ার কথা ২০২৩ সালেই।

 

বন্ধ করুন