বাংলা নিউজ > বায়োস্কোপ > শহুরে একাকিত্বের টানে বেসামাল ভিড়! নন্দনে দর্শকদের মনের কথা জানালেন জার্মান পরিচালক Wim Wenders

শহুরে একাকিত্বের টানে বেসামাল ভিড়! নন্দনে দর্শকদের মনের কথা জানালেন জার্মান পরিচালক Wim Wenders

নন্দনে 'প্যারিস-টেক্সাস' এর আলোচনায় উইম ওয়েন্ডার্স (নিজস্ব ছবি )

Wim Wenders At Nandan: ২৫ দিন, ১৮ টি ছবি, ৫ শহর। জার্মান পরিচালকের ভারত সফরে থাকছে মুম্বই, পুনা, তিরুবন্তপুরম, দিল্লিসহ কলকাতাও। গতকাল তার সূচনা হল নন্দনে। 

চলতি মাসের গোড়াতে ভারত ভ্রমণ এসেছেন বিখ্যাত জার্মান পরিচালক উইম ওয়েন্ডার্স।  ট্য়ুরের নাম তাঁরই এক ছবির নামে - ‘কিং অফ দ্য রোড’। এর আগে বিশ্বের বিভিন্ন দেশে তিনি ভ্রমণ করলেও ভারত ছিল না সেই তালিকায়। ভারতীয় চলচ্চিত্রের ঐতিহ্য এবং সিনেমার প্রতি ধর্মপ্রাণ মনোভাব তাঁকে আকৃষ্ট করে। আর সেই টানেই ৫ ফেব্রুয়ারি থেকে দেশের বিভিন্ন  শহরে দেখা যাচ্ছে ‘পারফেক্ট ডেজ’-এর পরিচালককে।

গতকাল ১৬ ফেব্রুয়ারি নন্দনে প্রদর্শিত হয় তাঁর ‘প্যারিস-টেক্সাস’। ১৯৮৪-তে ছবিটি কান ফিল্ম ফেস্টিভালে সেরা ছবির সম্মান পায়। ১৯৮৫ সালে বাফটা-তে ছিনিয়ে নেয় সেরা পরিচালকের সম্মান। মুম্বাই, পুণে, তিরুবনন্তপুরম, দিল্লি এবং কলকাতা -  পাঁচ শহর এই মাসে তার ভারত সফরের তালিকায়।

রবিবার একেই ছুটির দিন। তায় বিখ্যাত পরিচালককে দেখবার জন্য বিকেল নাগাদ উপচে পড়া ভিড়ে ছেয়ে যায় নন্দন চত্বর। শিশির মঞ্চ থেকে লাইন শুরু হয়ে শেষ হয় ফুড ক্যান্টিনে।

আরও পড়ুন - Mikey Medison: প্রকাশ্যে এবারের বাফটার পুরস্কার তালিকা, কোন তারকারা জিতলেন শিরোপা?

উইম ওয়েন্ডার্সের অন্যান্য ছবির মতো এই ছবিটিকেও ঘিরে থাকে একপ্রকার মেট্রোপলিটান নির্জনতা ও একাকীত্ব। টকটকে লাল রং, ডিজায়ারের প্রতীকী হয়ে ধাওয়া করে বেড়ায় প্রধান চরিত্র ট্র্যাভিসকে। ছন্নছাড়া, আকুল প্রেমিক ট্র্যাভিস পাড়ি দেয় পথের পাঁচালির অপুর মতো এক অন্তহীন, উদ্দেশ্যহীন পথে। শেষমেষ তার চরিত্রের স্বভাবগত ফ্রয়েডীয় ডেথড্রাইভকে স্বীকার করে নেয়।

ফিল্মবোদ্ধাদের মতে, এই চলচ্চিত্রে ফরাসি মনোবিশ্লেষক জাক লাকাঁ উপস্থাপিত মানবের তিনটি দশা - দ্য সিমবলিক, দ্য ইম্যাজিনারি, দ্য রিয়াল-এর প্রতিফলন দেখা যায়। মুখ্য চরিত্রটিও বারবার এমন একটি জায়গায় যাওয়ার কথা বলে, যেখানে কেউ তাকে চিনবে না, তার কোনও ভাষা থাকবে না।  

রবিবার নন্দনে সিনেমা পরবর্তী আলোচনায় পরিচালক বলেন, পৃথিবীর একেক দেশের একেকরকম একাকীত্বকে তিনি ছুঁয়ে দেখতে চান। ছবি শেষে ট্র্যাভিসের শেষ কীর্তিটি তার কাছে কোনো ট্র্যাজিক সমাপ্তি নয়. বরং ‘হিরোইক অ্যাক্ট অফ লাভ’। 

আরও পড়ুন - Shakira: স্থগিত কনসার্ট, অসহ্য পেট ব্যথা নিয়ে হাসপাতালে শাকিরা! কী হয়েছে?

