এবছর উইনডোজ প্রোডাকশনের-এর পুজোর ছবি কি? একথা জানতে উদ্গ্রীব ছিলেন অনেকেই। অবশেষে সামনে এল ছবির নাম। আর দর্শকদের জল্পনা সত্যি করে ২০২৫-এর পুজোয় আসছে 'রক্তবীজ-২'। ২৬ জানুয়ারি, রবিবার সকালে প্রযোজনা সংস্থার তরফে ঘোষণা করা হল ছবির নাম।
রবিবার একটা ছোট্ট টিজার ভিডিয়ো পোস্ট করে রক্তবীজ-২ আসার কথা ঘোষণা করা হয়েছে। যেখানে দেখা যাচ্ছে, ঝরে পড়া এক বিন্দু রক্ত দিয়েই লেখা হচ্ছে রক্তবীজ-২ নামটি। আর ভিডিয়োর ঝলকে দেখা মিলেছে আবির চট্টোপাধ্যায় ও মিমি চক্রবর্তীর। পোস্টের ক্যাপশানে লেখা হয়েছে ‘রক্তবীজের এক বিন্দু রক্ত মাটিতে পড়লে, সেখান থেকে জন্ম নেয় হাজার হাজার রক্তবীজ। এই পুজোয় আবারও আসছে রক্তবীজ ২।’ জানানো হয়েছে ২০২৫-এর পুজোয় আসছে ছবিটি।
আরও পড়ুন-সকালে ভূতেরা দখল করেছিল 'উইন্ডোজ'-এর ফেসবুক! এবার আমন্ত্রণ এল ‘ভানুপ্রিয়া ভূতের হোটেল’এ
এর আগে গত ৫ জানুয়ারি শিবপ্রসাদ মুখোপাধ্যায় সোশ্যাল মিডিয়া পোস্টের মাধ্যমে জানিয়েছিলেন, ‘Windows Production House এর বড়পর্দায় দেখা হবে তিনবার। বেশ কিছু বছর পর আবার গ্রীষ্মে মুক্তি পাবে নন্দিতা রায় ও আমার ছবি, আমার বস। বাকি দুটো ছবির অ্যানাউন্সমেন্ট আসছে খুব শিগগিরই।’ আর এরপর ২৪ জানুয়ারি জানানো হয় প্রযোজনা সংস্থার ক্রিসমাসের ছবিটি এক্কেবারেই ভুতুড়ে। জানা যায় ভৌতিক গল্প অবলম্বনে ক্রিসমাসে আসছে ‘ভানুপ্রিয়া ভূতের হোটেল’। আর অপেক্ষা ছিল পুজোর ছবির নাম ঘোষণার। তখন নেটিজেনদের অনেকেই নানান কথা লিখেছিলেন। কেউ লেখেন, ‘বাকি দুটো ছবির নাম ও অভিনেত্রী ও অভিনেতার নাম শোনার অপেক্ষায় রইলাম’। কেউ আবার বলেন, ‘Very excited sir, রক্তবীজ, বহুরুপী just Outstanding লেগেছে। একদম রুটেড গল্প: বাংলা মাটির গল্প: বাংলা মাটির গান। রক্তবীজ 2 Maybe. Very very excited sir Shiboprosad Mukherjee’। কারোর মন্তব্য ছিল ‘আপনাদের ছবি খুব ভালো। এবার পুজোয় রক্তবীজ পার্ট ২ আনুন প্লিজ’।
অর্থাৎ অনেকেই ধারণা করেছিলেন দেবের 'রঘুডাকাত'-এর সঙ্গে পাঙ্গা নিতে পুজোয় 'রক্তবীজ-২' আনবে উইনডোজ প্রোডাকশন। আর সেটাই সত্যি হল। অর্থাৎ আর announcement ভিডিয়ো দেখে একটি বিষয় স্পষ্ট এবার আরও একবার জুটি বাঁধতে চলেছেন মিমি চক্রবর্তী ও আবির চট্টোপাধ্যায়। এখন শুধুই বাকি নাম ঘোষণার অপেক্ষা।