উইনডোজ প্রোডাকশনের ফেসবুক পেজ নাকি হ্যাকারদের কবলে! সকাল থেকেই এই বিষয়টি নিয়ে হইচই পড়ে গিয়েছিল। উইন্ডোজ প্রোডাকশন হাউজের অন্যতম কর্ণধার তথা পরিচালক, অভিনেতা শিবপ্রসাদ মুখোপাধ্যায়ের স্ত্রী জিনিয়া সেন নিজেই ঘটনার স্ক্রিনশট নিয়ে নিজের ফেসবুক প্রোফাইলে পোস্ট করেন। যেখানে ধরা পড়ে হিজিবিজি কীসব লেখা। জিনিয়া ক্যাপশানে লিখেছিলেন, 'হ্যাক করা হয়েছে নাকি অন্য কিছু?'
জিনিয়ার পোস্টের কমেন্টে কেউ লেখেন, 'মনে হচ্ছে সাইবার হ্যাক। দ্রুত সাইবার ক্রাইমে যোগাযোগ করো।' আরেকজন লেখেন, 'এসব কী হচ্ছে?' কেউ আবার সন্দেহ প্রকাশ করে লেখেন, ‘সত্যিই হ্যাকড নাকি অন্য রহস্য আছে? কোনো প্রমোশনাল স্ট্র্যাটেজি নয় তো?’
আর নেটিজেনদের এই সন্দেহই সত্যি হল। কোনও হ্যাকিং হয়নি। সবই আসলে প্রচার কৌশল। আর এই নতুন স্টাইলেই নিজেদের বড়দিনের ভূতের ছবির কথা জানিয়েছেন শিবপ্রসাদ-নন্দিতা। আর এই সবকিছুই প্রকাশ্যে এসেছে সন্ধ্যেবেলা।
উইনডোজ-এর সোশ্যাল মিডিয়া পেজে নতুন ছবির পোস্টার শেয়ার করা হয়। যেটি কিনা পুরোটাই গ্রাফিক্সে বানানো। একটা হোটেলের সামনে তরুণ-তরুণীকে নৃত্যরত অবস্থায় দেখা মেলে। হোটেলের জানালার সামনে দেখা যাওয়া মুখগুলি বড়ই অদ্ভুত, তা ভয় ধরায় বৈকি! এই পোস্টের ক্যাপশানে লেখা হয়, ‘আজ সকালে যাঁরা আমাদের পেজ দখল করেছিলেন তাঁরা আর কেউ নন, এক দল ভূত। আমরা ওঁদের হাত থেকে নিজেরা বাঁচলেও, ওঁরা বলে গেছেন-আঁবারও দেঁখা হঁবে, এঁই বঁড়দিনে…ভয় না পেয়ে আপনাদেরও কিন্তু আসতে হবে আমাদের সাথে। আমন্ত্রণ রইল। গন্তব্যস্থলঃ ভানুপ্রিয়া ভূতের হোটেল।’
আরও পড়ুন-উর্ধাঙ্গে সুতোর লেশমাত্র নেই, ফুলের মালা দিয়ে স্তনযুগল ঢেকে প্রকাশ্যে অনন্যা
অর্থাৎ এবার বুঝে নিতে অসুবিধা নেই উইনডোজ-এর বড়দিনের নতুন ছবির নাম 'ভানুপ্রিয়া ভূতের হোটেল'।
প্রসঙ্গত, কিছুদিন আগেই শিবপ্রসাদ মুখোপাধ্যায় জানিয়েছিলেন, তাঁরা চলতি বছরে ৩টি ছবি আনবেন। আর এই ৩টি Summer 2025, Durgapuja 2025, Christmas 2025-এ মুক্তি পাবে। আর এই ৩ ছবির মধ্যে গরমের ছুটিতে আসছে ‘আমার বস’। একথা কিছুদিন আগেই ঘোষণা করা হয়েছে। আর এবার জানা গেল উইন্ডোজ-এর বড়দিনের ছবির নাম, সেটিই হল 'ভানুপ্রিয়া ভূতের হোটেল'। তবে উইনডোজের পুজোর ছবির কথা এখনও ঘোষণা করা হয়নি। তবে অনেকেই মনে করছেন হয়ত এবার পুজোতে আসবে ‘রক্তবীজ-2’। অনেকেই এই ছবি নিয়ে আগ্রহও প্রকাশ করেছেন।