১৯শে ফেব্রুয়ারি পর্যন্ত তার মোট ষোলটি ছবি নন্দন ১, বসুশ্রী ও পিভিআর-আইনক্স সাউথ সিটি প্রেক্ষাগৃহে দেখানো হবে। জিডি বিড়লা সভাঘরে থাকবে একটি মাস্টার ক্লাস। ইতিমধ্যে যার পাস সংগ্রহের জন্য ম্যাক্স মুলার ভবনেও মানুষ আনাগোনা করছেন।

তাঁর ছবিগুলির মধ্যে কলকাতায় দেখানো হবে - ‘উইংস অফ ডিজায়ার’, ‘টোকিও গা’, ‘এ লিস্ট ইন দ্য সিটিজ’, ‘কিংস অফ দ্য রোড’, ‘দ্য অ্যামেরিকান ফ্রেন্ড’ ইত্যাদি। 

বায়োস্কোপ খবর

Latest News

সন্তান মিথ্যা বলতে শুরু করেছে, বাবা-মা হয়ে আপনিই করেননি তো এই ভুল বাড়ির এই স্থানে রাখেন তো কাঁচি! না হলেই বাস্তুতে মহাবিপদ টিকিটের লাইনেও এবার? কর্নাটকে টেন্ডারে ৪ শতাংশ সংরক্ষণ মুসলিমদের, আপত্তি বিজেপির গত ১৭ বছরে KKRর সর্বোচ্চ উইকেট শিকার কাদের? রং নেই, তাই ‘সোহাগে- বরফে মাখামাখি’ করেই দেবমাল্যর সঙ্গে হোলি খেললেন মধুমিতা পিরিয়ডের আগে কাবু করে PMS, কী কী লক্ষণ? শরীরে কেমন প্রভাব ‘ভূত’ তাড়াতে আধারের সঙ্গে এপিক ‘লিঙ্ক’ করার কথা ভাবছে কমিশন, মঙ্গলে হবে বৈঠক IML 2025: ৫ ম্যাচে ১টি হাফ-সেঞ্চুরি, মাস্টার্স লিগে সচিনের পারফর্ম্যান্স কেমন? বিহারের যুবকের দেহ ভেসে উঠল কলকাতার জলাশয়ে, তদন্তে লালবাজারের গোয়েন্দারা হোলির শুভেচ্ছা জানাতে গিয়েও বিতর্কে সিপিএম, 'শৈশবটাও…'

IPL 2025 News in Bangla

6,6,6,6,6,6: কোচের কথায় ছয় বলে ৬ ছক্কা, LSG শিবিরে যুবরাজকে মনে করালেন বাদোনি উইকেট কিপিংয়ে ছাড়পত্র না মিললেও, ব্যাট হাতে নামতে পারেন সঞ্জু,স্বস্তি RR শিবিরে ইডেনে KKR-এর ম্যাচের দিনে মোহনবাগানের সেমিফাইনাল, দেখে নিন ISL-এর প্লে-অফের সূচি IPL 2025 শুরুর আগে দেখে নিন CSK-র সম্পূর্ণ স্কোয়াড, সূচি ও সম্ভাব্য প্রথম একাদশ IPL ফ্র্যাঞ্চাইজিগুলি বিশেষ শর্তে এক ম্যাচের জন্যও পরিবর্ত নিতে পারবে- রিপোর্ট দ্রাবিড়ের একটা কথাই বদলে দিল সঞ্জুর কেরিয়ার! অজানা গল্প শোনালেন RR ক্যাপ্টেন রিঙ্কু থেকে পন্ত, দ্রাবিড় থেকে নেহরা, ল্যাঙ্গার- রঙের উৎসবে রঙিন হল IPL দলগুলো ধোনির ফাঁদে পা দিয়েই ফেঁসে গিয়েছিলেন বেঙ্কটেশ! আজও ভুলতে পারেননি KKR তারকা 2008 IPL-এর মরশুম থেকেই এই টুর্নামেন্ট খেলতে চলেছেন নয় তারকা, জানেন তাঁরা কারা? ভারতীয়রা শুধু IPL-এ খেলেন! CT-তে ভারত বেশি সুবিধা পেয়েছে বলে কাঁদলেন না স্টার্ক

Copyright © 2025 HT Digital Streams Limited. All RightsReserved.