যশ রাজ স্পাই ইউনিভার্স আজকাল বলিউডের সবচেয়ে জনপ্রিয় এবং হিট ফ্র্যাঞ্চাইজি হয়ে উঠেছে। এখন পর্যন্ত সলমন খানকে 'টাইগার', শাহরুখ খান 'পাঠান' ও হৃতিক রোশন 'কবীর' চরিত্রে অভিনয় করেছেন। এই সমস্ত ছবি বক্স অফিসে রেকর্ড ব্রেক করেছে একের পর এক এবং এখন এই স্পাইভার্সে আরও একজন অভিনেতার প্রবেশের খবর এসেছে। সূত্রের খবর, যশরাজ ফিল্মসের পরবর্তী স্পাই থ্রিলার ছবিতে মুখ্য নায়ক হিসেবে দেখা যেতে পারে ভিকি কৌশলকে। প্রতিবেদনে বলা হয়, 'বেশ কিছুদিন ধরেই এই প্রকল্প নিয়ে কথাবার্তা চলছিল। এই ফ্র্যাঞ্চাইজির অংশ হতে পেরে ভিকি খুব উচ্ছ্বসিত। আপাতত ছবির চিত্রনাট্য ও অন্যান্য খুঁটিনাটি বিষয় প্রাথমিক পর্যায়ে থাকলেও এর উদ্দেশ্য এই স্পাইভার্সে একটি নতুন চরিত্র যোগ করা। 'ছাবা'র মতো হিট ছবির পর ভিকি কৌশলের স্টার ভ্যালু অনেকটাই বেড়েছে। নির্মাতারা বিশ্বাস করেন যে তিনি একা তার কাঁধে একটি শক্তিশালী গুপ্তচর চরিত্র পরিচালনা করার ক্ষমতা রাখেন। সবকিছু পরিকল্পনা মাফিক চললে আগামী বছর থেকে শুরু হতে পারে ছবির শুটিং এবং আগামীতে এর পরিচালকের নাম প্রকাশ করা হবে। প্রসঙ্গত, এখনও পর্যন্ত এই স্পাই ইউনিভার্সে মোট ৭টি ছবি তৈরি হয়েছে, যার মধ্যে হৃতিক রোশনের ওয়ার ২ এবং আলিয়া ভাটের আলফা এবং এবার ভিকি কৌশলের নতুন ছবি প্রবেশ করতে চলেছে। ওয়ার টু ছবিটি এই বছরই মুক্তি পাওয়ার কথা, সেখানে হৃতিকের সঙ্গে থাকবেন কিয়ারা আডবানি এবং জুনিয়র এনটিআর