'রবিবার বাড়িতে ‘বাড়িতে বসে কী করবেন? কতক্ষণ বউয়ের দিকে তাকিয়ে থাকবেন?' মাত্র কয়েকদিন আগেই L&T চেয়ারম্যানের এমন মন্তব্য ঘিরে তীব্র বিতর্ক তৈরি হয়েছে। এমন মন্তব্যে বেজায় বিরক্ত বহু লোকজন, সমালোচনায় ঝড় বইছে। এমনকি এমন মন্তব্যে বেজায় চটেছেন দীপিকা পাড়ুকোনও তিনিও এধরনের ভাবনা নিয়ে সোশ্যাল মিডিয়ায় নিজের ক্ষোভ উগরে দিয়েছেন। আর এবার এসএন সুব্রহ্মণ্যের এই মন্তব্যকেই সিনেমার প্রচারের হাতিয়ার করল উইনডোজ প্রোডাকশন। কারণ শিবপ্রসাদ ও নন্দিতার প্রযোজনার আগামী ছবির নাম ‘আমার বস’।
১৪ জানুয়ারি, মঙ্গলবার ঘোষণা করা হল ‘আমার বস’-এর মুক্তির দিন। উইনডোজ প্রোডাকশনের সোশ্যাল মিডিয়া পেজে জানানো হয়েছে 'আমার বস' মুক্তি পাচ্ছে আগামী ১৬ মে। ছবিটি যে গরমের ছুটিতে মুক্তি পাচ্ছে, তা আগেই জানানো হয়েছিল, তবে মুক্তির দিন ঘোষণা করা হয়নি। একই সঙ্গে এই পোস্টের ক্যাপশানে লেখা হয়েছে, ‘SAY NO TO TOXIC BOSS!’ অর্থাৎ SAY NO TO TOXIC BOSS! অর্থাৎ ‘এমন বিষাক্ত বসকে না বলতে শিখুন…’।
এদিকে ছবির এধরনের প্রচার আইডিয়া বেশ পছন্দ হয়েছে নেটাপড়ার অনেকেরই। একজন লিখেছেন, ‘চমৎকার প্রচার কৌশল শিবু দা’, কেউ লিখেছেন, 'কেয়া আইডিয়া স্য়ারজি', কেউ আবার লিখেছেন, ‘পুজোতে কী আসছে, সেই আপডেটটা দিন’। কেউ আবার মজা করে লিখেছেন, ‘বাকি দিনগুলোতে তাকিয়ে থাকার সময় থাকে তো?’ এমনই নানান মন্তব্য উঠে এসেছে।
প্রসঙ্গত,এক অনুষ্ঠানে কর্মসংস্কৃতি নিয়ে করা একটি প্রশ্নের উত্তরে লারসেন অ্যান্ড টুব্রোর চেয়ারম্যান এসএন সুব্রহ্মণ্য বলেন, ‘আমি দুঃখিত যে আমি আপনাদের রবিবার কাজ করাতে পারি না। আমি যদি আপনাকে রবিবার কাজ করাতে পারতাম তবে আমি আরও খুশি হতাম, কারণ আমি রবিবারও কাজ করি। বাড়িতে বসে কী করো? স্ত্রীর দিকে কতক্ষণ তাকিয়ে থাকা যায়? আসুন, সবাই অফিসে এবং কাজ শুরু করুন’। তাঁর এমন ভাবনা, মন্তব্য নিয়ে তীব্র সমালোচনা হয় বিভিন্ন মহলে। এবার তাঁর সেই মন্তব্যকেই সিনেমার প্রচারে ব্যবহার করল শিবপ্রসাদ-নন্দিতার উইনডোজ।
এদিকে, এর আগে সিনেমাপ্রেমীদের জন্য উইন্ডোজ প্রোডাকশন-এর তরফে আরও একটা বড় ঘোষণা করা হয়। ৬ জানুয়ারি শিবপ্রসাদ জানিয়েছিলেন, বছরে মোট ৩টি ছবি আনবে প্রযোজনা সংস্থা। যার একটি মুক্তি পাবে গ্রীষ্মে, বাকি ২টোর একটি পুজোতে অন্যটি ক্রিসমাসে মুক্তি পাবে। তখনই জানানো হয়েছিল গ্রীষ্মে আসছে আমার বস। তবে পুজোতে আর ক্রিসমাসে কী আসছে, সেই ছবি দুটির নাম এখনও ঘোষণা করা হয়নি।