ছোট পর্দা থেকেই উত্থান তাঁর। চুটিয়ে সিনেমা সিরিজে কাজ করার পর আবার কি সেখানেই ফিরতে চলেছেন অভিনেত্রী? কী জানা গেল পুজোর আগেই?
ফের ছোট পর্দায় ফিরছেন স্বস্তিকা?
স্বস্তিকা দত্তকে শেষবার আলাপ ছবিতে দেখা গিয়েছিল। মাঝে তিনি বেশ কয়েকটি বিজ্ঞাপনের কাজ করেছেন। এবার জানা গেল তিনি নাকি ফের ছোট পর্দায় ফিরতে চলেছেন। তবে বাংলা নয়। হিন্দি ধারাবাহিকে দেখা যাবে তাঁকে। তাও আবার সীমিত পর্বের ধারাবাহিক। জানা গিয়েছে মাত্র ১০০ টি পর্ব থাকবে এই ধারাবাহিকের। স্বস্তিকা দত্তকে শেষবার তোমার খোলা হাওয়া ধারাবাহিকে দেখা গিয়েছিল।
এই আসন্ন হিন্দি মেগাতে স্বস্তিকা ছাড়াও থাকবেন আরও দুই বঙ্গ তনয় এবং তনয়া। কারা তাঁরা? সোহম মজুমদার এবং ঋত্বিকা সেন। জানা গিয়েছে এই ধারাবাহিকের শ্যুটিং কলকাতাতেই হবে। তবে এখনও এই বিষয়ে কোনও আনুষ্ঠানিক ঘোষণা করা হয়নি। অভিনেত্রী নিজেও এই বিষয়ে এখনও কিছুই জানাননি।
তবে আপাতত স্বস্তিকা দুর্গাপুজো নিয়ে যারপরনাই ব্যস্ত। কিন্তু তাঁর যে অনুরাগীরা বারবার তাঁকে ছোট পর্দায় ফেরার অনুরোধ করতেন তাঁদের জন্য যে এটা একটা বড় সুখবর হতে চলেছে সেটা আর বলার অপেক্ষা রাখে না।
কেবল এই ধারাবাহিক নয়। আগামীতে স্বস্তিকা দত্তকে মৈনাক ভৌমিকের একটা ছবিতেও দেখা যাবে। কাজের ফাঁকে পরিচালকের অটোগ্রাফ নিয়ে সেটা পোস্ট করে আগামী ছবির কাজের খবর দিয়েছেন তিনি।