একসময় টেলিভিশনের হাত ধরেই জনপ্রিয়তা পেয়েছিলেন অভিনেতা যশ দাশগুপ্ত। ২০১৩ সালে টেলি সিরিয়াল ‘বোঝেনা সে বোঝেনা’-এর হাত ধরেই জনপ্রিয়তার শিখরে পৌঁছেছিলেন যশ। তিনিই ছিলেন ধারাবাহিকের নায়ক। টেলিদর্শক তাঁকে চিনেছিল অরণ্য সিংহ রায় হিসাবে। তবে বর্তমানে তিনি বড়পর্দার নায়ক। এমনকি বলিউডের হিন্দি ছবিতেও কাজ করে ফেলেছেন।
তবে আবারও একবার টেলিভিশনে কামব্যাক করার ইঙ্গিত নিজেই সোশ্যাল মিডিয়ায় দিয়েছেন যশ। এক ভিডিয়ো বার্তায় যশকে বৃহস্পতিবার বলতে শোনা যায়, ‘আপনাদের সকলের জন্য একটা ভালো খবর আছে। আমি আবারও টেলিভিশনের পর্দায় ফিরছি। খুব শীঘ্রই দেখা হচ্ছে আপনাদের সঙ্গে। চোখ রাখুন স্টার জলসায়।’ প্রসঙ্গত, এই চ্যানেলেই একসময় সম্প্রচারিত হত যশ-মধুমিতার ধারাবাহিক 'বোঝে না সে বোঝেনা'। যশের এই ভিডিয়ো বার্তার পরই তাঁর টেলিভিশনেক কামব্যাকের খবর ছড়িয়ে পড়ে টলিপাড়ায়। অনেকেই তাঁকে শুভেচ্ছা জানাতে শুরু করেন।
এদিকে যশ টেলিভিশনে ফেরার কথা বললেও নুসরত নাকি এবিষয়ে বিন্দুমাত্র কিচ্ছু জানেন না। অভিনেতা সত্যিই টেলিভিশনে ফিরছেন কিনা, তা জানতে শুক্রবার সকাল থেকেই নুসরতের কাছে একের পর এক সংবাদমাধ্যমের ফোন যেতে শুরু করে। এদিকে নুসরত স্বামী যশের এই পদক্ষেপ নিয়ে বিন্দুমাত্র কিচ্ছুটি জানেন না। নিজেই এক ভিডিয়ো পোস্ট করে সেকথা জানান, প্রাক্তন সাংসদ, অভিনেত্রী নুসরত জাহান।
নুসরত যে ভিডিয়োটি পোস্ট করেছেন, তাতে তাঁকে বলতে শোনা যাচ্ছে, ‘জানি না সকাল থেকে মিডিয়া কেন এত ফোন করছে? কী আবার হল?’ অভিনেত্রীর কথা শেষ হতে না হতেই আবারও ফোন। একজন তাঁকে প্রশ্ন করেন, ‘হ্য়ালো নুসরত দি, যশদা শুনলাম টিভিতে কামব্যাক করছে? এই নিউজটা কি সত্যি?’ উত্তরে কিছুটা তুতলে নুসরত বলেন, ‘না মানে আমি ঠিক জানি না! এবিষয়ে…। আমাকে একটু সময় দাও, আমি পরে ফোন করব।’ বলেই ফোন রেখে দেন নুসরত। এরপরই নুসরত অবাক হয়ে নিজের মনেই বলেন, ‘যশ আবার টেলিভিশনে! আমাকে তো বলেনি!’
তবে সত্যিই কি যশ দাশগুপ্ত আবারও টেলিভিশনের পর্দায় ফিরছেন? নাকি এর পিছনে কোনও রহস্য আছে! আবার এটাও হতে পারে টেলিভিশনে ফিরলেনও সেটা হয়তবা সিরিয়াল নয়, অন্যকোনওভাবে দেখা যাবে যশকে! সেবিষয়টি এখনও স্পষ্ট নয়। তবে টলিপাড়ায় ইতিমধ্য়েই বিষয়টি নিয়ে শোরগোল পড়ে গিয়েছে।