আরজি কর কাণ্ড নিয়ে কলকাতা যখন উত্তাল, ঠিক তখনই শহর থেকে দূরে, জঙ্গল থেকে ভেসে আসা বুনো গন্ধে চমকে উঠলেন সিনেমাপ্রেমী বাঙালি। আর সেই গন্ধই জানান দিয়ে গেল 'বহুরূপী' আসছে। উইনডোজ প্রোডাকশনের তরফে সামনে আনা হল তাঁদের পুজোর ছবি 'বহুরূপী' টিজার। যেটি কিনা অ্যাকশনে ভরা আদপে একটা থ্রিলার।
'বহুরূপী'র প্রথম ঝলকেই স্পষ্ট শিবপ্রসাদ মুখোপাধ্যায়, কৌশানি মুখোপাধ্যায়, ঋতাভরী চক্রবর্তী, আবীর চট্টোপাধ্যায়দের লুক, এক্কেবারে অন্য় মোড়কে ধরা দিলেন তাঁরা। গতবছর পুজোয় মুক্তি পেয়েছিল উইনডোজ প্রোডাকশনের 'রক্তবীজ'। আর এবার আসছে ‘বহুরূপী’। গত ১৪ অগস্টই মুক্তি পাওয়ার কথা ছিল ‘বহুরূপী’র টিজার। তবে ওইদিনই আরজি কর কাণ্ডের পর প্রথম রাত দখলে রাস্তায় নামেন এরাজ্যের মহিলারা। আর তাই টিজার লঞ্চ অনুষ্ঠান বাতিল করেছিল উইনডোজ প্রোডাকশন। এরপর অবশেষে ২৮ অগস্ট সামনে আনা হল 'বহুরূপী'র টিজার
এই ছবিতে ASI সুমন্ত ঘোষালের চরিত্রে দেখা যাচ্ছে সুমন্ত ঘোষালকে। পাশাপাশি নজর কাড়লেন শিবপ্রসাদ মুখোপাধ্যায়, কৌশানি মুখোপাধ্যায় ও ঋতাভরী চক্রবর্তী। ছবিতে পলাশ ফুল আর মাটির সোঁদা গন্ধমাখা ঝিমলি চরিত্রে দেখা মিলবে কৌশানির, আর ঋতাভরী হাজির হবেন 'পরী' হয়ে। অন্যদিকে বিক্রম প্রামাণিক হয়ে এক্কেবারেই ভিন্ন মেজাজে এই ছবিতে ধরা দেবের শিবপ্রসাদ। এই টিজারে সেই বিক্রমেরও দেখা মিলেছে।
এর আগে ‘বহুরূপী’ নিয়ে কথা বলতে গিয়ে শিবপ্রসাদ বলেছিলেন, ‘এ দেশে ঘটে যাওয়া একটা অন্যতম গুরুত্বপূর্ণ ক্রাইম স্টোরিকে ঘিরে এই ছবির চিত্রনাট্য লেখা হয়েছে। এমন একটা অপরাধ যা লালবাজারের ইতিহাসেও অত্যন্ত গুরুত্বপূর্ণ। মুক্তধারার সময়ই এই ছবির পরিকল্পনা করা হয়েছিল। মাঝে কোভিডের কারণে ছবির কাজ পিছিয়ে যায়। অবশেষে ১২ বছর পর ছবিটা শুরু করতে পেরেছি।'
শিবপ্রসাদ জানিয়েছিলেন, এই ছবির পিছনে যে সত্য ঘটনা রয়েছে, তার মুখ্য চরিত্র এখনও বেঁচে আছেন। তাঁরা এই সিনেমায় তাঁদের জবানবন্দী দিয়েছেন। এটা রক্তবীজের থেকেও বড় ঘটনা। আর তাই এবার, এখন থেকে শুরু হল কাউন্টডাউন, সেই সত্য ঘটনার মুখোমুখি হওয়ার জন্য।